বিষয়বস্তুতে চলুন

২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ
তারিখ২১ – ২৮ মে ২০১৬
তত্ত্বাবধায়কইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনসীমিত ওভারের ক্রিকেট (৫০ ওভার)
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং নক-আউট
আয়োজকজার্সি (দ্বীপপুঞ্জ) জার্সি
বিজয়ী জার্সি
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৮
সর্বাধিক রান সংগ্রহকারীওমান জিসান মাকসুদ (৩৫০)
সর্বাধিক উইকেটধারীজার্সি (দ্বীপপুঞ্জ) বেন কাইনম্যান (১৫)

২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত ক্রিকেটের বিভাগীয় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাটি ২০১২-১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ এর অংশবিশেষ।২০১৫ সালে জার্সিকে এই টুর্নামেন্টটির আয়োজক হিসেবে ঘোষণা করা হয়।[]

ফাইনাল খেলাটি জার্সির গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।যেখানে জার্সি ৪৪ রানে ওমানকে হারায়।দুইটি দলই ২০১৬ ৪র্থ বিভাগের জন্য উত্তীর্ণ হয়।[]

দলসমূহ

[সম্পাদনা]

এই ৬ টি দল প্রতিযোগিতা টি খেলার যোগ্যতা অর্জন করে:

সুরিনাম দলের কিছু খেলোয়াড়ের খেলার বৈধতা নিয়া আইসিসি তদন্ত করায় তারা ২০১৬ এর মার্চ মাসে তাদের নাম প্রত্যাহার করে নেয়।[] তাদের কমপক্ষে ৬ জন খেলোয়াড়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।[] সুরিনামের পরিবর্তে ভানুয়াটু খেলতে আসে।

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
দল ম্যাচ জয় হার টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা
 ওমান ১০ +১.৯৭৮ ২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগে উত্তীর্ণ
 জার্সি +১.৪৩১
 গার্নসি +০.৪৭২
 ভানুয়াতু –০.৩৪৭
 তানজানিয়া –১.৩২৮
 নাইজেরিয়া –২.৬২৭

উৎস: ক্রিকইনফু[]

রাউন্ড-রবিন পর্বের খেলা

[সম্পাদনা]
২১ মে
১১:০০
স্কোরকার্ড
ওমান 
১৩২/৯ (২৩ ওভার)
 জার্সি
৪৮/১ (৯ ওভার)
জন্টি জেনার ২৫(২৩)
আমির কালিম ১/৬ (১ ওভার)
  • জার্সি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৩ ওভার করা হয়।
  • সংরক্ষিত দিনে(২৩ মে) খেলাটি শুরু হলেও ফলাফল হয় নি। []

২১ মে
১১:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
১১৫/৮ (২৮ ওভার)
 নাইজেরিয়া
১১৭/৪ (২৪.৫ ওভার)
  • তাঞ্জানিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৮ ওভার করা হয়।

২১ মে
১১:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১২৭/৭ (২৬ ওভার
 গার্নসি
১০৫/৬ (২১ ওভার)
জোনাথান ডুন ৪৩ (৫৭)
থমাস কির্ক ২/১৭ (৩ ওভার)
  • গেনসি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৬ ওভার করা হয়।

২২ মে
১১:০০
স্কোরকার্ড
জার্সি 
২০০/৯ (৩৭ ওভার)
 ভানুয়াতু
৯৮ (৩০.১ ওভার)
জশুয়া রাসু ৪৩ (৬০)
বেন স্টিভেন্স ৩/২১ (৫.১ ওভার)
  • ভানুয়াটু টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ৩৭ ওভার করা হয়।

২২ মে
১১:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
১০৮/৯ (৪১ ওভার)
 গার্নসি
১০৯/২ (২৬.১ ওভার)
অরুন দাগার ৩৫ (৪০)
ম্যাক্স এলিস ৩/১০ (৯ ওভার)
ম্যাথিউ স্টোক্স ৪৪ (৭৯)
জিতিন সিং ১/১০ (৪ ওভার)
  • তাঞ্জানিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ৪২ ওভার করা হয়।

২২ মে
১১:০০
স্কোরকার্ড
ওমান 
২২০/৬ (৫০ ওভার)
 নাইজেরিয়া
৩৯ (২৩.৫ ওভার)
  • নাইজেরিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • নাইজেরিয়ার মোট স্কোরটি বিশ্ব ক্রিকেট লিগ এ তৃতীয় সর্বনিম্ন স্কোর। []

