রিয়াল মাদ্রিদ বালোনমানো
অবয়ব
রিয়াল মাদ্রিদ | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রিয়াল মাদ্রিদ বালোনমানো | ||
ডাক নাম | মেরেঙ্গুয়েজ | ||
প্রতিষ্ঠাকাল | ২২ মার্চ, ১৯৫২ | ||
বিলুপ্তকাল | ১৯৫৯ | ||
এরিনা | মাদ্রিদ, স্পেন | ||
ধারণক্ষমতা | ? | ||
লীগ | লিগা অ্যাসোবল | ||
১৯৫৮–৫৯ | ? | ||
রিয়াল মাদ্রিদের নিষ্ক্রিয় বিভাগসমূহ | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
রিয়াল মাদ্রিদ বালোনমানো ছিলো রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের হ্যান্ডবল শাখা।১৯৫৯ সালে বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত ক্লাবটি সর্বোচ্চ জাতীয় লীগ লিগা অ্যাসোবলে খেলতো।
ইতিহাস
[সম্পাদনা]১৯৫২ সালে প্রতিষ্ঠিত রিয়াল মাদ্রিদ বালোনম্যানো বা রিয়াল মাদ্রিদ বিএমকে স্পেনীয় হ্যান্ডবলের সবচেয়ে কঠিন দল হিসেবে বিবেচনা করা হয়েছিল, যা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দল ১৯৫২-৫৩ মৌসুমে লিগা অ্যাসোবল (দেশের প্রধান হ্যান্ডবল লিগ) এর শিরোপা জিতেছে। যদিও রিয়াল মাদ্রিদ ধারাবাহিক বছরগুলিতে ভাল প্রদর্শনী দেখায়, ক্লাবটি ১৯৫৯ সালে এই বিভাগটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।[১]
শিরোপা
[সম্পাদনা]- লিগা অ্যাসোবল (১):১৯৫২–১৯৫৩
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://handballspain2013.com/es/News/Details/595/futbol-balonmano[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] FÚTBOL Y BALONMANO, UNA VIEJA RELACIÓN