শিলচর লোকসভা কেন্দ্র
শিলচর লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
বিধানসভা নির্বাচনী এলাকা | ৭ |
প্রতিষ্ঠিত | ১৯৫২ |
মোট নির্বাচক | ১১,৯১,২৮৯ |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
শিলচর লোকসভা নির্বাচনী কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের, আসাম রাজ্যের ১৪ টি লোকসভা আসনের মধ্যে অন্যতম। কাছাড় জেলায় অবস্থিত এই আসনটি অসংরক্ষিত। ১৯৫১ থেকে ১৯৭১ অবধি শিলচরের এই কেন্দ্রটির নাম ছিল কাছাড় লোকসভা কেন্দ্র।
ভোটার পরিসংখ্যান
[সম্পাদনা]২০১৪ খ্রিস্টাব্দে আসাম লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১০,৬০,১৭৫ জন।[১] যার মধ্যে ৫,৫৪,৫৪০ জন পুরুষ, ৫,০৫,৫৫৮ জন নারী ছিলেন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৭৭ জন।
২০১৯ খ্রিস্টাব্দে শিলচর কেন্দ্রের ভোটার সংখ্যা বেড়ে হয় ১১,৯১,২৮৯ জন।[২] ভোটার পরিসংখ্যান নিম্নরূপ:
লোকসভা কেন্দ্র | বিধানসভা কেন্দ্র | ভোটকেন্দ্রের সংখ্যা | পুরুষ ভোটার | মহিলা ভোটার | তৃতীয় লিঙ্গের ভোটার | মোট ভোটার |
---|---|---|---|---|---|---|
১. করিমগঞ্জ | ৯. শিলচর | ২৫৫ | ১,১০,১১৪ | ১,১০,৩৭৫ | ১৭ | ২,২০,৫০৬ |
১০. সোনাই | ২১৯ | ৮৮,৭৮১ | ৮৪,১০৫ | ৫ | ১,৭২,৮৯১ | |
১১. ধলাই (তজা) | ২০৬ | ৯২,১৮৩ | ৮৩,১৩০ | ২ | ১,৭৫,৩১৫ | |
১২. উধারবন্দ | ১৯৬ | ৭৭,৮০১ | ৭২,৯৪১ | ১৪ | ১,৫০,৭৫৬ | |
১৩. লক্ষীপুর | ১৯২ | ৮১,১০০ | ৭৪,৩৫৪ | ১৭ | ১,৫৫,৪৭১ | |
১৪. বড়খোলা | ১৭৫ | ৭৩,৩৪২ | ৬৮,৯৭১ | ১১ | ১,৪২,৩২৪ | |
১৫. কাটিগড়া | ২১৮ | ৯০,৬১০ | ৮৩,৪০৭ | ৯ | ১,৭৪,০২৬ | |
১,৪৬১ | ৬,১৩,৯৩১ | ৫,৭৭,২৮৩ | ৭৫ | ১১,৯১,২৮৯ |
বিধানসভা কেন্দ্রসমূহ
[সম্পাদনা]শিলচর লোকসভা কেন্দ্র নিম্নলিখিত বিধানসভা খন্ডসমূহে সংগঠিত হয়েছে:[৩]
নির্বাচনী কেন্দ্র সংখ্যা | নাম | সংরক্ষণ (তফসিলি জাতি / তফসিলি উপজাতি / নেই) | জেলা | দল | বিধায়ক |
---|---|---|---|---|---|
৯ | শিলচর | নেই | কাছাড় | দীপায়ন চক্রবর্তী | |
১০ | সোনাই | নেই | কাছাড় | করিম উদ্দিন বড়ভূঁইয়া | |
১১ | ধলাই | তজা | কাছাড় | পরিমল শুক্লবৈদ্য | |
১২ | উধারবন্দ | নেই | কাছাড় | মিহিরকান্তি সোম | |
১৩ | লক্ষ্মীপুর | নেই | কাছাড় | বিজেপি | কৌশিক রায় |
১৪ | বড়খোলা | নেই | কাছাড় | মিসবাহুল ইসলাম লস্কর | |
১৫ | কাটিগড়া | নেই | কাছাড় | খলিল উদ্দিন মজুমদার |
সংসদ সদস্য
[সম্পাদনা]টীকা
|
ভারতীয় জাতীয় কংগ্রেস | |
|
ভারতীয় জনতা পার্টি |
নির্বাচন | প্রার্থী[৪] | দল | |
---|---|---|---|
১৯৭৭ | রাশিদা চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৮০ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৮৪ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৮৯ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৯১ | কবীন্দ্র পুরকায়স্থ | ভারতীয় জনতা পার্টি | |
১৯৯৬ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৯৮ | কবীন্দ্র পুরকায়স্থ | ভারতীয় জনতা পার্টি | |
১৯৯৯ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২০০৪ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২০০৯ | কবীন্দ্র পুরকায়স্থ | ভারতীয় জনতা পার্টি | |
২০১৪ | সুস্মিতা দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস |
নির্বাচন ফলাফল
[সম্পাদনা]২০১৯ সাধারণ নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | ড. রাজদীপ রয় | ৪,৯৯,৪১৪ | ৫২.৫৯ | +১৪.৯৩ | |
কংগ্রেস | সুস্মিতা দেব | ৪,১৭,৮১৮ | ৪৩.৯৯ | +১.৯২ | |
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ৮,৫৪৭ | ০.৯০ | +০.৩৬ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮১,৫৯৬ | ৮.৬০ | +৪.১৯ | ||
ভোটার উপস্থিতি | ৯,৫০,৬৯০ | ৭৯.৫১ | +৪.০৬ | ||
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে | সুইং | +৬.৫০ |
২০১৪ সাধারণ নির্বাচন
[সম্পাদনা]২০১৬ সালের ভারতীয় সাধারণ নির্বাচন ১৬তম লোকসভার গঠন লক্ষ্যে ভারতের মোট ৫৪৩ লোকসভা কেন্দ্রের সবকয়টির সংসদ সদস্যদের নির্বাচন করতে অনুষ্ঠিত হয়। নির্বাচনটি ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নয়টি পর্বে চলে যা দেশের ইতিহাসে দীর্ঘতম নির্বাচন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | সুস্মিতা দেব | ৩,৩৬,৪৫১ | ৪২.০৭ | +১৩.৪২ | |
বিজেপি | কবীন্দ্র পুরকায়স্থ | ৩,০১,২১০ | ৩৭.৬৬ | +২.২৯ | |
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | কুতুব আহমেদ মজুমদার | ৮৫,৫৩০ | ১০.৬৯ | -১৮.৬৬ | |
অগপ | বিজয় কৃষ্ণ নাথ | ৭,৬৭৯ | ০.৯৬ | +০.৯৬ | |
উপরের কেউই না | উপরের কেউই না | ৪,৩১০ | ০.৫৪ | --- | |
আম আদমী পার্টি | আব্দুল মান্নান বড়ভূইঞা | ৩,১১৮ | ০.৩৮৯ | --- | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,২৪১ | ৪.৪১ | ১.৬১ | ||
ভোটার উপস্থিতি | ৭,৯৯,৮৩০ | ||||
বিজেপি থেকে কংগ্রেস অর্জন করেছে | সুইং |
২০০৯ সাধারণ নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | কবীন্দ্র পুরকায়স্থ | ২,৪৩,৫৩২ | ৩৫.৩৭ | ||
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | বদরুদ্দিন আজমল | ২,০২,০৬২ | ২৯.৩৫ | ||
কংগ্রেস | সন্তোষ মোহন দেব | ১,৯৭,২৪৪ | ২৮.৬৫ | ||
সিপিআই(এম) | দীপক ভট্টচার্য্য | ১১,৮৩১ | ১.৭২ | ||
নির্দল | মনিষ ভট্টচার্য্য | ৭,০৯৩ | ১.০৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৪৭৯ | ৬.০২ | |||
ভোটার উপস্থিতি | ৬,৮৮,৫৪৬ | ৭০.৩৭% | |||
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১।
- ↑ http://ceoassam.nic.in/ls2004/ls2019.html
- ↑ "লোকসভা এবং বিধানসভা সমষ্টিসমূহের তালিকা" (পিডিএফ)। আসাম। ভারতের নির্বাচন কমিশন। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫।
- ↑ "List of winner/current and runner up MPs Silchar Parliamentary Constituency"। Assam। elections.in।
- ↑ 2019 India General election results Silchar election.in
- ↑ India General election 2014 results Silchar election.in
- ↑ "সমষ্টি অনুসারে বিস্তারিত ফলাফল" (পিডিএফ)। ভারতের নির্বাচন কমিশন। পৃষ্ঠা 153। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪।