২য় একাডেমি পুরস্কার
২য় একাডেমি পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৩ এপ্রিল ১৯৩০ | |||
স্থান | অ্যাম্বাসেডর হোটেল লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া | |||
উপস্থাপক | উইলিয়াম সি ডিমিল | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | দ্য ব্রডওয়ে মেলোডি | |||
সর্বাধিক পুরস্কার | সাতটি চলচ্চিত্র একটি করে পুরস্কার লাভ করে। কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার পায় নি। | |||
সর্বাধিক মনোনয়ন | ইন ওল্ড অ্যারিজোনা ও দ্য প্যাট্রিয়ট (৫) | |||
|
২য় একাডেমি পুরস্কার অনুষ্ঠান, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) প্রদত্ত বার্ষিক চলচ্চিত্র পুরস্কার, য ১ আগস্ট, ১৯২৮ থেকে ৩১ জুলাই, ১৯২৯ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রকে সম্মান প্রদানের জন্য দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৯৩০ সালের ৩ এপ্রিল লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় বেতার তরঙ্গ কেএনএক্সে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।[১]
এই বছর প্রথম ও শেষ (২০১৭ পর্যন্ত) কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার পায় নি। দ্য ব্রডওয়ে মেলোডি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সাতটি চলচ্চিত্রের (অন্যগুলো হল উইংস, গ্র্যান্ড হোটেল, ক্যাভালকেড, হ্যামলেট, দ্য সাউন্ড অফ মিউজিক, ও টাইটানিক) দ্বিতীয় চলচ্চিত্র যা শ্রেষ্ঠ চিত্রনাট্যের মনোনয়ন পায় নি এবং তিনটি চলচ্চিত্রের (অন্যগুলো হল গ্র্যান্ড হোটেল ও মিউটিনি অন দ্য বাউন্টি) প্রথম চলচ্চিত্র যা অন্য কোন পুরস্কার লাভ করে নি। দ্য ডিভাইন লেডি একমাত্র চলচ্চিত্র যা শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন না পেয়েও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করে।
পুরস্কার
[সম্পাদনা]বিজয়ীরা প্রথমে উল্লেখিত ও দিয়ে নির্দেশিত।[২]
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য | |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা |
একাধিক মনোনয়ন ও পুরস্কার
[সম্পাদনা]নিম্নোক্ত চলচ্চিত্রগুলো একাধিক মনোনয়ন লাভ করে:
- ৫টি: দ্য প্যাট্রিয়ট ও ইন ওল্ড অ্যারিজোনা
- ৩টি: দ্য ব্রডওয়ে মেলোডি, অ্যালিবাই, ও দ্য ডিভাইন লেডি
- ২টি: মাদাম এক্স, দ্য ভ্যালিয়্যান্ট, আউয়ার ড্যান্সিং ডটার্স, ও স্ট্রীট অ্যাঞ্জেল
- এই বছর কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার লাভ করে নি।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Dunning, John (১৯৯৮)। On the Air: The Encyclopedia of Old-Time Radio। New York: Oxford University Press। পৃষ্ঠা 4। আইএসবিএন 978-0-19-507678-3।
- ↑ "The 2nd Academy Awards (1930) Nominees and Winners"। Oscars.org (Academy of Motion Picture Arts and Sciences)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৭।