সংবাদ (ওড়িয়া সংবাদপত্র)
অবয়ব
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | প্রিন্ট, অনলাইন |
মালিক | সৌম্য রঞ্জন পট্নায়েক |
প্রকাশক | সৌম্য রঞ্জন পট্নায়েক |
প্রধান সম্পাদক | সৌম্য রঞ্জন পট্নায়েক |
প্রতিষ্ঠাকাল | ৪ অক্টোবর ১৯৮৪ |
ভাষা | ওড়িয়া |
সদর দপ্তর | ভুবনেশ্বর |
ওয়েবসাইট | sambad.in |
সংবাদ ওড়িয়া ভাষার একটি ভারতীয় পত্রিকা যা উড়িষ্যার ভুবনেশ্বর থেকে প্রতিদিন প্রকাশিত হয়। এটি উড়িষ্যার বৃহত্তম প্রচারিত ওড়িয়া সংবাদপত্রগুলির মধ্যে একটি। এটি রাজধানী ভুবনেশ্বরের পাশাপাশি কটক, ব্রহ্মপুর, রাউরকেলা, সম্বলপুর, বালেশ্বর, জাজপুর, জেয়পুর, এবং অনুগুল থেকে প্রকাশিত হয়। [১] এই সংবাদপত্রের প্রথম সংস্করণটি ভুবনেশ্বরে ১৯৮৪ সালের ৪ঠা অক্টোবর প্রকাশিত হয়েছিল। [২] প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন সৌম্য রঞ্জন পট্নায়েক, যিনি একজন ব্যবসায়ী-রাজনীতিবিদ।
উল্লেখযোগ্য কলাম লেখক
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Media and Society: Challenges and Opportunities। Concept। ২০০২। পৃষ্ঠা 151। আইএসবিএন 8170229960। ওসিএলসি 603671961।
- ↑ S. C. Bhatt (১৯৯৭)। Indian Press Since 1955। Ministry of Information and Broadcasting। পৃষ্ঠা 83। আইএসবিএন 8123005555। ওসিএলসি 37442873।