কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:
আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল #wikimedia-bd ব্যবহার করুন।
এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।
সর্বশেষ মন্তব্য: ১৩ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
প্রিয় মুন্না, উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি নিবন্ধ সম্পাদনার সময় সম্পাদনার সারাংশ অংশে আপনার নাম লিখছেন, যা সঠিক হচ্ছে না। সম্পাদনা সারাংশ অংশে যোগ করতে হয়, আপনার সম্পাদনার সংক্ষিপ্ত বিবরণ, যেমন আপনি যদি তথ্য যোগ করেন, তবে লিখুন, তথ্য যোগ, এরকম। আশা করি ব্যাপারটা খেয়াল রাখবেন। ধন্যবাদ। — তানভির • আলাপ • ০৫:০৬, ২০ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ১৩ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
কোনো নিবন্ধে ছবি যোগ করতে যে পরিচ্ছেদের পাশে ছবি যোগ করতে চান, তার ওপরে [[চিত্র:Example.jpg|thumb|200px|right|ছবির ক্যাপশন]] লিখুন। এখানে Example.jpg লেখাটি ছবির নাম দ্বারা প্রতিস্থাপন করুন। আর ছবি বাম দিকে প্রদর্শন করতে right এর বদলে left লিখুন। অনুগ্রহপূর্বক আলাপ পাতায় বার্তার রাখার পর চারটি টিল্ডা চিহ্ন (~~~~) যোগ করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্বাক্ষর যোগ করবে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। — তানভির • আলাপ • ১৩:০৪, ১৭ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ১৩ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
মাংস নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদ বিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষর বিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।
দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেনো আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।
সর্বশেষ মন্তব্য: ১৩ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
অনুগ্রহপূর্বক যে কারণে কোনো নিবন্ধে ট্যাগ সাঁটা হয়েছে, সেই ট্যাগের শর্ত পূরণ বা আলোচনা ব্যতিরেকে সেই ট্যাগটি অপসারণ করবেন না। মাংস নিবন্ধটিতে যথেষ্ট পরিমাণ লেখা নেই। এবং কি করলে ঐ ট্যাগের শর্ত পূরণ করা সম্ভব তা সেখানেই লেখা রয়েছে। অনুগ্রহপূর্বক শর্তটি পূরণ করুন। এছাড়াও নিজের তৈরি নিবন্ধ থেকে ট্যাগ অপসারণ করবেন না, বরং শর্ত পূরণ হলে অন্য কেউ ট্যাগটি সরিয়ে নেবেন। ধন্যবাদ। — তানভির • আলাপ • ১৬:৫২, ৯ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
উইকিপ্রকল্প বাংলাদেশ ভুক্ত এই পাতাটি উইকিপিডিয়ায় বাংলাদেশ বিষয়বস্তু উন্নত করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা। আপনি প্রকল্পটিতে অংশগ্রহণ করতে আগ্রহী হলে প্রকল্প পাতায় যান। সেখানে আপনি আলোচনায় যোগদানের পাশাপাশি উন্মুক্ত কাজের তালিকা দেখতে পারেন।বাংলাদেশউইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশটেমপ্লেট:উইকিপ্রকল্প বাংলাদেশবাংলাদেশ নিবন্ধ
সর্বশেষ মন্তব্য: ১২ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
