হিতেন তেজওয়ানী
অবয়ব
হিতেন তেজওয়ানী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ২০০০-বর্তমান |
আদি নিবাস | মুম্বই |
দাম্পত্য সঙ্গী | গৌরী প্রধাণ তেজওয়ানী (২০০৪-বর্তমান) |
সন্তান | ২ |
ওয়েবসাইট | http://www.hiten-gauri.net/ |
হিতেন তেজওয়ানী (হিন্দি: हितेन तेजवानी; জন্ম: ৫ মার্চ ১৯৭৪) হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি কিঁউ কি সাস ভি কভি বহু থি, কুটুম্ব ও পবিত্র রিশতা টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]হিতেন তেজওয়ানী ১৯৭৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে ভারতের মুম্বই শহরে এক সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন।[১] ২০০৪ খ্রিষ্টাব্দের ২৯শে এপ্রিল তিনি টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী গৌরি প্রধান তেজওয়ানীকে বিয়ে করেন। ২০০৯ খ্রিষ্টাব্দের ১১ই নভেম্বর তাদের নীভান ও কাত্যা নামক দুই যমজ পুত্র ও কন্যার জন্ম হয়।[২]
ধারাবাহিক
[সম্পাদনা]বছর | অনুষ্ঠান | চরিত্র |
---|---|---|
২০০০–২০০২ | ঘর এক মন্দির | গৌতম |
২০০১–২০০২ | কভি সওতন কভি সহেলি | প্রবীণ |
২০০১–২০০৩ | কাহিনী কিসি রোজ | নকুল সিকন্দ |
২০০১–২০০২ | কুটুম্ব | প্রথম মিত্তাল |
২০০২, ২০০৩ | ক্যা হাদসা ক্যা হকিকত | নীতেশ |
২০০৩ | মীট | আকাশ |
২০০৩–২০০৮ | কিঁউ কি সাস ভি কভি বহু থি | করণ বীরাণি |
২০০৩ | কহিঁ তো হোগা | প্রথম |
২০০০৩–২০০৪ | কুসুম | বিশাল কাপুর |
২০০৪–২০০৫ | কোই দিল মে হ্যায় | সময় পুঞ্জ |
২০০৫–২০০৬ | কেসর | অভি |
২০০৫–২০০৬ | কাব্যাঞ্জলি | যুগ মিত্তল |
২০০৬ | ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায় | নিশান্ত কাপুর |
২০০৬–২০০৮ | করম আপনা আপনা | অনুপম ভট্টচার্য্য |
২০০৭–২০০৮ | কসৌটি জিন্দেগী কে | অনুরাগ বসু |
২০০৮ | লেফট রাইট লেফট | কর্ণেল অভয় বর্মা |
২০০৮ | কুমকুম -এক প্যায়ারা সা বন্ধন | রণবীর সিং |
২০০৮ | কহা্নি হমারে মহাভারত কি | কর্ণ |
২০০৮ | জসুবেন জয়ন্তীলাল জোশী কি জয়েন্ট ফ্যামিলি | রণিত |
২০০৯ | কিতনি মোহব্বত হ্যায় | করণ সিং |
২০০৯ | পালামপুর এক্সপ্রেস | দেব শিশোদিয়া |
২০১০ | ছোটি বহু | শান্তনু পুরোহিত |
২০১০ | রঙ বদলতি ওড়নি | আনন্দ মিত্তল |
২০১১ | মুক্তি বন্ধন | ভিকি ওবেরয় |
২০১১-২০১৪ | পবিত্র রিস্তা | মানব দেশমুখ |
২০১২-২০১৩ | ক্যা হুয়া তেরা ওয়াদা | যতীন চোপড়া |
২০১৩ | সংস্কার - ধরওয়ার আপনো কি | মুরলী |
২০১৪-২০১৫ | হামারি সিস্টার দিদি | ডঃ অবিনাশ |
২০১৪-বর্তমান | মেরি আশিকী তুম সে হি | নীতেন |
আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান
[সম্পাদনা]সাল | প্রদর্শন | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০৫ | জোড়ি কমাল কি | অতিথি প্রতিযোগী | সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী |
২০০৬ | নাচ বালিয়ে ২ | প্রতিযোগী | সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী |
২০০৭ | কফি উইথ করণ | অতিথি | সঙ্গে ছিলেন রণিত রায় ও রাম কাপুর |
