বিষয়বস্তুতে চলুন

২০১৮-১৯ সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৮-১৯ সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ক্রিকেট দল
 
  পাকিস্তান অস্ট্রেলিয়া
তারিখ ২২ – ৩১ মার্চ ২০১৯
অধিনায়ক শোয়েব মালিক অ্যারন ফিঞ্চ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৫–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান হারিস সোহেল (২৯১) অ্যারন ফিঞ্চ (৪৫১)
সর্বাধিক উইকেট উসমান শিনওয়ারি (৫) নাথান কোল্টার-নাইল (৭)
অ্যাডাম জাম্পা (৭)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সফর করে, যা মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [][]

দলীয় সদস্য

[সম্পাদনা]
ওডিআই
 পাকিস্তান  অস্ট্রেলিয়া

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
২২ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত)
পাকিস্তান 
২৮০/৫ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৮১/২ (৪৯ ওভার)
হারিস সোহেল ১০১* (১১৫)
নাথান কোল্টার-নাইল ২/৬১ (১০ ওভার)
অ্যারন ফিঞ্চ ১১৬ (১৩৫)
মোহাম্মদ আব্বাস ১/৪৪ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও আহসান রাজা (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

২য় ওডিআই

[সম্পাদনা]
২৪ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত)
পাকিস্তান 
২৮৪/৭ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৮৫/২ (৪৭.৫ ওভার)
অ্যারন ফিঞ্চ ১৫৩* (১৪৩)
ইয়াসির শাহ ১/৬০ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও সোজাব রাজা (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

৩য় ওডিআই

[সম্পাদনা]
২৭ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৬৬/৬ (৫০ ওভার)
 পাকিস্তান
১৮৬ (৪৪.৪ ওভার)
অ্যারন ফিঞ্চ ৯০ (১৩৬)
ইমাদ ওয়াসিম ১/৩৪ (১০ ওভার)
ইমাম-উল-হক ৪৬ (৭২)
অ্যাডাম জাম্পা ৪/৪৩ (৯.৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
২৯ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৭৭/৭ (৫০ ওভার)
 পাকিস্তান
২৭১/৮ (৫০ ওভার)
আবিদ আলী ১১২ (১১৯)
নাথান কোল্টার-নাইল ৩/৫৩ (১০ ওভার)

৫ম ওডিআই

[সম্পাদনা]
৩১ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
৩২৭/৭ (৫০ ওভার)
 পাকিস্তান
৩০৭/৭ (৫০ ওভার)
হারিস সোহেল ১৩০ (১২৯)
জেসন বেহরেনডর্ফ ৩/৬৩ (৮ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) তার ১০০ তম ওডিআইতে খেলেছেন।
  • অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ওয়ানডেতে তার ৪,০০০তম রান করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ 
  2. "Australia's road to the 2019 World Cup"Cricket Australia। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]