হাফিজ বশির আহমেদ
হাফিজ বশির আহমেদ কাসেমী | |
---|---|
হাফিজ বছিৰ আহমেদ কাছিমী | |
পশ্চিম বিলাসীপাড়া থেকে আসাম বিধানসভার বিধায়ক | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০০৬ | |
পূর্বসূরী | আলী আকবর মিয়া (অগপ) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বিলাসীপাড়া, ধুবড়ি, আসাম, ভারত | ১ আগস্ট ১৯৬০
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | সর্ব ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা |
দাম্পত্য সঙ্গী | তৈয়বা খাতুন (বি. ১৯৮২) |
সন্তান | ৫ পুত্র ও ১ কন্যা |
মাতা | মছিরন নেছা |
পিতা | হাফিজ নূর আহমেদ |
প্রাক্তন শিক্ষার্থী | দারুল উলুম দেওবন্দ গৌহাটি বিশ্ববিদ্যালয় |
জীবিকা | রাজনীতিবিদ |
পুরস্কার | শ্রেষ্ঠ বিধায়কের পুরস্কার (২০১৮-১৯)[১][২] |
হাফিজ বশির আহমেদ (জন্ম:১ আগস্ট ১৯৬০) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার রাজনীতির সাথে যুক্ত। ২০০৬ সাল থেকে তিনি আসাম বিধানসভায় পশ্চিম বিলাসীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩][৪]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হাফিজ বশির আহমেদ ১৯৬০ সালের ১ আগস্ট ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া থানার আনন্দনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাফিজ নূর আহমেদ এবং মায়ের নাম মছিরন নেছা।[৫]
হাফিজ বশির আহমেদ ১৯৭৮ সালে রঙিয়া হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক ও ১৯৮১ সালে নবজ্যোতি কলেজ উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর ১৯৮৪ সালে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে মধ্য কামরূপ কলেজ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৮৬ গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশ্রেষ্ঠ স্নাতকোত্তর হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হন। এরপর ১৯৮৮ সালে তিনি গোয়ালপাড়া জেলার জলেশ্বরস্থিত কাটারিহারা টাইটেল মাদ্রাসা থেকে আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম শ্রেণিতে ১ম হয়ে এম.এম ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ বিশ্ববিদ্যালয়েও ১৯৭৪ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত অধ্যায়ন করেন।[৫][৬][৭]
কর্মজীবন
[সম্পাদনা]বশির আহমেদ বিলাসীপাড়া সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এবং গৌহাটির কটন কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মারকাজুল মা'আরিফ নামক একটি বেসরকারি সংস্থার প্রকাশনা সম্পাদক এবং গোয়ালপাড়ার মারকাজ দারুল ইয়াতামা নামক একটি এতিমখানার সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তিনি জমিয়ত উলামায়ে হিন্দ আসাম শাখার সাধারণ সম্পাদক ছিলেন।[৫]
২০০৬ সালের আসামের বিধানসভা নির্বাচনে তিনি বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন অসম সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চার হয়ে নির্বাচনে অংশ নেন এবং পশ্চিম বিলাসীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে সংগঠনটির নাম সর্ব ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চা রাখা হয়। বশির ২০১১ ও ২০১৬ সালেও একই আসন থেকে বিধায়ক নির্বাচিত হন।
তিনি প্রায় ১৮টি বই অসমীয়া ভাষায় অনুবাদ ও সংকলন করেছেন।[৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বশির আহমেদ ১৯৮২ সালের ২ জুলাই তৈয়বা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের ৫টি পুত্র ও একটি কন্যা সন্তান আছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Assam's AIUDF MLA dedicates best legislator award to Pulwama victims"। The Hindu। ৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১।
- ↑ "অসম বিধানসভাৰ ৮২ সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস, ২০১৮-১৯ বৰ্ষৰ শ্ৰেষ্ঠ বিধায়কৰ বঁটা হাফিজ বচিৰ আহমেদ কাছিমীলৈ"। Asomiya Pratidin (অসমীয়া ভাষায়)। ৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১।
- ↑ "Hafiz Bashir Ahmed(AIUDF):Constituency- BILASIPARA WEST(BILASIPARA) - Affidavit Information of Candidate:"। Myneta.info। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-২৪।
- ↑ "Muslim MLAs of Assam highly educated. Will they deliver?"। TwoCircles.net। ২০১১-০৫-১৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-২৪।
- ↑ ক খ গ ঘ ঙ "Shri Hafiz Bashir Ahmed (Qasimi)"। Assam Legislative Assembly। ২০১৬-০৫-১৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-২৪।
- ↑ "Hafiz Bashir Ahmed (AIUDF)"। myneta.info। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৮।
- ↑ "Affidavit" (পিডিএফ)। ceoassam.nic.in। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- জীবিত ব্যক্তি
- ১৯৬০-এ জন্ম
- সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার রাজনীতিবিদ
- আসামের রাজনীতিবিদ
- দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শিক্ষার্থী
- গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ধুবড়ী জেলার ব্যক্তি
- আসাম বিধানসভার সদস্য ২০০৬-২০১১
- আসাম বিধানসভার সদস্য ২০১১-২০১৬
- আসাম বিধানসভার সদস্য ২০১৬-২০২১
- দেওবন্দি ব্যক্তি
- জমিয়ত উলামায়ে হিন্দের ব্যক্তি
- আসাম বিধানসভার সদস্য ২০২১-২০২৬