শাফিন আহমেদ
শাফিন আহমেদ | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | ১৪ ফেব্রুয়ারি ১৯৬১
মৃত্যু | ২৪ জুলাই ২০২৪ উডব্রিজ, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৩)
ধরন | রক, পপ |
পেশা | সুরকার, সঙ্গীতজ্ঞ |
বাদ্যযন্ত্র | ভোকাল, বেজ গিটারিস্ট |
কার্যকাল | ১৯৮৪ - ২০২৪ |
শাফিন আহমেদ (১৪ ফেব্রুয়ারি ১৯৬১ - ২৪ জুলাই ২০২৪) ছিলেন একজন বাংলাদেশী সংগীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ডের একজন সদস্য ছিলেন। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেছিলেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শাফিন আহমেদের ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে।[১] তিনি সেইসময় বিটিভিতে মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন।
কর্মজীবন
[সম্পাদনা]মাইলস
[সম্পাদনা]শাফিন ১৯৭৯ সালে মাইলসে বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক হিসেবে যোগ দেন। শুরু দিকে ব্যান্ডে শুধু ইংরেজি গান করতেন। ১৯৯১ সালে 'প্রতিশ্রুতি' অ্যালবাম প্রকাশের মাধ্যমে বাংলা গানে তাদের পথ চলে শুরু হয়।[২] এই ব্যান্ডের ৯০ ভাগ গান তার কণ্ঠে সৃষ্টি হয়েছে। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।[৩]
২০১০ সালের শুরুর দিকে একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ান শাফিন। কয়েকমাস পর ফের ব্যান্ডে ফেরেন। এরপর ২০১৭ সালে অক্টোবরেও তিনি আবার মাইলস ছেড়ে দেন। এর কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে আবারও ব্যান্ডে ফিরেছিলেন। ২০২১ সালের নভেম্বরে সবশেষ তথা তৃতীয়বার মাইলস ছাড়েন।[৪]
রিদম অব লাইফ
[সম্পাদনা]শাফিন, জানুয়ারি ১২, ২০১০ সালে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন।[৫] এবং রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন।[৬] এই দলে তার সাথে যোগ দেন ওয়াসিউন (গীটার), শাহিন (গীটার), সুমন (কি-বোর্ড), উজ্জ্বল (পার্কিশন), শামস (বেজ গিটার) এবং রূমি (ড্রামস)।
ভয়েস অব মাইলস
[সম্পাদনা]শাফিন তার ক্যারিয়ারের শেষের দিকে মাইলস থেকে বেরিয়ে এসে ‘ভয়েস অব মাইলস’ নামে ব্যান্ড গঠন করে কনসার্ট করে আসছিলেন।[৭]
রাজনীতি
[সম্পাদনা]২০১৭ সালে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য হিসেবে মনোনীত হোন।[৮] ২০১৯ সালে জাতীয় পার্টি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বাতিল করে। ২০২১ সালে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।[৯]
মৃত্যু
[সম্পাদনা]২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের উডব্রিজ, ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।[১]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ প্রতিবেদক, বিনোদন (২০২৪-০৭-২৫)। "ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫।
- ↑ "মাইলসের সঙ্গে গাইবেন না শাফিন আহমেদ, ব্যান্ডের বিরুদ্ধে যতো অভিযোগ"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫।
- ↑ "মাইলস গায়ক শাফিন আহমেদ"। ২০১০-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫।
- ↑ "৩ বার 'মাইলস' ছাড়েন শাফিন আহমেদ"। ২০২৪-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫।
- ↑ "Shafin leaving Miles"। Prothom Alo। সংগ্রহের তারিখ ২০১০-০১-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Shafin formed Rhythm of Life"। Prothom Alo। সংগ্রহের তারিখ ২০১২-১০-৩০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ অপু, মকফুল হোসেন,মাসুম (২০২৪-০৭-২৫)। "শেষ জন্মদিনে সাক্ষাৎকারে 'মাইলস' নিয়ে যা বলেছিলেন শাফিন"। Archived from the original on ২০২৪-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫।
- ↑ "ববি হাজ্জাজের দলে যোগ দিলেন শাফিন আহমেদ"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫।
- ↑ "তারকা সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫।