আমি বাংলা উইকিতে বিভিন্ন ধরণের কাজ করি। এর মধ্যে রয়েছে ধ্বংসপ্রবণতা রোধ করা। এছাড়াও নতুন পাতা গুলোকে নিরীক্ষণ করা। এর পাশাপাশি নতুন নিবন্ধ তৈরি এবং নিবন্ধগুলোর মানোন্নয়ন প্রভৃতি কাজ করি।
আমার ইতিহাস
উইকিপিডিয়াতে নিবন্ধনের পূর্বে বা পরেও আমি জানতাম না যে আমি উইকিপিডিয়াতে সম্পাদনা করতে সক্ষম। আমি ২৬ জানুয়ারী ২০১২ তারিখে উইকিপিডিয়াতে নিবন্ধন করি। তাই নিবন্ধনের পর আমি উইকিপিডিয়াতে সম্পাদনা করি নি। ২৫ জুলাই ২০১২ তারিখে, আমি একটি আইপি থেকে প্রথম সম্পাদনা করি। ঐ সম্পাদনাটি ১৪:০৬ (ইউটিসি) তে করা হয়েছিল। তখন থেকেই আমি কিছু সম্পাদনা করি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে নয়। অবশেষে ২৪ আগস্ট ২০১২ তারিখে সঠিকভাবে ১০:৫৩:২৫ ইউটিসি তে আমি আমার প্রথম সম্পাদনা করি। এটা আমার পুরো উইকিপিডিয়ার ইতিহাস। তবে এরও প্রায় ২ মাস পর ২৬ সেপ্টেম্বর ২০১২ তারিখে সঠিকভাবে ০৪:৩৯ ইউটিসি তে বাংলা উইকিপিডিয়াতে আমি আমার প্রথম সম্পাদনা করি। আমার মাইলফলক সমূহ দেখতে নিচে দেখুন।
আমি অনেক কিছু সম্পাদনা করেছি। কিন্তু এই পৃথিবীতে কোন কিছু সম্পূর্ণ সঠিক নয়। তাই আমার লেখাও সম্পূর্ণ সঠিক নয়। আমার লেখায়ও ভুল থাকতে পারে। যদি আমার কোন ভুল হয়ে থাকে তবে তা ধরিয়ে দেয়ার জন্য আমি ধন্যবাদ দেব। আমার সাথে যোগাযোগ করতে হলেঃ
আমার আলাপ পাতায় আমাকে কিছু লেখার জন্য এখানে চাপুন অংশে চাপুন।
আপনি ব্যক্তিগতভাবে আমার সাথে আলোচনা করতে চাইলে ইমেইল এর মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। তবে জবাব পেতে চাইলে আমার আলাপ পাতায় এ সম্পর্কে আমাকে অবগত করুন।
আপনি স্কাইপি এর মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে তা খুব জরুরি সময়ে। কারন আমি স্কাইপিতে সচরাচর আমার অতি পরিচিত ছাড়া কথা বলি না।
আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ১৮:১৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
আপনাকে আমার পক্ষ থেকে নববর্ষের রঙিন শুভেচ্ছা! নতুন বছর ভরে উঠুক জীবনানন্দে, হয়ে উঠুক মনের মতো। শুভ নববর্ষ!
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। দেরিতে বলার জন্য সত্যিই দুঃখিত।--অংকন (আলাপ) ০১:২৭, ১৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
জন্মদিনের শুভেচ্ছা
"
সুপ্রিয় Pratyya Ghosh, আমার পক্ষ থেকে আপনাকে রইল জন্মদিনের শুভেচ্ছা। তাওহীদ (ত্রুটি?) ১৮:১২, ৯ জুন ২০১৪ (ইউটিসি)
প্রিয় প্রত্যয় ঘোষ, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আজকের দিনটির মতই আপনার সারা বছর আনন্দময় হয়ে উঠুক; সাথে সাথে আপনার উইকিপিডিয়ার কর্মযাত্রা অব্যাহত থাকুক। --অংকন (আলাপ) ০৪:৩৮, ১০ জুন ২০১৪ (ইউটিসি)
সুপ্রিয় Pratyya Ghosh, আমার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন!
বাংলা উইকিতে অসাধারণ সব টেমপ্লেট তৈরী এবং চমকপ্রদ ব্যবহারকারী পাতার বিভিন্ন টেমপ্লেটের সমন্বয়ে সজ্জিত করার সুবাদে প্রত্যয়কে টেমপ্লেট তারকা পদক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হল। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টেমপ্লেট দেখতে পাব এই কামানায়; — মাসুম ইবনে মুসা কথোপকথন ২০:৫৮, ২০ জুন ২০১৪ (ইউটিসি)
২০১৫-এর উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:৩৮, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
ইউজার কমিটেড আইডেন্টিটি
ইউজার কমিটেড আইডেন্টিটি
অঙ্গীকারবদ্ধ পরিচয়: cbb22d83c94c052132f355b591ae15bd38bb060b328893df479ae7d70970bd0f0fef3650d80239c39277d239b5470df2d9bd590514560f50c650de6a5271af22 হচ্ছে SHA-512অঙ্গীকার যা এই ব্যবহারকারীর এর বাস্তব জীবনের পরিচয়।
এটি উইকিপিডিয়ার একটি ব্যবহারকারী পাতা।
এটি কোনো বিশ্বকোষীয় নিবন্ধ নয়। যদি আপনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো সাইটে এই পাতাটি দেখতে পান, তবে আপনি উইকিপিডিয়ার একটি অনুলিপি দেখছেন মাত্র। সচেতন থাকুন যে, এই পাতাটি মেয়াদোত্তীর্ণ হতে পারে এবং এই ব্যবহারকারী পাতাটি যার, তিনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের সাথে জড়িত নাও থাকতে পারেন। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়া যাবে এই ঠিকানায়— https://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Pratyya Ghosh/Old Userpage।