ব্যবহারকারী আলাপ:Mdyusufmiah
আলোচনা যোগ করুন
স্বাগতম বার্তা
[সম্পাদনা]বর্ধিত অংশ |
---|
প্রিয় Mdyusufmiah, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
।
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন। আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
|
বর্ধিত অংশ |
---|
সৈয়দ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]সৈয়দ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সৈয়দ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৬:১২, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি) অভিনন্দন[সম্পাদনা]আপনি যখন এ্যাকাউন্ট খুলেছেনই, তাহলে অনুরোধ করবো, এই এ্যাকাউন্টে ঢুকে প্রয়োজনীয় সম্পাদনাগুলো করার জন্য। তাহলে [সবচেয়ে মজার যে ব্যাপারটি হবে, তাহলো] আপনার নামটি ঐ নিবন্ধের ইতিহাসে যোগ হবে। তাছাড়া আপনাকে সরাসরি ম্যাসেজ দেয়া যাবে। নাহলে কোথাকার কে ম্যাসেজ পাবে, তার ঠিক নেই... :)। ভালো থাকবেন। সম্পাদনা গঠনমূলক হোক। আর যেকোনো প্রয়োজনে আমার আলাপ পাতায় এভাবেই প্রয়োজন জানিয়ে ম্যাসেজ দিতে ভুলবেন না। আমি আছি সবসময় পাশে। মাঝে মাঝে একটু ব্যস্ততার কারণে উইকিপিডিয়ায় কম বসা হয় আরকি। আল্লাহ হাফেয। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১১, ১৩ জানুয়ারি ২০১১ (ইউটিসি) অভিনন্দন[সম্পাদনা]আপনি যখন এ্যাকাউন্ট খুলেছেনই, তাহলে অনুরোধ করবো, এই এ্যাকাউন্টে ঢুকে প্রয়োজনীয় সম্পাদনাগুলো করার জন্য। তাহলে [সবচেয়ে মজার যে ব্যাপারটি হবে, তাহলো] আপনার নামটি ঐ নিবন্ধের ইতিহাসে যোগ হবে। তাছাড়া আপনাকে সরাসরি ম্যাসেজ দেয়া যাবে। নাহলে কোথাকার কে ম্যাসেজ পাবে, তার ঠিক নেই... :)। ভালো থাকবেন। সম্পাদনা গঠনমূলক হোক। আর যেকোনো প্রয়োজনে আমার আলাপ পাতায় এভাবেই প্রয়োজন জানিয়ে ম্যাসেজ দিতে ভুলবেন না। আমি আছি সবসময় পাশে। মাঝে মাঝে একটু ব্যস্ততার কারণে উইকিপিডিয়ায় কম বসা হয় আরকি। আল্লাহ হাফেয। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১৭, ১৩ জানুয়ারি ২০১১ (ইউটিসি) নতুন নিবন্ধ শুরু করতে করণীয়[সম্পাদনা]ইউসুফ ভাই, আশা করি ভালো আছেন। আপনি নতুন নিবন্ধ শুরু করতে চাইছেন, এটা ভালো কথা। এজন্য আপনি নতুন নিবন্ধ কিভাবে তৈরি করতে হয় পাতাটি থেকে সহায়তা পেতে পারেন। আমি শুধু যা বলবো, আপনি যে নিবন্ধেই হাত দিননা কেন, বানানের দিকে একটু নজর দেয়ার জন্য। এক কাজ করতে পারেন, খেলাঘর পাতায় গিয়ে ইচ্ছামতো লেখালেখী করে দেখতে পারেন কিভাবে কী লিখলে কী দেখাচ্ছে। ঐ পাতাটি হলো ইচ্ছামতো যা ইচ্ছা ছেরাভেরা লেখালেখী করার জায়গা। ...নতুন নিবন্ধটি যদি ভুল শিরোনামে শুরু করা হয়, তাহলে সেটা আসলে একটু ভুল হয়ে গেলো না? (যদিও পরে তা শুদ্ধ করা যায়) নতুন নিবন্ধ তৈরির পাতাটি আশা করি সব প্রশ্নের উত্তর দিবে, তবুও আরো যদি সহায়তার দরকার হয়, জানাবেন। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:০২, ১১ এপ্রিল ২০১১ (ইউটিসি) |
বর্ধিত অংশ |
---|
তথ্যসূত্র প্রসঙ্গে[সম্পাদনা]ইউসুফ ভাই, আসসালামু 'আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি সিলেট বিভাগ নিবন্ধে কাজ করছেন দেখতে পাচ্ছি। কিন্তু যত তথ্য যুক্ত করা হচ্ছে, সে অনুপাতে তথ্যসূত্র যোগ করা হচ্ছে না। আপনি "শ্রীহট্টের ইতিবৃত্ত"-এর পূর্বাংশ নাকি উত্তরাংশ থেকে তথ্য দিচ্ছেন, তা স্পষ্ট করছেন না। তাছাড়া শ্রীহট্টের ইতিবৃত্ত, ত্রিপুরার ইতিহাস বইগুলো কে বা কাঁরা লিখেছেন, কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, কত সালের সংস্করণ, কত পৃষ্ঠা থেকে তথ্যটি নিয়েছেন -এই তথ্যগুলো উল্লেখ করা গুরুত্বপূর্ণ। কারণ এভাবে তথ্য দিলে ঐ তথ্যটি রিভিউ করাও অন্য আরেকজন অবদানকারীর জন্য সহজ হবে। আমার কাছে শ্রীহট্টের ইতিবৃত্ত কিংবা ত্রিপুরার ইতিহাস বইগুলো নেই। তাই এটা বলতে পারছি না আপনি ওখান থেকে হুবহু লেখা তুলে দিচ্ছেন কিনা। শুধু এটুকু বলবো, কোনো কপিরাইটেড উৎস থেকে হুবহু লেখা তুলে দিবেন না দয়া করে। কারণ তাহলে ঐ কপিরাইটওয়ালা এসে উইকিপিডিয়ার ঘাড় চেপে ধরবে। তাই যেখান থেকেই তথ্য নেন না কেন, নিজের ভাষায় কথাটাকে সাজিয়ে বসানোর অনুরোধ করবো। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:২১, ২৭ এপ্রিল ২০১১ (ইউটিসি)
