১৯৭৮ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
অবয়ব
১৯৭৮ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। এ বছর ৩৭টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
[সম্পাদনা]মুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জুন | ১৬ | সারেং বৌ | আবদুল্লাহ আল মামুন | ফারুক, কবরী | নাট্য | শহীদুল্লা কায়সার রচিত সারেং বৌ উপন্যাস অবলম্বনে | [২] [৩] |
সে প্টে ম্ব র |
৫ | গোলাপী এখন ট্রেনে | আমজাদ হোসেন | ববিতা, ফারুক | নাট্য | আমজাদ হোসেন রচিত দ্রৌপদী এখন ট্রেনে উপন্যাস অবলম্বনে | [৪] [৫] |
অলংকার | নারায়ণ ঘোষ মিতা | শাবানা, রাজ্জাক, নূতন | নাট্য, রোম্যান্টিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভাল করে | [৬] | ||
২২ | আসামী হাজির | দেওয়ান নজরুল | সোহেল রানা, ওয়াসিম, জসিম, ববিতা | অ্যাকশন | [৭] | ||
২৯ | অশিক্ষিত | আজিজুর রহমান | সুমন, রাজ্জাক, অঞ্জনা রহমান | নাট্য | মস্কো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত | [৮] [৯] | |
অগ্নিশিখা | আজিজুর রহমান | রাজ্জাক, উজ্জ্বল, ববিতা | রোম্যান্টিক | ||||
ডুমুরের ফুল | সুভাষ দত্ত | শাকিল, ববিতা, ইলিয়াস কাঞ্চন | নাট্য | আশরাফ সিদ্দিকী রচিত গলির ধারের ছেলেটি গল্প অবলম্বনে | [১০] | ||
বধূ বিদায় | কাজী জহির | বুলবুল আহমেদ, কবরী, শাবানা | নাট্য, রোম্যান্টিক | [১১] | |||
সোহাগ | সাইফুল আজম কাশেম | রাজ্জাক | সামাজিক | ||||
মধুমিতা | মুস্তাফা মেহমুদ | আলমগীর, শাবানা | সামাজিক | ||||
নোলক | শিবলী সাদিক | ফরহাদ, মিন্না খান | সামাজিক | সঙ্গীত - ফেরদৌসী |
আরও দেখুন
[সম্পাদনা]- ১৯৭৭ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
- ১৯৭৯ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
- বাংলাদেশের চলচ্চিত্র
- ঢালিউড
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ শান্তা মারিয়া (৯ মার্চ ২০১৬)। "'সারেং বউ': নারীর অন্তহীন সংগ্রামের বয়ান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঢাকা, বাংলাদেশ। ১৪ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬।
- ↑ "সারেং বৌ"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭।
- ↑ "চলচ্চিত্র' গোলাপী এখন ট্রেনে"। সাতদিন। ২৯ জানুয়ারি ২০১৫। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ "গোলাপী এখন ট্রেনে"। বাংলা মুভি ডেটাবেজ। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭।
- ↑ "অলংকার"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭।
- ↑ "আসামী হাজির"। বাংলা মুভি ডেটাবেজ। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭।
- ↑ শান্তা মারিয়া (২৩ জানুয়ারি ২০১৬)। "নায়করাজের সেরা পাঁচ"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ২৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৬।
- ↑ "অশিক্ষিত"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭।
- ↑ জাহেদুর রহমান (১ ডিসেম্বর ২০১২)। "সুভাষ দত্তের সৃষ্টি"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২০১৮-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ চিন্ময় মুৎসুদ্দী (১৫ ফেব্রুয়ারি ২০১৫)। "বাংলা চলচ্চিত্রে প্রেম"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাংলাদেশী চলচ্চিত্র (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ১৯৭৮ সালের বাংলাদেশী চলচ্চিত্র