২৩ মে
১১:০০
স্কোরকার্ড
ওমান 
২০৫/৯ (৫০ ওভার)
 জার্সি
১৪৭ (৪১.৪ ওভার)
জিসান মাকসুদ ৬৯ (১০৩)
এন্থনি হকিংস-কে ২/১৮ (৬ ওভার)
এন্থনি হকিংস-কে ৪৫ (৭১)
মুনিস আনসারি ৫/২৭ (১০ ওভার)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • এটি ২১ তারিখের অসমাপ্ত খেলাটির পুনরাবৃত্তি,যেটিতে কোনো ফলাফল হয় নি[]

২৪ মে
১১:০০
স্কোরকার্ড
জার্সি 
২৭৩/৫ (৫০ ওভার)
 তানজানিয়া
১৮৮/৮ (৫০ ওভার)
বেন স্টেভেন্স ১০৩ (৮৮)
আথুমানি কাসিম ২/৫৩ (১০ ওভার)
অরুন দাগার ২/৫৩ (১০ ওভার)
  • জার্সি টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।

২৪ মে
১১:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৯৯ (৩৪ ওভার)
 গার্নসি
১০০/০ (১৮.৫ ওভার
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়

২৪ মে
১১:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
২০৪/৭ (৫০ ওভার
 ওমান
২০৮/১ (৪০.৪ ওভার
  • ভানুয়াটু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।

২৫ মে
১১:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
৯৪ (৩২.৫ ওভার)
 ওমান
৯৬/১ (১৭.৩ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

২৫ মে
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৪৯ (৪২.২ ওভার)
 জার্সি
১৫০/৩ (৩৯.৫ ওভার)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

২৫ মে
১১:০০
Scorecard
ভানুয়াতু 
২২৭/৯ (৫০ ওভার)
 নাইজেরিয়া
১১৭ (৩৮ ওভার)
ভানুয়াটু ১১০ রানে জয়ী
এফবি প্লেয়িং ফিল্ডস, সেন্ট ক্লেমেন্ট
আম্পায়ার: এলেক্স ডাওডালস (স্কটল্যান্ড) এবং ইসাক ওয়িয়েকো (কেনিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

২৭ মে
১১:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৪৯ (৪৮.৫ ওভার)
 তানজানিয়া
১৫০/৩ (৪২.১ ওভার)
  • ভানুয়াটু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।

২৭ মে
১১:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৯৩ (২৬.৩ ওভার)
 জার্সি
৯৪/০ (১৪.১ ওভার)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

27 May
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৪১/৮ (৫০ ওভার)
 ওমান
১৪২/৮ (৩৬.২ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

প্লে-অফ পর্ব

[সম্পাদনা]

৫ম স্থান নির্ধারণী ম্যাচ

[সম্পাদনা]
২৮ মে
১১:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
২১৩/৮ (৫০ ওভার)
 তানজানিয়া
২১৪/৯ (৪৯.৫ ওভার)
আরশান জাসানি ৫৩ (৯৩)
লেকে ওয়েদে ৫/৫১ (১০ ওভার)
তাঞ্জানিয়া ১ উইকেটে জয়ী
এফবি প্লেয়িং ফিল্ড, সেন্ট ক্লেমেন্ট
আম্পায়ার: সু রেডফার্ন (ইংল্যান্ড) এবং জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
  • তাঞ্জানিয়া টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী ম্যাচ

[সম্পাদনা]
২৮ মে
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
২৩০/৬ (৫০ ওভার)
 ভানুয়াতু
২১১ (৫০ ওভার)
নালিন নিপিকো ৬৮ (১০১)
লুক নুসবাউমের ৪/৪৩ (১০ ওভার)
  • ভানুয়াটু টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

[সম্পাদনা]
২৮ মে
১১:০০
স্কোরকার্ড
জার্সি 
১৯৪/৭ (৫০ ওভার)
 ওমান
১৫০ (৪৫.৩ ওভার)
  • ওমান টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

চূড়ান্ত অবস্থান

[সম্পাদনা]

প্লে-অফ খেলার পরে দলগুলোর চূড়ান্ত অবস্থান:

অবস্থান দল যোগ্যতা
১ম  জার্সি ২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগে উত্তীর্ণ
২য়  ওমান
৩য়  গার্নসি ২০১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ এর জন্য রয়ে যাওয়া
৪র্থ  ভানুয়াতু আঞ্চলিক প্রতিযোগিতা গুলোতে অবনমন
৫ম  তানজানিয়া
৬ষ্ঠ  নাইজেরিয়া

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]