মুন্না ভাই, হ্যা আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনিও ভালো আছেন, এবং পরীক্ষার পরে বেশ চাঙা আছেন। আপনার পদক সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলছি: পদক জিনিসটা হলো কৃতিত্বের স্বীকৃতি- এটাতো আমরা সবাই-ই জানি। এখানেও ব্যাপারটা তাই। আপনি যদি উল্লেখযোগ্য কোনো কাজ করেন, তবে সেটা কারো-না-কারো নজরে পড়বে। আর তিনি বা তারা যদি মনে করেন আপনার কাজটি সত্যিই প্রশংসার দাবি রাখে, তাহলে তিনি বা তারা আপনাকে সেই কাজের স্বীকৃতিস্বরূপ পদক দিবেন। তাই পদক পেতে হলে কাজে নেমে পড়ার কোনো বিকল্প নেই। :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪১, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ১২ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
হ্যাঁ ভাই আমিও ভাল আছি , আর পরীক্ষার পরে চাঙা এবং সমস্যা মুক্ত আছি ।তাই আমি উইকিপিডিয়ায় আবার ও কাজ শুরু করতে চাচ্ছি ।আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি সম্প্রদায়ের প্রবেশদ্বার থেকে নিবন্ধন তৈরি করবো না সার্চ এর মাধ্যমে করবো ।
সার্চের কোনো বিকল্প নেই। কেননা কাছাকাছি বানানের একই নামের নিবন্ধ ("নিবন্ধন" নয়) থাকতে পারে। যেমন: আমি আবশ্যকীয় নিবন্ধ থেকে rainforest নিবন্ধের বাংলা হিসেবে বর্ষাবন নিবন্ধটি শুরু করেছিলাম। কিন্তু বেশ কিছু কাজ করে পরে জানতে পারি অতিবৃষ্টি অরণ্য নামের একটা নিবন্ধ আগে থেকেই ছিল। ...আর, নিবন্ধ শুরু করার উত্তম স্থানটি হলো আবশ্যকীয় নিবন্ধ থেকে শুরু করা। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৫, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ১২ বছর পূর্বে৬টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
মুন্না, আপনি আজকে আয়াতুল্লাহ খোমেনীর জীবনীটি এই সাইট থেকে হুবুহু কপিপেস্ট করেছেন। এরকম কপিপেস্ট করা উইকিতে নিষিদ্ধ। আমি ঐ সাইটের লেখকের নাম খেয়াল করে দেখেছি, সেটা আপনি নন। এরকম কাজ অব্যাহত রাখলে কিন্তু আপনার সম্পাদনাগুলো সব মুছে ফেলা হবে খুব দ্রুত।
আর মহারাণী ভিক্টোরিয়ার জীবনীটি আপনি কপি করেছেন কালের কণ্ঠ থেকে। [১]। বাংলা উইকিতে আমাদের লেখার দরকার আছে বৈকি, কিন্তু তার মানে এই না যে অন্য জায়গার লেখা বিনা অনুমতিতে এখানে যোগ করে দিবেন। এটা কিন্তু আপনার জন্য শেষ সতর্কবাণী। --রাগিব(আলাপ | অবদান)০৭:০৯, ২৬ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আশা করি আপনার সর্বসাম্প্রতিক লেখা (দাস প্রথা) কোনো জায়গা থেকে নেয়া হয়। তবে আপনি কমন্সে বেশ কিছু ছবি আপলোড করে চলেছেন, যা আপনার তোলা না বা আপনার কপিরাইট নাই। এই সব ছবি কমন্স থেকে সরাসরি মুছে ফেলা হবে, কাজেই দয়া করে নিজের তোলা ছবি ছাড়া আর কিছু কমন্সে যোগ করবেন না বা সেসব ছবি বাংলা উইকির নিবন্ধে ব্যবহার করবেন না। --রাগিব(আলাপ | অবদান)০৯:৪৫, ২৭ নভেম্বর ২০১১ (ইউটিসি)\উত্তর দিন
"বই থেকে নেয়া" - মানে কি হুবুহু তুলছেন? আসলে সেটাও করা যাবে না, তবে যদি আপনি বই থেকে নেয়া তথ্য নিজের ভাষায় লিখেন, তাহলে ঠিক আছে।
মুন্না, আপনাকে নিরুৎসাহিত করা কিন্তু আমার উপরের মন্তব্যের উদ্দেশ্য না ঃ)। বরং আপনি যাতে উইকিপিডিয়ার সব নিয়মকানুন মেনে চলে চমৎকার অবদান রাখতে পারেন, সেটা নিশ্চিত করাটাই আমার ও অন্য উইকিপিডিয়ানদের লক্ষ্য। আর তার সাথে সাথে উইকিপিডিয়ার সব লেখাকে মুক্ত করে রাখা এবং অন্য জায়গার লেখা যাতে উইকিতে কপিপেস্ট হিসাবে যুক্ত না হয়, সেটাও আমাদের সব সময় দেখে রাখতে হয়।
