ম্যাগি
অবয়ব
ধরন | খাদ্য |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৮৮৪ |
প্রতিষ্ঠাতা | জুলিয়াস ম্যাগি |
সদরদপ্তর | সুইজারল্যান্ড |
মাতৃ-প্রতিষ্ঠান | নেসলে |
ওয়েবসাইট | www |
ম্যাগি (উচ্চারণ [ˈmaɡi] বা উচ্চারিত [ˈmadːʒi] ) হল ১৯ শতকের শেষ দিকে সুইজারল্যান্ডে উদ্ভূত আচার, ঝটপট স্যুপ এবং নুডলসের একটি আন্তর্জাতিক মার্কা। ম্যাগি কোম্পানি ১৯৪৭ সালে নেসলে অধিগ্রহণ করে।
ইতিহাস
[সম্পাদনা]জুলিয়াস ম্যাগি (১৮৪৬-১৯১২) ১৮৬৯ সালে সুইজারল্যান্ডের কেম্পথল -এ তার বাবার মিল ব্যবসার দায়িত্ব নেন। তার নেতৃত্বে, ব্যবসাটি উন্নত পুষ্টি সরবরাহ এবং দ্রুত প্রস্তুতির মাধ্যমে শ্রমজীবী পরিবারের খাদ্যের উন্নতির লক্ষ্যে শিল্প খাদ্য উৎপাদনের অন্যতম পথিকৃৎ হিসেবে গড়ে ওঠে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- "How Maggi noodles became an iconic Indian snack"। BBC News। ৪ জুন ২০১৫।
- Nestle Global Website