২০০৮ | ক্যা আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়? | অতিথি প্রতিযোগী | সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী |
২০০৮ | কভি কভি প্যায়ার কভি কভি ইয়ার | প্রতিযোগী | সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী |
২০০৮ | নাচ বালিয়ে ৪ | হোতা | সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী |
২০১২ | সাবধান ইন্ডিয়া @ ১১ | হোতা |
চলচ্চিত্র
[সম্পাদনা]সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা |
---|---|---|---|
২০০৩ | জগার্স পার্ক | আকাশ | হিন্দি / ইংরেজি |
২০০৪ | কৃষ্ণা কটেজ | অক্ষয় | হিন্দি |
২০০৭ | আনোয়ার | উদিত | হিন্দি |
২০১৪ | এন্টারটেইনমেন্ট | হিন্দি [৩] | |
২০১৫ | থোড়া লুৎফ থোড়া ইশক | ঝুমরু | হিন্দি |
২০১৬ | লাভ গেমস | গৌরভ | হিন্দি |
২০১৬ | শোর্গুল | সেলিম | হিন্দি |
২০১৬ | সানসেইন | সিকে বীর | হিন্দি |
২০১৯ | কলঙ্ক | আহমেদ | হিন্দি |
পুরস্কার
[সম্পাদনা]সাল | পুরস্কার | বিভাগ | কারণ | চরিত্র | ফল |
---|---|---|---|---|---|
২০০৪ | স্টার পরিবার পুরস্কার | জনপ্রিত ছেলে | কিঁউ কি সাস ভি কভি বহু থি | করণ বীরাণি | বিজয়ী |
স্টার পরিবার পুরস্কার | সেরা যোগ্য জামাতা | ||||
ভারতীয় টেলি পুরস্কার | সেরা অভিনেতা (জনপ্রিয়) | ||||
২০০৫ | স্টার পরিবার পুরস্কার | সেরা পুত্র | |||
স্টার পরিবার পুরস্কার | সেরা যুগল | ||||
ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি পুরস্কার | সেরা অভিনেতা (জনপ্রিয়) | ||||
ভারতীয় টেলি পুরস্কার | সেরা সহ অভিনেতা (জনপ্রিয়) | ||||
২০০৬ | স্টার পরিবার পুরস্কার | সেরা পুত্র | |||
ভারতীয় টেলি পুরস্কার | সেরা সহ অভিনেতা (জনপ্রিয়) | ||||
২০০৭ | স্টার পরিবার পুরস্কার | সেরা পুত্র | |||
স্টার পরিবার পুরস্কার | সেরা যুগল | ||||
ভারতীয় টেলি পুরস্কার | সেরা সহ অভিনেতা (সমালোচক) | ||||
২০০৮ | স্টার পরিবার পুরস্কার | সেরা পুত্র | |||
স্টার পরিবার পুরস্কার | সেরা যুগল | ||||
দ্য গ্লোবাল ইন্ডিয়ান টিভি অনার্স ২০০৮ | সেরা যুগল | ||||
২০১০ | ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি পুরস্কার | আইটিএ মাইলস্টোন পুরস্কার | |||
ইন্ডিয়া নে বনা দি জোড়ি পুরস্কার | দশকের সেরা জোড়ি | ||||
২০১১ | জী রিশতে পুরস্কার | সেরা পুত্র | পবিত্র রিস্তা | মানব দেশমুখ | বিজয়ী |
২০১২ | জী রিশতে পুরস্কার | সেরা পিতা | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে হিতেন তেজওয়ানী সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ "Hiten Tejwani's Bombay duck curry"। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ http://timesofindia.indiatimes.com/Entertainment/Gauri-is-four-months-pregnant/articleshow/4619985.cms
- ↑ "Hiten Tejwani to star in 'It's Entertainment' with Akshay Kumar"। ২০১৩-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-১৬।