ইউসুফ ভাই, আপনার বোঝার সুবিধার্থে আমি সিলেট বিভাগ নিবন্ধের ছোট্ট একটি অংশ উইকিপিডিয়ার উপযোগী মানসম্মত করে দিলাম। কিভাবে সেটি করেছি, আপনি সেটি এখানে ক্লিক করলে দেখতে পারবেন: লাল রং দিয়ে পার্থক্যগুলো দেখানো আছে। তবে তারপরও কিছু ঘাটতি থেকে গেছে, যা থাকা কাম্য নয়। যেমন: যে তথ্যসূত্র আপনি দিয়েছেন, উদাহরণস্বরূপ: <ref>সিলেট গীতিকাঃ সমাজ ও সংস্কৃতি=''</ref>, কিংবা <ref>এনশিয়েন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া</ref>, কিংবা <ref>শ্রীহট্রের ইতিবৃত্ত পূর্বাংশ - ১১০ =</ref> -এগুলো আসলে যথেষ্ট নয়। যেরকম করে দিতে পারেন, তার একটি ফরম্যাট দিচ্ছি, এটা অনুসরণ করুন:
জায়গাগুলো ফিলআপ করলে কেমন হবে, উদাহরণস্বরূপ আমি একটা বইয়ের তথ্য বসিয়ে দেখিয়ে দেই:
পরিদর্শনের তারিখের জায়গায় আজকের তারিখ দিলাম, যেহেতু আজকে এই তথ্যসূত্রটি উইকিপিডিয়ায় যুক্ত করলাম।
ভালো থাকবেন। আর দ্রুত পরিবর্তন আনুন নিবন্ধে। নিবন্ধটা অনেক raw তথ্যে ভরপুর হয়ে গেছে। আপনি কতটুকু বুঝলেন না বুঝলেন আমার আলাপ পাতায় সেগুলো জানান। তার চেয়ে ভালো হয় যদি সিলেট বিভাগ নিবন্ধটিতেই পরিবর্তনগুলো করে দেখান সুন্দরভাবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:১২, ৪ মে ২০১১ (ইউটিসি) |
বর্ধিত অংশ | |
---|---|
নির্দেশনামূলক অনুরোধ[সম্পাদনা]ইউসুফ ভাই, নিবন্ধে আপনার কাজগুলো দেখছি। খুব পরিবর্তন লক্ষ্য করছি না। তবুও ধরে নিচ্ছি, আমার প্রতিটা নির্দেশনা আপনি বুঝেছেন এবং খুব শিঘ্রই সেভাবে সম্পাদনা করবেন, আপাতত তথ্য যোগ করে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি অনুরোধ করবো, নিবন্ধটাকে মানসম্মত অবস্থায় আনার আগ পর্যন্ত সিলেট বিভাগ নিবন্ধের একেবারে শুরুতে, উপরে, {{কাজ চলছে}} ট্যাগটি খুব অল্প সময়ের জন্য বসিয়ে নিন। তাহলে এর মধ্যে কোনো পাঠক এই নিবন্ধে ঢুকলে নিবন্ধের বেহাল অবস্থা দেখে উইকিপিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিবে না। আপনি যদি কোনো নির্দেশনা বুঝতে না পারেন, তাহলে আমাকে জানান। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৪৬, ৫ মে ২০১১ (ইউটিসি) সিলেটের ইতিহাস[সম্পাদনা]সিলেটের ইতিহাস নিবন্ধে আপনি কোনো বই থেকে টাইপ করছেন বা কপি পেস্ট করছেন। প্রথমতঃ এভাবে কপি পেস্ট করা যাবে না। দ্বিতীয়তঃ আপনার বইটির রচনাভঙ্গি দেখে সেটার যথার্থতা ও ইতিহাস গ্রন্থ হিসাবে নির্ভরযোগ্য্তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। কাজেই নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য দেয়ার জন্য অনুরোধ করছি। আপাতত আপনার যোগ করা অংশ্গুলো অপসারণ করতে বাধ্য হলাম। আপনি উপরের দুইটি পরামর্শ অনুযায়ী কাজ করলে বাধিত হবো। ভালো থাকুন। --রাগিব (আলাপ | অবদান) ০২:৩৬, ৭ মে ২০১১ (ইউটিসি) প্রশাসক হলে কোনো নিবন্ধ "কেটে ফেলা" চলে না, কিন্তু অন্য জায়গা থেকে কপিপেস্ট করা, কিংবা অনির্ভরযোগ্য তথ্য দেখা মাত্র সরিয়ে ফেলা যায়। জেলা বা উপজেলার তথ্য হালনাগাদ করে দিন। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৩৮, ৯ মে ২০১১ (ইউটিসি)