ভাই কিছু মনে করবেন না আমি আসলে আপনাকে কথাটা এই ভাবে বলিনি আর আমি নিরুৎসাহিত হয়নি ।বরং আমি আরে কাজের ব্যাপারে সজাগ হয়েছি আসলে এটা আমারেই ভুল । তবে আমি আসলেই ভয় পেয়েছিলাম যদি আমার সম্পাদনা করতে না দেন সেই জন্য।মুন্না হক (আলাপ) ০৬:২৪, ২৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ১২ বছর পূর্বে৫টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
মুন্না ভাই, আপনার শেখার আগ্রহ আশা সঞ্চারি। সেজন্য আপনার সহায়তা হতে পারে এমন ক'টি দিক আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন মনে করলাম, যদিও হয়তো আপনি সেগুলো আগে থেকেই জেনে থাকতে পারেন:
এটা মুক্ত বিশ্বকোষ। তাই কোনো নিবন্ধকে সম্পাদনা মোডে খুলে নিয়ে তার কোডগুলো দেখে নেয়া যায়। সেখান থেকে কোড কপিও করা যায়, কেউ খড়গ নিয়ে দাঁড়াবে না। তাই কাজ শেখাটা খুব সহজ। :)
ভালো কিছু নিবন্ধ দেখে নিতে পারেন: চর্যাপদ, অ্যাঞ্জেলিনা জোলি -সেগুলো উইকিপিডিয়ায় ভাল নিবন্ধ মর্যাদাধারী। তাহলে নিবন্ধের বিশ্বকোষীয় স্টাইল, ধারাবাহিকতা ইত্যাদির ব্যাপারে আপনার স্পষ্ট ধারণা হবে।
কোনো নিবন্ধে সম্পাদনা হলে "পরিবর্তন" বোতামে ক্লিক করে দুটো সম্পাদনার পার্থক্য দেখা যেতে পারে। নিবন্ধের ইতিহাস পাতায় এভাবে এক পাতার যেকোনো দুটো সম্পাদনার পার্থক্য দেখা সম্ভব। এভাবে পার্থক্য দেখলে অনেক কিছু সহজ হয়ে যাবে আপনার কাছে। একটা উদাহরণ
তথ্যসূত্র খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ তথ্যসূত্র না দিয়ে কিছু লিখলে, যদিও হয়তো তা সত্যি, তা আসলে যাচাই করার কোনো সুযোগ থাকে না। অথচ যাচাইযোগ্যতা উইকিপিডিয়ার একটি অনমনীয় নীতি। আর যাচাই করা যায় না বলে অনেকে অনেক মনগড়া কথা ইচ্ছামতো ঢুকিয়ে দেবার চেষ্টা করে। সেজন্য তথ্যসূত্র দিয়ে নিজের ভাষায় লিখলে সম্পাদনার একটা জোর থাকে।
কোনো নিবন্ধ থেকে কোনো প্রশাসনিক বা রক্ষণাবেক্ষণ ট্যাগ ততক্ষণ অপসারণ করা যায় না, যতক্ষণ না সেই ট্যাগের বক্তব্যের সঠিক বাস্তবায়ন হয়। যেমন: যে নিবন্ধে তথ্যসূত্র নেই, সেখানে উপযুক্ত তৃতীয় পক্ষীয় তথ্যসূত্র না আসা পর্যন্ত unref ট্যাগ অপসারণ করা যাবে না।
আর কোনো প্রশ্ন থাকলে সব সময়ই স্বাগতম। নীতিমালার পাতাগুলো পড়ে নিলে খুব ভালো হয়। আপনার স্বাগত বার্তায় সে সেবগুলোর লিংক দেয়া আছে। ভালো থাকবেন। আপনার উইকি-যাত্রা শুভ হোক। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৪৫, ২৮ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আগেই বলেছি মুন্না ভাই, সার্চের বিকল্প নেই। আপনি নিবন্ধ তৈরির আগে নিবন্ধের নামটিকে বিভিন্ন বানানে লিখে উইকিপিডিয়ায় সার্চ করে নিন। তারপর আগে থেকে থাকা কোনো নিবন্ধে কাজ করুন, অন্যথায় নতুন নিবন্ধ তৈরি করুন। আপনার সময়টা কাজে লাগবে। আর, দাড়ির (।) আগে স্পেস দিয়েন না, দাড়ির পরে একটা স্পেস হয়; ঠিক তেমনি কমার (,) পরে একটা স্পেস হয়। কাজ চালিয়ে যান ভালোর দিকে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৪৬, ১ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তাড়াহুড়া