২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ১৫০০মিটার ফ্রিস্টাইল | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | ||||||||||||
তারিখ | ১৫ই আগস্ট (হিট) ১৭ই আগস্ট (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ৩৭ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ১৫০০মিটার ফ্রিস্টাইল বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৫ ও ১৭ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা, মানে এখানে সাঁতারকাটার পদ্ধতির ( যেমন ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই বিভাগ)কোনো বাধ্যবাধকতা থাকে না। প্রায় সব সাঁতারুই ফ্রন্ট ক্রল বা তার কোনো বিকল্প পদ্ধতির প্রয়োগ করে থাকে। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি ৩০বার পার করতে হয়।
ফাইনাল ছাড়া সর্বমোট পাঁচটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্ব্বিতা করে।
২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১৫:১৩.১৬সেকেন্ড(A মান) এবং ১৫:৪৫.১২সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগগুলির মধ্যে পুরুষদের ১৫০০মিটার সাঁতারের বিভাগটি একটি বিশেষত্ব ছিল। সেটি হল এর সমতুল মেয়েদের ১৫০০মিটার ফ্রিস্টাইলের কোনো বিভাগ ছিল না। বরং মেয়েদের দীর্ঘ্যতম ফ্রিস্টাইল বিভাগটি ছিল ৮০০মিটার; যার আবার সমতুল ছেলেদের কোনো বিভাগ ছিল না। বাকি সব সাঁতারের বিভাগগুলির কিন্তু, ছেলেদের ও মেয়েদের সমতুল দৈর্ঘ্যের প্রতিযোগিতা ছিল।
রেকর্ড
[সম্পাদনা]এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | গ্র্যান্ট হ্যাকেট (AUS) | ১৪:৩৪.৫৬ | ফুকুওকা, জাপান | ২৯শে জুলাই ২০০১ | [১] |
অলিম্পিক রেকর্ড | গ্র্যান্ট হ্যাকেট (AUS) | ১৪:৪৩.৪০ | অ্যাথেন্স, গ্রীস | ২১শে আগস্ট ২০০৪ | - |
এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | দেশ | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১৫ই আগস্ট | হিট ৩ | রায়ান কোচর্যান | কানাডা | ১৪:৪০.৮৪ | OR | |
১৫ই আগস্ট | হিট ৫ | গ্র্যান্ট হ্যাকেট | অস্ট্রেলিয়া | ১৪:৩৮.৯২ | OR |
হিট
[সম্পাদনা]OR=অলিম্পিক রেকর্ড (Olympic Record); AM=আমেরিকান রেকর্ড (Americas Record); ER=ইউরোপীয় রেকর্ড (European Record); AS=এশীয় রেকর্ড (Asian Record)
ফাইনাল
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৭ | ওসামা মেলৌলি | তিউনিসিয়া | ১৪:৪০.৮৪ | AF | |
৪ | গ্র্যান্ট হ্যাকেট | অস্ট্রেলিয়া | ১৪:৪১.৫৩ | ||
৫ | রায়ান কোচর্যান | কানাডা | ১৪:৪২.৬৯ | ||
৪ | ৩ | য়ুরি প্রিলুকভ | রাশিয়া | ১৪:৪৩.২১ | |
৫ | ৮ | লারসেন জেনসেন | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৪:৪৮.১৬ | |
৬ | ২ | ডেভিড ডাভিস | গ্রেট ব্রিটেন | ১৪:৫২.১১ | |
৭ | ৬ | ঝ্যাং লিন | চীন | ১৪:৫৫.২০ | |
৮ | ১ | সান ইয়াং | চীন | ১৫:০৫.১২ |
AF=আফ্রিকান রেকর্ড (African Record)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hackett shatters world record"। BBC News। ২০০১-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।