বিষয়বস্তুতে চলুন

২০১৬–১৭ পাপুয়া নিউগিনি ক্রিকেট দলের হংকং সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬-১৭ পাপুয়া নিউগিনি ক্রিকেট দলের হংকং সফর
 
  হংকং পাপুয়া নিউগিনি
তারিখ ৪ – ৮ নভেম্বর ২০১৬
অধিনায়ক বাবর হায়াত আসাদ ভালা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে হংকং ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান বাবর হায়াত (১৫৯) আসাদ ভালা (১১৪)
সর্বাধিক উইকেট অংশুমান রথ (৯) চাদ সপার (১০)
সিরিজ সেরা খেলোয়াড় বাবর হায়াত (হংকং)

পাপুয়া নিউগিনি ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য হংকং সফর করে, যা নভেম্বর ২০১৬-এ অনুষ্ঠিত হয়।

দলীয় সদস্য

[সম্পাদনা]
 হংকং  পাপুয়া নিউগিনি

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
৪ নভেম্বর ২০১৬
হংকং 
২৬৯ (৪২ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৬৩ (৩৮.২ ওভার)
বাবর হায়াত ৭৭ (৯৫)
মহুরু দাই ৩/৫৮ (১০ ওভার)
আসাদ ভালা ৪৩ (৪১)
অংশুমান রথ ৩/২২ (১০ ওভার)

২য় ওডিআই

[সম্পাদনা]
৬ নভেম্বর ২০১৬
পাপুয়া নিউগিনি 
২০১ (৪৫.৫ ওভার)
 হংকং
১৮৭ (৪৮.১ ওভার)
আসাদ ভালা ৭০ (৮৭)
নাদিম আহমেদ ৪/৫০ (১০ ওভার)
শহীদ ওয়াসিফ ৪৫ (৬৯)
চাদ সপার ৬/৪১ (১০ ওভার)
পাপুয়া নিউগিনি ১৪ রানে জয়ী
মিশন রোড গ্রাউন্ড, মং কক
আম্পায়ার: শরফুদ্দৌলা (বাংলাদেশ) ও তাবারক দার (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: চাদ সপার (পাপুয়া নিউগিনি)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কাইল ক্রিস্টি (হংকং) ও জন রেভা (পাপুয়া নিউগিনি) উভয়ই তার ওডিআই ক্রিকেট অভিষেক হয়।

৩য় ওডিআই

[সম্পাদনা]
৮ নভেম্বর ২০১৬
পাপুয়া নিউগিনি 
২৪৪/৭ (৫০ ওভার)
 হংকং
১৮১/৩ (৩৩.৩ ওভার)
মহুরু দাই ৭৬* (৬২)
অংশুমান রথ ৩/২৫ (১০ ওভার)
বাবর হায়াত ৮২* (৮৭)
লেগা সিয়াকা ১/১১ (৩ ওভার)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • হংকংয়ের ইনিংস চলাকালীন বৃষ্টি বিলম্বের কারণে তাদের জন্য ৩৮ ওভারে ১৭৮ রানের সংশোধিত লক্ষ্য ছিল।
  • ইয়ান থমসন (হংকং) আম্পায়ার হিসেবে তার প্রথম ওডিআইতে দাঁড়িয়েছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]