মইনুল ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে সব বানান ভল হয়েছে দেখিয়েছেন আমি ঐগুলো শুদ্ধ করার চেষ্টা অবশ্যই করছি । তবে কিছু কিছু বানান কি-বোডের সমস্যা জনিত কারণে আসছে । আর Bangladesh Districts বলতে কি বুঝায় ? সেটা আমিও জানিনা, কারণ এই লিংকটি আমার বসানো নয় । আমার মনে হয় এই লিংকটি প্রাশাকসগণ মধ্যে কেহ বসিয়েছেন । Probashi Bactitto, Shaikh Eaoyor এই বানানটি লিখকের গ্রন্থ হতে নেয়া । এই গ্রন্থে এভাবেই লিখা আছে । সর্বপোরি আমি নিবন্ধের উপরে (টেমপ্লেট:সম্পাদনা চলিতেছে) টাগ বসিয়ে দিচ্ছি । আরেকটি কথা, প্রভিন্সিয়াল লাইব্রেরী, জিন্দাবাজার, সিলেট হতে আপনি শ্রীহট্টের ইতিবৃত্ত গ্রন্থটি ফেতে পারেন । খোজ করুন । আপনাকে আবারও ধন্যবাদ । Mdyusufmiah (আলাপ) ১৪:৩৫, ১২ মে ২০১১ (ইউটিসি) শারলট'স ওয়েব[সম্পাদনা]Could you please help write the article based on en:Charlotte's Web (1973 film) so it won't get deleted? 68.220.161.57 (আলাপ) ০১:৩২, ১৬ মে ২০১১ (ইউটিসি) পরামর্শ[সম্পাদনা]
কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ। তবে যা-ই করুন, বানানের ব্যাপারে দয়া করে একটু যত্নবান হোন। এক নজরে কয়েকটি বানান লিখি, যা আমি সিলেট বিভাগ নিবন্ধের 'ইতিহাস' অংশ থেকে নিচ্ছি: করিত (আবারও সাধু ভাষা!!!)> করত/করতো; প্রমান>প্রমাণ; প্রাচিন>প্রাচীন; বিভাগিয়>বিভাগীয়; ভাষা-গত>ভাষাগত; প্রমাণিত হয় যে,>প্রমাণ হয় যে; যাহা (আবারও সাধু)>যা; বিঞ্জানীদের>বিজ্ঞানীদের; মঙ্গোলিয়দের>মঙ্গোলীয়দের; আগম ঘটে>আগমন ঘটে .... কত লিখবো? প্রথম প্যারা থেকেই এতোগলো...। এছাড়াও কোথাও লিখেছেন অষ্ট্রাল, কোথাও অষ্টলদের, কোথাও অষ্টালদের : এটা যে কী হবে, আমি জানিনা। এজাতীয় কোনো শব্দ অভিধানে পেলাম না। এই অষ্ট্রাল বা অষ্টল বা অষ্টাল মানেটা কী? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৫৩, ২৪ মে ২০১১ (ইউটিসি) রাগিব ভাইয়ের সাথে দ্বন্দ্ব[সম্পাদনা]আপনি একজনকে বন্ধু ভাবছেন, অথচ আরেকজনকে শত্রু ভাবছেন, তার মূল মাপকাঠি কি জানেন: সিলেটী। আপনি জানেন আমি সিলেটী, আর তাই আমি বন্ধু, আর রাগিব ভাই নন-সিলেটী, তাই শত্রু। আসলে এখানে যতক্ষণ আমরা আছি, আমরা সবাই শ্রেফ উইকিপিডিয়ান। এই সময় যদি আল্লাহ বিষয়ক নিবন্ধে কেউ অতিরিক্ত আল্লাহ-কীর্তন শুরু করে দেন, তবে তার আচরণকে আমরা প্রশ্ন করবো, এই অধিকার কিন্তু আপনারও। আজকে ভুল আপনি করছেন, রাগিব ভাই ধরছেন, কালকে রাগিব ভাই করলে আপনি অবশ্যই তাঁকে উইকিপিডিয়ার নিয়ম দিয়ে ধরবেন (ব্যক্তি আক্রমণ না)। এখানে আমরা যারা লিখি, তারা সবাই নিজের জাতি-গোষ্ঠী সবকিছুর উর্ধ্বে উঠে উইকিপিডিয়ার নিয়ম-কানুনের মধ্যে সীমাবদ্ধ। সেহিসেবে রাগিব ভাই সিলেট বিভাগ নিবন্ধে প্রথমে একবারই অচ্যুতচরণ চৌধুরীর একটা বাক্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন, (হয়তো ভাষা একটু রূঢ় ছিল) কিন্তু প্রশ্নটা অমূলক নয়, বস্তত পৃথিবীর কোনো প্রশ্নই অমূলক নয়। তিনি অবশেষে অচ্যূতচরণ চৌধুরীর ব্যাপারে প্রশ্ন রাখেননি, প্রশ্ন রেখেছেন সিলেট বিভাগ নিবন্ধের একটা বাক্যে, যেখানে সিলেটকে কুমিল্লার অন্তর্ভুক্ত বলা হয়েছিল। প্রশ্নের পরবর্তিতে আপনার প্রথম কাজটি যা হওয়া উচিত ছিল, তা হলো যতগুলো উৎস থেকে আপনি কথাটির প্রমাণ পাচ্ছেন, সবগুলো উৎস থেকে ঐ বিশেষ চরণটি আলাপ পাতায় উদ্ধৃত করা। তখন রাগিব ভাই কেন, যেকোনো উইকিপিডিয়ান আপনার ওমন দাবি মেনে নিবেন। কিন্তু শর্ত হলো আপনার উক্তিগুলো অবশ্যই সন্দেহাতীতভাবে আপনার কথাকে সমর্থন করতে হবে। কিন্তু যদি আপনার উদ্ধৃতিগুলো আপনার কথাকে সমর্থন করার মতো যথেষ্ট শক্ত না হয় (যেমন সিলেট-কুমিল্লার স্কুলগুলো এক ইন্সপেক্টরের অধীনে ছিল -জাতীয় উক্তি), তখন তা কেউ-ই মেনে নেবে না। রাগিব ভাই যদি উইকিপিডিয়ার নিয়ম-বহির্ভূত কোনো আচরণ করেন, তবে আপনি তাঁকে নিয়মটি ধরিয়ে দিন। মনে রাখতে হবে, কাউকে ঐতিহাসিক চেনানোর দায়িত্ব আমাদের না, আমাদের দরকার আমাদের কথাকে শক্তপোক্তভাবে প্রতিষ্ঠা করা উপযুক্ত তথ্যসূত্র দিয়ে। তথ্যসূত্রের ক্ষেত্রে দরকার কমপক্ষে তিনটি শক্তিশালী তথ্যসূত্র (অন্তত আমি সেরকমটা মনে