বিষয়বস্তুতে চলুন

হাবিলদার (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চলচ্চিত্রের পোস্টার

হাবিলদার ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। বাংলাদেশের সীমান্তে চোরা-চালান ও একজন সৎ পুলিশের জীবন নিয়ে তৈরি। সম্পূর্ণ ছবি নির্মিত হয় বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী অঞ্চল টেকনাফে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক জসিমমনোয়ার হোসেন ডিপজল নায়কের চরিত্রে অভিনয় করেন।[] এই ছবিতে ডিপজলকে ডিপু নামে পরিচয় করিয়ে দেন পরিচালক। এই সিনেমাটিতে খল নায়কের চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ। সিনেমাটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Habildar (হাবিলদার) Bangla Sobi | Jasim | Dipjol | Natun | Lima | Danny | Ahmed Sharif | @SB Drama"funbangla.com.bd। ২০২২-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৮