বিষয়বস্তুতে চলুন

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাতক্ষীরা দিবা নৈশ কলেজ
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
ধরনজাতীয় বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৯২
ইআইআইএন১১৮৯০৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষএ কে এম সফিকুজ্জামান
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৫২
শিক্ষার্থী২৫০০
অবস্থান,
ওয়েবসাইটwww.sdncollege.org
মানচিত্র

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ সাতক্ষীরার একটি সহ-শিক্ষা কলেজ। এটি ২৯ আগস্ট ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।

ইতিহাস

[সম্পাদনা]

অত্র কলেজটি শুরুতেই সাতক্ষীরা ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে স্বল্প পরিসরে শুরু হয়। কলেজটি প্রতিষ্ঠা করেন আব্দুল মোতালেব। পরবর্তীতে বৃহৎ পরিসরে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এরপর সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্রে বড়বাজার সড়ক সুলতানপুর সাতক্ষীরাতে নিজস্ব জমিতে স্থানান্তরিত হয়। বর্তমানে সেখানেই ৫ম তলা বিশিষ্ট ২টি সুপরিসর ভবণে কলেজের সকল কার্যক্রম চলছে।

  • কলেজটির উচ্চ মাধ্যমিক স্তরের স্বীকৃতি: ০১/০৭/১৯৯৪ ইং এবং স্বীকৃতির মেয়াদ ৩০/০৬/২০১৯ ইং।
  • স্নাতক (পাস) কোর্সের স্বীকৃতি: ০১/০৭/১৯৯৫ ইং এবং স্বীকৃতির মেয়াদ ৩০/০৬/২০১৭ ইং।
  • স্নাতক(সম্মান) কোর্সের স্বীকৃতির মেয়াদ ২০১৪-১৫ শিক্ষা বর্ষ থেকে ২০১৮-১৯ পর্যন্ত।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

কলেজটিতে ৬ টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। সহ শিক্ষা কার্যক্রম হিসাবে কলেজে রোভার ও রেডক্রিসেন্ট কার্যক্রম চালু আছে। কলেজে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে। ডিগ্রী (পাস) কোর্সে বি এ, বিবি এস ও বি এস এস কোর্স চালু আছে। অনার্স কোর্সে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মার্কেটিং ও ব্যবস্থাপনা বিষয় চালু আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]