করি)। সবক্ষেত্রে এরকমটা না, যেক্ষেত্রে প্রশ্ন উঠবে, সেক্ষেত্রে উপযুক্ত তথ্যসূত্র দিয়েই কেবল তার মীমাংসা হতে পারে। রাগিব ভাইকে শত্রু ভাববেন না, কারণ বাস্তবে তিনি একটু কঠোরভাবে নিয়মকানুনগুলো মেনে চলছেন। তিনি ঐতিহাসিকের ভিত্তিতে তথ্য বিবেচনা করবেন, কারণ আপনার এলাকাতেও এমন অনেক ব্যক্তি আছেন, দু-চারটা ইতিহাস-বই তাঁরা লিখেই ফেলতে পারেন নিজের ইচ্ছামতো হাজাগজা বসিয়ে দিয়ে, তাই বলে কি সেখানকার রেফারেন্স প্রতিষ্ঠিত ইতিহাস হবে? হবে না। সেজন্যই প্রতিষ্ঠিত ঐতিহাসিকের উপর আমরা নির্ভর করি, কারণ তাঁরা তাঁদের দায়িত্ব বিষয়ে সচেতন, যা তাঁরা উল্লেখ করছেন, তা নিশ্চিত করেই তাঁরা তা করেন। তারপরও যদি সন্দেহ হয়, অন্য আরেকটি উৎস থেকে যাচাই করে দেখতে হবে। এখানে একটা কথা খুব কঠোরভাবে মনে রাখতে হবে, যুক্তি দেখাবো, প্রমাণ দিবো -এর বাইরে কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশে জড়িয়ে পড়বো না। উইকিপিডিয়া আমার এমন কোনো সম্পত্তি নয় যে, এর জন্য ঝগড়া পর্যন্ত জড়িয়ে পড়তে হবে। আপনাকে বিবেচনা করতে হবে, আপনি কোনো প্রশ্নের কতটা যৌক্তিক এবং পিনপয়েন্ট (টু-দ্যা-পয়েন্ট) উত্তর দিচ্ছেন। উত্তর যত যৌক্তিক হবে, বিতর্ক তত দ্রুত দূর হবে। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা সুন্দর হবে এবং সিলেট বিভাগ নিবন্ধটিকে সুন্দর একটি বিতর্কহীন অবস্থানে আমরা খুব শিঘ্রই দেখতে পারবো, আর তা হবে আপনারই হাত ধরে। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:০৮, ১৫ জুন ২০১১ (ইউটিসি) ছোট্ট পরামর্শ[সম্পাদনা]কোনো তথ্যে একাধিক তথ্যসূত্র উল্লেখ করার সময় সেগুলোর মাঝখানে কমা (,) ব্যবহার করার দরকার নেই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৪২, ১৯ জুন ২০১১ (ইউটিসি) একটি আবেদন প্রসঙ্গে[সম্পাদনা]আলোচনাটি সঠিক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এজন্য দেখুন: উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা#একটি আবেদন। ধন্যবাদ। — তানভির • আলাপ • ১৫:০৮, ২ জুলাই ২০১১ (ইউটিসি) Dictionary[সম্পাদনা]অভিধানের লিংক এখানে। এটা সংসদ বাংলা অভিধানের অনলাইন সংস্করণ। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৪৬, ৬ জুলাই ২০১১ (ইউটিসি)
আপনার সর্বসাম্প্রতিক প্রশ্নের জবাবে জানাচ্ছি, ঠিকই ধরেছেন, বাংলা উইকিপিডিয়া প্রায় ২৫ কোটি বাঙালির পৈত্রিক সম্পদ বটে। সেজন্যই এখানে অপ্রমিত এবং ব্যাকরণগতভাবে ভুল ও কথ্য/আঞ্চলিক ভাষার স্থান নেই। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫০, ১১ জুলাই ২০১১ (ইউটিসি) তথ্যসূত্রে পৃষ্ঠা নম্বর প্রদান[সম্পাদনা]ইউসুফ, আপনি বিভিন্ন নিবন্ধে তথ্যসূত্র যোগ করছেন যা নিশন্দেহে উইকিপিডিয়ার মানোন্নয়নে সহযোগিতা করছে তবে আপনি মুদ্রিত তথ্যসূত্রগুলো জন্য তথ্যের পৃষ্ঠা নম্বর যোগ করছেন না। যা করা প্রয়োজন। কারণ পৃষ্ঠা নম্বর থাকলে ঐ তথ্যটি সহজেই অন্য যেকেউ দ্রুত সময়ের মধ্যে যাচাই করতে পারবেন। নতুবা তাকে পুরো বইটিই ঘেঁটে দেখতে হবে। তথ্যের যাচাইযোগ্যতা বৃদ্ধিতে তাই তথ্যসূত্রে পৃষ্ঠা নম্বর যোগ করার অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫১, ১৮ জুলাই ২০১১ (ইউটিসি) ফটো আপলোড[সম্পাদনা]ছবিগুলো যদি আপনার নিজের তোলা না হয় তাহলে অবশ্যই মূল মালিকের সত্ব ত্যাগের ঘোষণা এবং ব্যবহারে অনুমতি নিয়ে ছবিগুলো ব্যবহার করতে পারেন। মূল মালিকের সত্ব ত্যাগের ঘোষণা এবং ব্যবহারে অনুমতি হিসেবে তার কাছ থেকে কোন ইমেইল সংগ্রহ করতে হবে। ইমেইল সহ কোন প্রশাসককে ছবিগুলো ফরওয়ার্ড করলে তারা উপযুক্ত লাইসেন্সসহ তা আপলোড করে দিবেন, তারপরে আপনি ছবিগুলো ব্যবহার করতে পারবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৪, ১৯ জুলাই ২০১১ (ইউটিসি) সাহায্য করুন : জবাব[সম্পাদনা]ইউসুফ ভাই, আশা করি ভালো আছেন। আপনার নিবন্ধটি দেখার জন্য আমার হাতে এই মুহূর্তে সময় হচ্ছে না। আশা করি ২৭ তারিখ থেকে ওটা দেখতে পারবো, ইনশাল্লাহ।
আপাতত পরামর্শ হলো: আপনি নিবন্ধটি মূল শিরোনামে স্থানান্তর না করে অন্যান্য অবদানকারীদের কাছে নিবন্ধটি রিভিউয়ের আবেদন করুন। তারপর সকলের পরামর্শ নিয়ে নিবন্ধটি সাজিয়ে-গুছিয়ে নিন। তারপর গ্রিন সিগনাল পেলে তবেই নিবন্ধটি মূল শিরোনামে স্থানান্তর করুন। কারণ আপাতত একদৃষ্টিতে যা দেখলাম, নিবন্ধে কিছু কাজ করার বাকি আছে। ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাকে জানানোর চেষ্টা করবো। বাকিদের কাছেও রিভিউয়ের আবেদন রাখলে ভালো হয়। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৫৭, ২৫ জুলাই ২০১১ (ইউটিসি) Invite to WikiConference India 2011[সম্পাদনা]
নিবন্ধ শুরু[সম্পাদনা]আপনি বরং ইউজার স্পেসে নিবন্ধ শুরু করেন, মূল নেমস্পেসে শুরু করলে অনেক ভুল বানান নিবন্ধে রয়ে যাবে যা মোটেও ভালো দেখায় না। যেমন, শাহ জালালের দরগাহ নিবন্ধটি আপনি ইউজার স্পেসে শুরু করে এবং আস্তে আস্তে ডেভেলপ করে ভালো কাজ করেছিলেন। শাহ পরাণের নিবন্ধেও একই ভাবে কাজ শুরু করতে পারতেন, তাতে ভুল বানান শুধরে নেয়ার অনেক সময় পেতেন। ধৈর্য ধরে এই বিষয়গুলো নিয়ে নিবন্ধ তৈরির জন্য অনেক ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩৯, ২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
শাহজালাল (আওলিয়া) নিবন্ধে এবার শুরু হয়েছে গালগল্প যোগ করা। তাছাড়া সিলেটি ভাষার ছড়াছড়ি তো আছেই। "খ্যাতি"র বদলে "খ্যায়াতি", "হঠাৎ"-এর বদলে "আচানক" -এতোবার বলাসত্ত্বেয় এগুলো কিভাবে নিবন্ধে যোগ করেন, আমি আসলে ভেবে পাই না। আবারো মনে করিয়ে দিচ্ছি, ইতিহাস মানে ব্যক্তির জীবনের প্রতিদিনকার ঘটনাবহুল জীবন নয়, বরং সেখানকার নির্যাস। তিনি ইয়েমেনে গেলেন কিভাবে, সেখানে শরবত খেলেন কি বিষ খেলেন -এজাতীয় ঘটনা না লিখে ইয়েমেনের সম্পূর্ণ জীবনটুকুকে মাত্র তিনটা লাইনে বলুন। আপনাকে অনুরোধ করছি। ...আর এখন যেভাবে গালগল্প আর আগের মতো raw text এবং সিলেটি ভাষা যোগ চলছে, এভাবে চলতে থাকলে একজন সাধারণ রিভিউয়ার হিসেবে আমি শ্রেফ অতটুকু লেখা বাছবিচার না করে মুছে ফেলবো এবং উইকিপিডিয়া কমিউনিটি ডিসাইড করবে এজাতীয় লেখা রাখা কতটা যুক্তিযুক্ত, ঠিক করার জন্য লোকবল হায়ার করা কতটা সহজ এবং যোগ না করলে উইকিপিডিয়ার কী বিশেষ ক্ষতি হবে। সত্যি কথা বলতে কি আমি এখনই পুরো একটা প্যারা ডিলিট করে ফেলেছিলাম, কিন্তু আপনার সাথে সম্পাদনা দ্বন্দ্বে সেটা সেভ হয়নি, আমি সেটা আর মুছিনি। ...আমার কথাগুলো রূঢ়, স্বীকার করি। কিন্তু আপনার কাছে অনুরোধ: একজন বন্ধুর থেকে রূঢ় কথাকে দয়া করে একটু সিরিয়াসলি নেন। দয়া করে, দয়া করে মনে রাখবেন, একজনের ভুলভাল শুধরে নেবার মতো লোকবল, রিভিউয়ার বাংলা উইকিপিডিয়ায় নেই। ...ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:৫৬, ২ নভেম্বর ২০১১ (ইউটিসি)
উইকিতে এসে অন্য কাজ করার বদলে আধা ঘণ্টা ধরে এসব গালগল্প পরিষ্কার করতে হলো। আপনাকে শেষবারের মতো সনির্বন্ধ অনুরোধ করছি, এই রকম লেখা আর উইকিতে দিবেন না। আমাদের সময় অনেক ভালো কাজে ব্যয় হতে পারতো। উইকির উন্নতির বদলে বটতলীয় রূপকথা ঝাড়ু দিতে হচ্ছে, সেটাই আফসোস। মঈনুল ইসলাম উপরে এই ব্যাপারে বলেছেন, আমার কথা আরো রূঢ় শোনালেও আসলে উনার কথাই পুনর্ব্যক্ত করছি। পরবর্তিতে আপনি আবারো এরকম কাজ করলে সেসব সম্পাদনা পত্রপাঠ রিভার্ট করা হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩৭, ২ নভেম্বর ২০১১ (ইউটিসি) ভুল বানান বনাম বানানশুদ্ধি[সম্পাদনা]ইউসুফ ভাই, আপনার যে বানান বড্ড বেশি মাত্রায় এখনও ভুল হচ্ছে, সেটা কি আপনি লক্ষ করছেন না? সম্প্রতি সিলেট বিভাগ নিবন্ধে আপনি ১০টি এডিট করেছেন, যার মধ্যে এখনও রয়ে গেছে প্রচুর ভুল। অথচ আপনি শেষ সম্পাদনা