বিষয়বস্তুতে চলুন

রাধাবল্লভ গোপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাধাবল্লভ গোপ (১৯০০—১৯৮২) একজন বাঙালী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ।

জীবনী

[সম্পাদনা]

রাধাবল্লভ গোপ, ১৯০০ সালে, ব্রিটিশ ভারতেফরিদপুর জেলায় জন্মগ্রহন করেন। তিনি ফরিদপুরের পালং স্কুলের ছাত্র ছিলেন। কলেজে পড়ার সময় অনুশীলন সমিতিতে যোগ দেন[] ও আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছিলেন। বিচারে তাঁর আন্দামান সেলুলার জেলে যাবজ্জীবন দ্বীপান্তর দন্ড হয়। ৩১ বছর জেল খেটে মুক্তি পেয়ে তিনি বিপ্লবী সমাজতন্ত্রী দলে (আর এস পি) দলে যোগ দেন। তাঁর সাথে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক ছিল।[] তিনি বিপ্লবী সমাজতন্ত্রী দলের সাথে আজীবন যুক্ত ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Prohor। "বিপ্লবী দীনেশ গুপ্তের সঙ্গে চ্যাপলিনের সিনেমা দেখেছেন ভানু, করেছেন গুপ্তচরের কাজও - Prohor"বিপ্লবী দীনেশ গুপ্তের সঙ্গে চ্যাপলিনের সিনেমা দেখেছেন ভানু, করেছেন গুপ্তচরের কাজও - Prohor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  2. Bandopadhyay, Bhanu (২০১৯-০৫-০১)। BHANU SAMAGRA। PATRA BHARATI। আইএসবিএন 978-81-8374-475-1 
  3. দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩০১।