হরিবংশ রাই বচ্চন
হরিবংশ রাই বচ্চন | |
---|---|
জন্ম | হরিবংশ রাই শ্রীবাস্তব ২৭ নভেম্বর ১৯০৭ বাবুপট্টি, আগ্রা ও অবধের যুক্তপ্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমানেউত্তর প্রদেশ, ভারত) |
মৃত্যু | ১৮ জানুয়ারি ২০০৩ মুম্বাই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৯৫)
ছদ্মনাম | বচ্চন |
পেশা |
|
ভাষা | অবধি এবং হিন্দি |
শিক্ষা প্রতিষ্ঠান | এলাহাবাদ বিশ্ববিদ্যালয় (এম.এ) সেন্ট ক্যাথরিন'স কলেজ, কেমব্রিজ (পিএইডি) |
উল্লেখযোগ্য পুরস্কার | পদ্মভূষণ (১৯৭৬) |
দাম্পত্যসঙ্গী |
|
সন্তান | অমিতাভ বচ্চন অজিতাভ বচ্চন [১] |
আত্মীয় | বচ্চন পরিবার |
সংসদ সদস্য, রাজ্যসভা[২] | |
কাজের মেয়াদ ৩ এপ্রিল ১৯৬৬ – ২ এপ্রিল ১৯৭২ | |
সংসদীয় এলাকা | মনোনীত |
স্বাক্ষর |
হরিবংশ রাই বচ্চন ২৭ নভেম্বর ১৯০৭ – ১৮ জানুয়ারি ২০০৩) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় কবি এবং বিশ শতকের সূচনাকালে হিন্দি সাহিত্যজগতের 'নঈ কবিতা সাহিত্য আন্দোলন' এর (রোমান্টিক ধারার) অন্যতম লেখক। তার "মধুশালা", "মধুবালা", ও "মধুকলশ" এই কাব্যগ্রন্থত্রয়ীকে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সৃষ্টি হিসাবে গণ্য করা হয়। [৩] প্রখ্যাত সমাজকর্মী তেজী বচ্চন হলেন তার পত্নী। ভারতীয় চলচ্চিত্র জগতের স্বনামধন্য চিত্রতারকা অমিতাভ বচ্চন এবং অজিতাভ বচ্চনের পিতা। তিনি অভিষেক বচ্চনের পিতামহ। ভারত সরকার ১৯৭৬ খ্রিস্টাব্দে হিন্দি সাহিত্যে অবদানের জন্য তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রদান করে।[৪]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]হরিবংশ রাই শ্রীবাস্তব ১৯০৭ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর তৎকালীন আগ্রা ও অবধের যুক্তপ্রদেশ বর্তমানে উত্তর প্রদেশের বাবুপট্টিতে অবধের ’ শ্রীবাস্তব’ পদবির এক হিন্দু কায়স্থ পরিবারে। পিতা প্রতাপনারায়ণ শ্রীবাস্তব এবং মাতা সরস্বতী দেবী শ্রীবাস্তব। হরিবংশ কবিতা লেখার সময় “বচ্চন” ছদ্মনাম ব্যবহার করতেন এবং সেই থেকেই তার পদবিতে শ্রীবাস্তব-এর পরিবর্তে বচ্চন ব্যবহৃত হতে থাকে। এলাহাবাদের কায়স্থ পাঠশালা ও পুর-বিদ্যালয় থেকে বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করে ১৯৪১ খ্রিস্টাব্দ হতে ১৯৫৭ খ্রিস্টাব্দে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজী ভাষা ও সাহিত্য নিয়ে পডাশোনা করে এম.এ পাশ করেন। এরপর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন্থ সেন্ট ক্যাথরিন’স কলেজে ইংরাজী সাহিত্যের বিখ্যাত কবি উইলিয়াম বাটলার ইয়েটস -এর কবিতা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]পেশাগত জীবনে হরিবংশ রাই এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ইংরাজী বিভাগের অধ্যাপক ছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যায়ে গবেষণা শেষ করে দেশে ফিরে এক বৎসর অধ্যাপনা করেন। পরবর্তীতে বেশ কিছুদিন অল ইন্ডিয়া রেডিয়োতে প্রযোজক রূপে। নিযুক্ত হন। এলাহাবাদে অবস্থালকালে জওহরলাল নেহেরুর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে তিনি ১৯৫৫ খ্রিস্টাব্দ হতে দীর্ঘ দশ বৎসর ভারত সরকারের বিদেশ মন্ত্রকে বিশেষ কর্মকর্তারূপে কাজ করেন। দপ্তরে নানা গুরুত্বপূর্ণ ইংরাজীর নথিপত্র হিন্দি ভাষায় অনুবাদ করেন এবং এইভাবে তিনি হিন্দিকে ভারতের অন্যতম দাপ্তরিক ভাষা (official language) হিসাবে উন্নীত করতে সক্ষম হন। তবে পেশাগতভাবে বিভিন্ন কাজে লিপ্ত থেকেও হরিবংশ রাই মূলত কবি হিসাবে হিন্দি সাহিত্য জগতে এক বিশেষস্থান অর্জন করে আছেন।
সাহিত্যক্ষেত্র
[সম্পাদনা]হরিবংশ রাই বচ্চন ইংরাজি ভাষা ছাড়াও হিন্দি ও অবধি ভাষায় সাবলীল ছিলেন। তিনি দেবনাগরী লিপিতে হিন্দির এক বৃহৎ শব্দভাণ্ডারে গড়ে ছিলেন। [৫] তিনি ফরাসি লিপি জানতেন না,তবুও তিনি ফরাসি ও উর্দু কবিতা বিশেষ করে ওমর খৈয়াম দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
হরিবংশ রাই বচ্চন ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ, শোক-সন্তাপ, চাওয়া-পাওয়া, দারিদ্র্য সহ নানা অনুভূতি প্রকাশ পেয়েছে তার কবিতায়। স্পর্শকাতর অনুভূতি, গভীর আবেগ সহজ ও সরল ভাষায় ব্যক্ত হয়েছে বলেই তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার রচনাসম্ভারে আছে -
- কবিতা–
- তেরা হার (১৯২৯)
- মধুশালা (১৯৩৫)
- মধুবালা (১৯৩৬)
- মধুকলশ (১৯৩৭)
- আত্মপরিচয় (১৯৩৭)
- নিশা নিমন্ত্রণ (১৯৩৮)
- একান্ত সঙ্গীত (১৯৩৯)
- আকুল অন্তর (১৯৪৩)
- সতরঙ্গিনী (১৯৪৫)
- হলাহল (১৯৪৬)
- বঙ্গাল কা কাব্য (১৯৪৬)
- খাদি কে ফুল (১৯৪৮)
- সুত কী মালা (১৯৪৮)
- মিলন যামিনী (১৯৫০)
- প্রণয় পত্রিকা (১৯৫৫)
- ধার কে ইধর ওধর (১৯৫৭)
- আরতী ঔর অঙ্গারে (১৯৫৮)
- বুদ্ধ ঔর নাচঘর (১৯৫৮)
- ত্রিভঙ্গিমা (১৯৬১)
- চার খেমে চৌষট খূন্টে (১৯৬২)
- দো চট্টানেঁ (১৯৬৫)
- বহুত দিন বিতে (১৯৬৭)
- কটতী প্রতিমায়োঁ কী আবাজ (১৯৬৮)
- উভরতে প্রতিমানোঁ কে রূপ (১৯৬৯)
- জাল সমেটা (১৯৭৩)
- নঈ সে নঈ-পুরানা সে পুরানী (১৯৮৫)
- আত্মকথা–
- ক্যা ভূলূঁ ক্যা য্যাদ করূঁ (১৯৬৯)
- নীড় কা নির্মাণ ফির (১৯৭০)
- বসেরে সে দূর (১৯৭৭)
- দেশদ্বার সে সোপান তক (১৯৮৫)
- প্রবাস কী ডায়রী
- বিবিধ–
- বচ্চন কে সাথ ক্ষণ ভর (১৯৩৪)
- খয্যাম কী মধুশালা (১৯৩৮)
- সোপান (১৯৫৩)
- মৈকবেথ (১৯৫৭)
- জনগীতা (১৯৫৮)
- ওথেলো (১৯৫৯)
- উমর খয্যাম কী রূবাইযাঁ (১৯৫৯)
- কবিয়োঁ মে সৌম্য সন্তঃ পন্ত (১৯৬০)
- আজ কে লোকপ্রিয় হিন্দি কবিঃ সুমিত্রনন্দন পন্থ (১৯৬০)
- আধুনিক কবি (১৯৬১)
- নেহেরু : রাজনৈতিক জীবনচরিত (১৯৬১)
- নয়ে পুরানে ঝরোখে (১৯৬২)
- অভিনব সোপান (১৯৬৪)
- চৌঁষট রূশী কবিতায়েঁ (১৯৬৪)
- নাগর গীতা (১৯৬৬)
- বচ্চন কে লোকপ্রিয় গীত (১৯৬৭)
- ডব্লুউ বী ঈয়েটস্ অ্যান্ড অকল্টিজম (১৯৬৮)
- মকরত দ্বীপ কা স্বর (১৯৬৮)
- হ্যামলেট (১৯৬৯)
- ভাষা অপনী ভাব পরায়ে (১৯৭০)
- পন্ত কে সৌ পত্র (১৯৭০)
- প্রবাস কী ডায়রী (১৯৭১)
- কিং লিয়র (১৯৭২)
- টূটী ছূটী কড়িয়াঁ (১৯৭৩)
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]১৯৬৮ খ্রিস্টাব্দে হরিবংশ রায় বচ্চন তার “দো চট্টানেঁ” কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ওই বৎসরেই তিনি ‘সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার’ ও আফ্রো-এশীয় সম্মেলনের ‘লোটাস পুরস্কার’-এ ভূষিত হন। তার চার খণ্ডে বিভক্ত আত্মজীবনীর জন্য বিড়লা ফাউন্ডেশন প্রথম সরস্বতী সম্মান প্রদান করে। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৯৭৬ খ্রিস্টাব্দে ভারত সরকার তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করে।
পারিবারিক জীবন ও জীবনাবসান
[সম্পাদনা]হরিবংশ রাই বচ্চন ১৯২৬ খ্রিস্টাব্দে শ্যামা দেবীকে বিবাহ করেন, কিন্তু ১৯৩৬ খ্রিস্টাব্দে শ্যামা দেবীর মৃত্যু হলে ১৯৪১ খ্রিস্টাব্দে লাহোর কলেজের মনোবিজ্ঞানের অধ্যাপিকা সমাজকর্মী তেজবন্ত কৌরি সুরিকে বিবাহ করেন। তাদের জ্যেষ্ঠ সন্তান প্রথিতযশা অভিনেতা অমিতাভ বচ্চন এবং কনিষ্ঠ পুত্র অজিতাভ। এরা সকলেই পারিবারিক পদবি “শ্রীবাস্তব” এর পরিবর্তে “বচ্চন”ই ব্যবহার করেন। হরিবংশ রাই বচ্চন শেষের দিকে দীর্ঘদিন শ্বাসপীডায় ভুগছিলেন। ২০০৩ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবন “প্রতীক্ষা” য় ৯৫ বৎসর বয়সে প্রয়াত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Harivansh Rai Bachchan, R (২০০১)। In the Afternoon of Time: An Autobiography। Penguin books। পৃষ্ঠা 327। আইএসবিএন 9780140276633।
When we entered Amit for school, we adopted 'Bachchan' as our family name, registering him as 'Amitabh Bachchan'; and when our second son was born, he was called 'Ajitabh Bachchan'
- ↑ "Nominated Members Since 1952"। 164.100.47.5। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০।
- ↑ Harivanshrai Bachchan, 1907–2003[অধিগ্রহণকৃত!] Obituary, Frontline, (The Hindu), 1–14 February 2003.
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।
- ↑ West-Pavlov, Russell (২০১৮)। The Global South and Literature। Cambridge University Press। পৃষ্ঠা 167। আইএসবিএন 9781108246316।