বাংলাদেশ ব্যাংক ভবন
অবয়ব
বাংলাদেশ ব্যাংক ভবন | |
---|---|
রেকর্ড উচ্চতা | |
Tallest in বাংলাদেশ from ১৯৮৫ হতে ২০১২[I] | |
পূর্ববর্তী রেকর্ড | ইস্টার্ন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন বীমা ভবন |
নতুন রেকর্ড | সিটি সেন্টার ঢাকা |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | সম্পন্ন |
ধরন | অফিস |
অবস্থান | মতিঝিল |
ঠিকানা | টয়েনবি সড়ক, হাটখোলা, ঢাকা - ১০০০, বাংলাদেশ |
শহর | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৪৩′৩৬″ উত্তর ৯০°২৫′২৪″ পূর্ব / ২৩.৭২৬৬° উত্তর ৯০.৪২৩২৩° পূর্ব |
সম্পূর্ণ | ১৯৯৯ |
স্বত্বাধিকারী | বাংলাদেশ ব্যাংক |
Height | |
স্থাপত্য | ১৩৭.১ মিটার (৪৫০ ফুট) |
শীর্ষবিন্দু পর্যন্ত | ১৩৭.১ মিটার (৪৫০ ফুট) |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ৩১ |
নকশা ও নির্মাণ | |
নির্মাতা | বাংলাদেশ ব্যাংক |
বাংলাদেশ ব্যাংক ভবন হল বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি আকাশচুম্বী ভবন। এটি মহানগরীর কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল মতিঝিলের অবস্থিত। এই ভবনটির উচ্চতা ১০১ মিটার (৩৩১ ফুট) এবং এটি ৩১ তলা বিশিষ্ট। এটি বাংলাদেশ ব্যাংক-এর সদরদপ্তর। ভবনটি শহরের আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে অন্যতম।
১৯৯৯ সালে নির্মিত এই ভবনটি ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন ছিল। কিন্তু সিটি সেন্টার বাংলাদেশ নির্মাণ করা হলে তখন সেটি শীর্ষস্থান দখল করে। সিটি সেন্টারের উচ্চতা ১১৯ মিটার (৩৯০ ফুট)। বর্তমানে এটি বাংলাদেশের তৃতীয় আকাশচুম্বী ভবনের তালিকায় অবস্থান করছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]স্থাপত্য-সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |