বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ

বাংলাদেশ-এর দ্বাবিংশ মন্ত্রিসভা
মুহাম্মদ ইউনূস
গঠনের তারিখ৬ আগস্ট ২০২৪ (2024-08-06)
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্রপ্রধানমোহাম্মদ সাহাবুদ্দিন
সরকারপ্রধানমুহাম্মদ ইউনূস
মন্ত্রী সংখ্যা২১
মোট সংখ্যা২১
ইতিহাস
সর্বশেষ নির্বাচন২০২৪
পূর্ববর্তীহাসিনার পঞ্চম মন্ত্রিসভা

মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে।[] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দেশত্যাগ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করার ফলে সৃষ্ট শূন্যতা পূরণে ১৭ জন উপদেষ্টা নিয়ে ইউনূসের উপদেষ্টা পরিষদ যাত্রা শুরু করে। তবে ১৭ জনের মধ্যে ৮ আগস্ট ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। ঢাকার বাইরে অবস্থান করার কারণে সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়ফারুক-ই-আজম উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে পারেনি। পরবর্তীতে তাদের মধ্যে সুপ্রদীপ চাকমাবিধান রঞ্জন রায় ১১ আগস্ট শপথ গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর ১৩ আগস্ট ফারুক-ই-আজম শপথ গ্রহণ করেন। পরবর্তীতে দেশ গঠনের লক্ষ্যে আরও ৪ জন উপদেষ্টা নির্বাচন করা হয়। তারা হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, আলী ইমাম মজুমদার এবং জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা সকলেই ১৬ আগস্ট শপথ গ্রহণ করেন। তাদের শপথ গ্রহণের পর দপ্তরসমূহ পুনঃবণ্টন করা হয়। তাদের শপথ গ্রহণের মাধ্যমে মোট উপদেষ্টার সংখ্যা হয়ে দাঁড়ায় ২১ জনে।

উপদেষ্টাদের তালিকা

[সম্পাদনা]
বাংলাদেশ সরকারের সিলমোহর
মন্ত্রণালয়/বিভাগ প্রতিকৃতি উপদেষ্টা দায়িত্ব গ্রহণ অবমুক্তির তারিখ তথ্যসূত্র
প্রধান উপদেষ্টা
মন্ত্রিপরিষদ বিভাগ,
প্রতিরক্ষা মন্ত্রণালয়,
সশস্ত্র বাহিনী বিভাগ,
জনপ্রশাসন মন্ত্রণালয়,
খাদ্য মন্ত্রণালয়,
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি [][]
উপদেষ্টা
অর্থ মন্ত্রণালয়,

বাণিজ্য মন্ত্রণালয়,

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

সালেহউদ্দিন আহমেদ ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

আসিফ নজরুল ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
শিল্প মন্ত্রণালয়,

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

আদিলুর রহমান খান ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,

ভূমি মন্ত্রণালয়

এ. এফ. হাসান আরিফ ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ হোসেন ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,

পানি সম্পদ মন্ত্রণালয়

সৈয়দা রিজওয়ানা হাসান ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
সমাজকল্যাণ মন্ত্রণালয়,

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

শারমিন মুরশিদ ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
বস্ত্র ও পাট মন্ত্রণালয়,

নৌপরিবহন মন্ত্রণালয়

এম. সাখাওয়াত হোসেন ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আ ফ ম খালিদ হোসেন ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ফরিদা আখতার ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নুরজাহান বেগম ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়,

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

নাহিদ ইসলাম ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

আসিফ মাহমুদ ৮ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিধান রঞ্জন রায় ১১ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সুপ্রদীপ চাকমা ১১ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

ফারুক-ই-আজম ১৩ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
শিক্ষা মন্ত্রণালয়,

পরিকল্পনা মন্ত্রণালয়

ওয়াহিদউদ্দিন মাহমুদ ১৬ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,
রেলপথ মন্ত্রণালয়

মুহাম্মদ ফাওজুল কবির খান ১৬ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
উপদেষ্টার কার্যালয় আলী ইমাম মজুমদার ১৬ আগস্ট ২০২৪ অদ্যাবধি []
স্বরাষ্ট্র মন্ত্রণালয়,

কৃষি মন্ত্রণালয়

জাহাঙ্গীর আলম চৌধুরী ১৬ আগস্ট ২০২৪ অদ্যাবধি []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন যারা"বিবিসি বাংলা। ৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪ 
  2. "২৭ মন্ত্রণালয় একাই সামলাবেন ড. ইউনূস"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪ 
  3. "প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের মধ্যে মন্ত্রণালয়/বিভাগের দপ্তর বণ্টন"cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