করার তো কিছু নেই। এখুনি করতে হবে -এমন আপ্তবাক্য মনে রাখার দরকার নেই। ধীরে ধীরে করুন, ধীরে ধীরে অগ্রসর হোন। নতুন অবস্থায় সবচেয়ে আগে দরকার কাজটা শিখে নেয়া, যাতে কাজটা সঠিক পথে অগ্রসর হয়। সেটা যখন আয়ত্তে এসে যাবে, তখন বড় বড় প্রজেক্টে হাত দেয়া যায়। তাহলে আর অভিযুক্ত হতে হবে না। :) যাহোক, একটা ব্যাপার স্মরণ করিয়ে দিই: "নিবন্ধন" কথাটার মানে হলো "Registration" আর "নিবন্ধ" মানে হলো "Articles"। আমরা উইকিপিডিয়ায় নিবন্ধন করি, তবে লিখি আর্টিক্যাল বা নিবন্ধ।
মূল প্রসঙ্গে আসি, ধীরে ধীরে অগ্রসর হবার জন্য পরামর্শ: শুরুতে ইংরেজি উইকিপিডিয়া থেকে কোনো নিবন্ধ বাংলায় অনুবাদের কাজ ধরা যায়। এতে নিবন্ধের গঠন, রেফারেন্স যোগ করার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ধারণা জন্মাবে। তাছাড়া অনুবাদ করার ক্ষেত্রে বাক্যটা অনুবাদ করে নিয়ে আসুন, তারপর সেখানকার কোডগুলো হুবহু কপি করে নিয়ে আসুন। সুব্রতদা (সুব্রত রায়) বেশ কিছু ভালো ভালো অনুবাদ করছেন, তিনি আরো ভালো পরামর্শ দিতে পারবেন, যদি প্রয়োজন হয়। কোনো সম্পাদনার বিষয়ে কনফিউজড, তাহলে সেই সম্পাদনাটা খেলাঘরে ইচ্ছামতো করে দেখা যেতে পারে। ধরা যাক, একটা নিবন্ধের কোড কপি করে নিয়ে এলেন, সেটাকে খেলাঘরে সম্পাদনা মোডে ফেলুন, তারপর সেখানে ইচ্ছামতো কাটছাট করুন, প্রাকপ্রদর্শন দেখুন, সংরক্ষণ করুন। দেখুন কী হচ্ছে, কী করলে কী হচ্ছে -এগুলো করতেই হবে বলছি না, যদি নিবন্ধ লেখার নিয়ম-পদ্ধতি সম্পর্কে ধারণা অস্পষ্ট হয়, তবে কোনো নিবন্ধে হাত দেয়ার আগে খেলাঘরে ইচ্ছামতো নিজেকে ঝালিয়ে নেয়া যেতে পারে। সার্চ করার সাথে কপিরাইট লঙ্ঘনের সম্পর্কটা পরিষ্কার হলো না। বরং আপনি নতুন নিবন্ধ শুরু করার আগে সার্চ করলে নিশ্চিত হতে পারবেন এনামে আগে থেকে কোনো নিবন্ধ ছিল কিনা। আপনার পরিশ্রম বৃথা যাবে না। নাহলে মেজর জিয়াউর রহমান বিষয়ে তথ্যযোগ করার পরে তা জিয়াউর রহমানে পুণর্নির্দেশিত হতে থাকবে।
নতুন নিবন্ধ শুরু করার আগে জানতে হবে নিবন্ধের বিষয়বস্তু উল্লেখযোগ্য কিনা। যদি তা না হয়, তবে সে নিবন্ধ শুরু করা ঠিক না, অযথা পরিশ্রম বৃথা যাবে। আমি যখন প্রথম শুরু করেছিলাম, তখন এরকম একটা ঘটনা ঘটেছিল। সময় করতে পারলে বিশাল আলোচনাটা পড়ে দেখতে পারেন, আশা করি আপনার অনেক কিছু বুঝে আসবে। আর তথ্য সার্চ করার জন্য অফলাইন উৎস: বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদির উপর ভিত্তি করা যায়, আর অনলাইন উৎস: বিভিন্ন সার্চ ইঞ্জিনে (যেমন: Google) সার্চ করেও অনলাইনে থাকা বিপুল তথ্য পাওয়া যায়। তবে সতর্কভাবে ব্লগ, ফোরাম এবং সামাজিক যোগাযোগের সাইটের কোনো তথ্য থেকে বিরত থাকতে হবে, কেননা সেগুলো নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্যউৎস নয়।
মনে প্রশ্ন রাখুন, আর যেকোনো লেখাকেই সম্পাদনা মোডে নিয়ে গিয়ে দেখুন কেমন করে ওটা হয়েছে। আপনার নজরতালিকায় নজর রাখুন, কেউ সম্পাদনা করলে দুটো সম্পাদনার পার্থক্য দেখুন -অনেক সহজে অনেক কঠিন কঠিন নিয়মের বিষয় জানা হয়ে যাবে। সহজ কাজ সহজভাবে করতে হয়। বোঝা হিসেবে নেয়ার কিছু নেই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:০৪, ১ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
মুন্না ভাই, সালমান শাহ নিবন্ধে আপনার সম্পাদনার প্রেক্ষিতে প্রম্পট করছি: যদিও খুবই ছোট্ট ভুল, কিন্তু যেহেতু আপনি শিখতে খুব আগ্রহী, তাই মনে করছি, এখন বলে দিলে ভবিষ্যত সম্পাদনাগুলোতে এই ভুল হবে না এবং আপনার সম্পাদনাগুলো আরো পূর্ণাঙ্গ হবে।
দাঁড়ির আগে স্পেস হয় না। পরে কোনো লেখা থাকলে স্পেস হয়। এই আলোচনায় আপনি সেটা দেখতে পাচ্ছেন।
সর্বশেষ মন্তব্য: ১২ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
যে ছবি কেউ কপিরাইটমুক্ত করে দেয়নি, তাকে মুক্ত মনে করে যোগ করা যাবে না। অর্থাৎ যে ছবি উন্মুক্ত লাইসেন্সের অধীনে আছে বলে প্রমাণ পাওয়া গেছে, তার প্রমাণ দাখিল করত সেই ছবি যোগ করা যাবে, কেননা উইকিমিডিয়ার সকল সাইট "উন্মুক্ত জ্ঞান"-এর তত্ত্বে বিশ্বাস করে। তাই লেখা যেমন মুক্ত হতে হয়, ছবি-ভিডিও সবই উন্মুক্ত হতে হয়। নিজের তোলা ছবির ব্যাপারে নিজেই এই সিদ্ধান্ত নেয়া যায়, কিন্তু অন্যের তোলা ছবির ব্যাপারে যথাযথ প্রমাণ দাখিল করতে না পারলে ওয়েবসাইট, ব্লগ, ফোরাম, সামাজিক যোগাযোগ সাইট, সিডি/ডিভিডি, কম্পিউটার হার্ডডিস্ক ইত্যাদি কোথাও থেকেই ছবি আপলোড করা যাবে না। ছবি ব্যবহারের নীতি সম্পর্কিত এই পাতাটি পড়ে নিন, তারপর কোনো প্রশ্ন থাকলে স্বাগতম। মূল কয়েকটি জিনিস বলে দিই:
ছবির নাম অবশ্যই অর্থবহ হতে হবে। যদি ছবিটা বাংলা-ইংরেজিসহ অন্যান্য উইকিপিডিয়ায় ব্যবহারের উপযোগী হয়, তাহলে তার নাম ইংরেজিতে রেখে অন্যান্য ভাষায় বিবরণ লেখা সুন্দর হয়।
ছবির লাইসেন্স বিভিন্ন রকম হতে পারে, তবে জনপ্রিয় লাইসেন্স হলো "ক্রিয়েটিভ কমন্স শেয়ার এ্যালাইক লাইসেন্স ৩.০" যার মর্মার্থ হলো: আমার ছবিখানা ব্যবহার করা যাবে, তবে আমার নামোল্লেখ করতে হবে-টাইপের। এছাড়াও আছে "পাবলিক ডোমেইন"- যার মর্মার্থ হলো: সব দাবি ছেড়ে দিলাম।
ছবির বিবরণ বিস্তারিত লেখা উত্তম, তাহলে ছবি ব্যবহারের সময় যথোপযুক্ততা নিশ্চিত করা যায়।
ছবি তোলার সময় ছবিটি কোন বিষয়শ্রেণীর অধীন হতে পারে সে অনুযায়ী ছবিকে বিষয়শ্রেণী অনুযায়ী সাজানো যেতে পারে। এতে ছবি একটা বিষয়শ্রেণীর অধীনে গোছানো থাকবে আরকি।(এবিষয়ে আপনার কমন্স আলাপ পাতায় খুব সুন্দর করে বলে দিয়েছে ক্যাটাগরাইযেশনবট। সেটা অনুসরণ করুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:০০, ৮ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ফয়জুল লতিফ ভাই, আসলে কসাই পাখির ৮ রকম প্রজাতি বাংলাদেশে রয়েছে। আমি যেই কসাই পাখিটির বণর্ণা দিয়েছি তা বাংলাদেশের
একটি অতি পরিচিত প্রজাতি এবং এই প্রজাতিটিকে বাংলাদেশের সবজায়গায় দেখা যায়। যার ইংরেজি নাম : Burmese Shrike
তাছাড়া আরো ৭ প্রজাতির কসাই পাখি বাংলাদেশে রয়েছে সেই গুলোর নাম আমি এখন দিতে পারছিনা। তবে আমি অবশ্যই এই নিবন্ধটির মান-উন্নয়নের চেষ্টা করবো।--মুন্না হক (আলাপ) ০৯:১০, ১০ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়।
ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।
প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
প্রথম পুরস্কার - ৳ ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে।
সুপ্রিয় অবদানকারী, আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~