করেছেন সকাল ১০টা ১৩মিনিটে, আর আমি লিখছি সন্ধ্যা ৮টায়। এর মধ্যে কিংবা পরে আপনি আজ আর সম্পাদনা করেননি। ধরে নিলাম আপনি আর উইকিতে আসেনইনি। কিন্তু ৯ তারিখের শেষ এবং ১০ তারিখের শেষ সম্পাদনার মধ্যে যদি পার্থক্য দেখি, তাহলেও দেখা যায় সেখানেও রয়েছে বানানভ্রান্তি ও সিলেটি ভাষা (যেমন: গিরিয়ার যুন্ধ, নিহ্ত, বৃহত দুর্গ, জগতশেঠ গং দের চক্রান্তে, স্থলবর্তি করে (স্থলে নিয়ে যায় নাকি!!) ইত্যাদি)। অথচ এক দিন পার হয়ে যাবার পরও আপনি সেগুলো সংশোধন করেননি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি ইচ্ছা করে বানান ভুল করেন, নাকি ভুল বানানগুলো আপনি ধরতেই পারেন না? আমরা যেখানে ছোট ছোট বানান ভুল ঠিক করার জন্য বট এ্যাকাউন্টকে কাজে লাগানোর জন্য আলোচনা করে ফাটিয়ে ফেলছি, তখন এতো এতো বানান ভুলওয়ালা একটা নিবন্ধ আমাদেরকে আসলে প্রশ্নবিদ্ধই করে। আপনি হাজারে হাজারে শব্দ যোগ না করে দয়া করে ১০০ শব্দ যোগ করুন, কিন্তু প্রাকদর্শন দেখে, ধীরে ধীরে পড়ে, বানানগুলো শুদ্ধ করে তারপর সংরক্ষণ করুন। আবারো পরামর্শ দিচ্ছি, পুরো ইতিহাস লিখবেন না, সংক্ষেপে নির্যাস লিখুন। সিলেট বিভাগ নিবন্ধটিতে এতো এতো লেখা যোগ করেছেন যে, সেটা এখন দীর্ঘ পাতার একটি হয়ে গেছে। কিন্তু আদতে, মানে, সেটা তার নিচেই থাকা সুলিখিত মানসম্পন্ন কলকাতা নিবন্ধকে যেন উপহাসই করছে। আপনাকে অনুরোধ করা হচ্ছে, দয়া করে সচেতনভাবে লিখুন। অন্যথায় আমি প্রশাসকদের কাছে কঠোর হাতে বানান ভুলওয়ালা লেখা সরাসরি রিভার্ট করার প্রস্তাব করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:২৫, ২০ নভেম্বর ২০১১ (ইউটিসি)
আমার কমেন্টের কিয়দংশ -
{{cob} রিডিরেক্ট[সম্পাদনা]ইউসুফ ভাই, আশা করি ভালো আছেন। আপনি বোধহয় শুধু নামের বানান ঠিক করার জন্যই দুটো নিবন্ধ আলাদাভাবে তৈরি করে ফেলেছেন (আপনার বক্তব্যটা আমার কাছে পরিষ্কার হয়নি, সেজন্য ক্ষমাপ্রার্থী)। যে নিবন্ধের বানান ভুল হয়ে গেছে, সেটিকে নতুন শুদ্ধ বানানে "স্থানান্তর" করে নিলেই এধরণের সমস্যার সমাধান হয়। যদি, যে নামে নিবন্ধ সরাতে চাচ্ছেন, সে নামে আগেই একটা নিবন্ধ থেকে থাকে, তাহলে প্রথম পাতার যাবতীয় তথ্য দ্বিতীয় পাতার সাথে মিলিয়ে নিয়ে, প্রথম পাতায় যোগ করতে হবে #REDIRECT [[দ্বিতীয় পাতার নাম]]। তাহলে যে-কেউ প্রথম পাতায় ব্রাউয করলে সে স্বয়ংক্রীয়ভাবে দ্বিতীয় [শুদ্ধ বানানের] পাতায় চলে যাবে। একটা নিবন্ধে বানান ভুল হয়েছে বলে শুদ্ধ বানানে আরেকটা নিবন্ধ তৈরি করার দরকার নেই। যেহেতু আপনি করেই ফেলেছেন, এবং দুটো নিবন্ধই আপনার, তাই অনুগ্রহ করে নিজেই সিদ্ধান্ত দিন কোনটাকে আপনি রাখবেন। আমার পরামর্শ, আপনি রাধারমণ দত্ত নিবন্ধটি রাখুন এবং রাধা রমন দত্ত নিবন্ধটির কোনো তথ্য যদি এটিতে যোগ করার দরকার হয়, তবে মিলিয়ে-ঝিলিয়ে তা করে ফেলুন। তারপর প্রথম নিবন্ধটির যাবতীয় লেখা মুছে ফেলে, সেটাতে উপরে দেয়া কোডটি বসিয়ে দ্বিতীয়টিতে রিডিরেক্ট করে নিন। এভাবে আপনি কোনো নিবন্ধ না মুছেই আরেকটি নিবন্ধে রিডিরেক্ট করতে পারেন। আর কুনো প্রশ্ন থা'কলে অবশ্যই আমারে 'জানাইবা। 'ভালা 'থাকোক্কা। :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৪৯, ২৪ নভেম্বর ২০১১ (ইউটিসি) তরফ[সম্পাদনা]ইউসুফ ভাই,
আপনাকে অনুরোধ করবো, নিবন্ধটি সহসা আপনার নামস্থান থেকে মূল নামস্থানে না সরাতে। সকলের পক্ষ থেকে রিভিউ করে নিবন্ধের মান নিশ্চিত করে তবেই সরানোর অনুরোধ রইলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:০৭, ২৯ নভেম্বর ২০১১ (ইউটিসি) পাবলিক আলোচনা[সম্পাদনা]ইউসুফ ভাই, বুকে পাথর রেখে আলোচনা সভায় আপনার সম্বন্ধে একটি আলোচনার অবতারণা করেছি। সেখানেই আমার যাবতীয় বক্তব্য উপস্থাপন করেছি। আমি চাই, আপনি সেখানে আপনার অবস্থান তুলে ধরুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০৫, ৫ ডিসেম্বর ২০১১ (ইউটিসি) সুপ্রিয়, Mdyusufmiah। Mayeenul Islam-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন। নোটিশ[সম্পাদনা]প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় Infobox Settlement আবারো ঝামেলা করছে। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:২৭, ২৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি) ফিরতি বার্তা[সম্পাদনা]সুপ্রিয়, Mdyusufmiah। Bellayet-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:৪৬, ২৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন। বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৬, ২৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি) সম্পাদনা সারাংশ লেখার অনুরোধ[সম্পাদনা]প্রিয় ব্যবহারকারী, আপনি সম্প্রতি কয়েকটি পাতার সম্পাদনা করেছেন কিন্তু সম্পাদনা সারাংশ লেখেননি। যদিও সম্পাদনা সারাংশ লেখা বাধ্যতামূলক নয় তবু এটি দেখে অন্য ব্যবহারকারীরা বুঝতে পারে আপনি কোন অংশটি সম্পাদন করেছেন ও কি সম্পাদনা করলেন। তাই পরবর্তীতে সম্পাদনা সারাংশ লেখার অনুরোধ করছি। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা শুভ হোক। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ০২:২০, ১০ জুন ২০১৩ (ইউটিসি) শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে। অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৮:০৭, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ইকবাল হোসেন (আলাপ) ১৩:২১, ৩০ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি) উইকিপ্রকল্প সিলেটে আমন্ত্রণ[সম্পাদনা]প্রিয় সুধী! শুভেচ্ছা নিবেন। আপনি অনেক দিন থেকে উইকিপ্রকল্প সিলেটের অনেক নিবন্ধ তৈরি ও মানোন্নয়ন করে যাচ্ছেন। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার কাজের সুবিধার্থে উইকিপ্রকল্প সিলেটে আপনাকে আমন্ত্রণ করলাম। এই লিংকে গিয়ে উইকিপ্রকল্প সিলেটে যোগ দিতে পারেন। আপনার সম্পাদনা শুভ এবং আনন্দদায়ক হোক। ধন্যবাদান্তে --আবু সাঈদ (আলাপ) ০৩:৫৫, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি) প্রিয় সাঈদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ক্বারী আমীর উদ্দিন আহমেদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]ক্বারী আমীর উদ্দিন আহমেদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ক্বারী আমীর উদ্দিন আহমেদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৬:২৯, ২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি) আছিম শাহ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আছিম শাহ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৫:৪৭, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি) |
বর্ধিত অংশ | |||
---|---|---|---|
ভীষ্মদেব চৌধুরী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]ভীষ্মদেব চৌধুরী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ভীষ্মদেব চৌধুরী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
Share your experience and feedback as a Wikimedian in this global survey[সম্পাদনা]Hello! The Wikimedia Foundation is asking for your feedback in a survey. We want to know how well we are supporting your work on and off wiki, and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. You have been randomly selected to take this survey as we would like to hear from your Wikimedia community. The survey is available in various languages and will take between 20 and 40 minutes. You can find more information about this survey on the project page and see how your feedback helps the Wikimedia Foundation support editors like you. This survey is hosted by a third-party service and governed by this privacy statement (in English). Please visit our frequently asked questions page to find more information about this survey. If you need additional help, or if you wish to opt-out of future communications about this survey, send an email through the EmailUser feature to WMF Surveys to remove you from the list. Thank you! Reminder: Share your feedback in this Wikimedia survey[সম্পাদনা]Every response for this survey can help the Wikimedia Foundation improve your experience on the Wikimedia projects. So far, we have heard from just 29% of Wikimedia contributors. The survey is available in various languages and will take between 20 and 40 minutes to be completed. Take the survey now. If you have already taken the survey, we are sorry you've received this reminder. We have design the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. If you wish to opt-out of the next reminder or any other survey, send an email through EmailUser feature to WMF Surveys. You can also send any questions you have to this user email. Learn more about this survey on the project page. This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation privacy statement. Thanks! ইদ মোবারক![সম্পাদনা]
আলোচনা[সম্পাদনা]ভাইয়া, আপনি অযথা জিনিস যুক্ত করছেন। আপনাকে বুঝিয়ে বলবো। আপনি আমার সাথে যোগাযোগ করুন। contact = proshenkt98@gmail.com facebook.com/proshenkt98 Proshenkt98 (আলাপ) ১৫:২২, ৮ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ০৪:৩৬, ১৮ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) হাজি ইউছুফ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]হাজি ইউছুফ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হাজি ইউছুফ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১৪:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) কামাল উদ্দিন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]কামাল উদ্দিন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কামাল উদ্দিন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৩:৫৮, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি) সৈয়দ মোস্তফা কামাল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]সৈয়দ মোস্তফা কামাল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সৈয়দ মোস্তফা কামাল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৮:২২, ৬ মার্চ ২০২০ (ইউটিসি) ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]সুপ্রিয় Mdyusufmiah, শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — হাসিব (আলাপ) ১২:৩২, ১৭ অক্টোবর ২০২২ (ইউটিসি) বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে![সম্পাদনা]প্রিয় সুধী, আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে। সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে! আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)। আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন: আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন। অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি) বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে[সম্পাদনা]প্রিয় সবাই, আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে। আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন। বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
|