বিষয়বস্তুতে চলুন

লেসলি হাওয়ার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেসলি হাওয়ার্ড
Leslie Howard
জন্ম
লেসলি হাওয়ার্ড স্টাইনার

(1893-04-03) ৩ এপ্রিল ১৮৯৩ (বয়স ১৩১)
ফরেস্ট হিল, লন্ডন, যুক্তরাজ্য
মৃত্যু১ জুন ১৯৪৩(1943-06-01) (বয়স ৫০)
বিস্কে উপসাগর
মৃত্যুর কারণদ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমানে গুলিবিদ্ধ
জাতীয়তাইংরেজ
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯১৪-১৯৪২
দাম্পত্য সঙ্গীরুথ ইভেলিন মার্টিন (বি. ১৯১৬)
সন্তানরোনাল্ড হাওয়ার্ড (১৯১৮-১৯৯৬)
লেসলি রুথ হাওয়ার্ড (১৯২৪-২০১৩)

লেসলি হাওয়ার্ড স্টাইনার (ইংরেজি Leslie Howard Steiner; ৩রা এপ্রিল ১৮৯৩ - ১লা জুন ১৯৪৩) ছিলেন একজন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।[] চলচ্চিত্র ও মঞ্চে কাজের পাশাপাশি দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য নিউ ইয়র্কারভ্যানিটি ফেয়ারে তার অসংখ্য গল্প ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৩০-এর দশকের অন্যতম শীর্ষ বক্স অফিস তারকা ছিলেন এবং চলচ্চিত্র অভিনেতাদের আদর্শ ছিলেন। তিনি গন উইথ দ্য উইন্ড (১৯৩৯) চলচ্চিত্রে অ্যাশলি উইলকেস চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয়। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বার্কলি স্কোয়ার (১৯৩৩), অব হিউম্যান বন্ডেজ (১৯৩৪), দ্য স্কারলেট পিম্পারনেল (১৯৩৪), দ্য পেট্রিফাইড ফরেস্ট (১৯৩৬), পিগম্যালিয়ন (১৯৩৮), ইন্টারমেজ্জো (১৯৩৯) ও দ্য ফার্স্ট অব দ্য ফিউ (১৯৪২)। তিনি বার্কলি স্কোয়ারপিগম্যালিয়ন ছবিতে অভিনয়ের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Obituary Variety, 9 June 1943.

বহিঃসংযোগ

[সম্পাদনা]