২০১৮-১৯ সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ক্রিকেট দল
অবয়ব
২০১৮-১৯ সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ক্রিকেট দল | |||
---|---|---|---|
পাকিস্তান | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ২২ – ৩১ মার্চ ২০১৯ | ||
অধিনায়ক | শোয়েব মালিক | অ্যারন ফিঞ্চ | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৫–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হারিস সোহেল (২৯১) | অ্যারন ফিঞ্চ (৪৫১) | |
সর্বাধিক উইকেট | উসমান শিনওয়ারি (৫) |
নাথান কোল্টার-নাইল (৭) অ্যাডাম জাম্পা (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) |
অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সফর করে, যা মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [১][২]
দলীয় সদস্য
[সম্পাদনা]ওডিআই | |
---|---|
পাকিস্তান | অস্ট্রেলিয়া |
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ২২ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ আব্বাস ও শান মাসুদ (পাকিস্তান) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
- হারিস সোহেল (পাকিস্তান) ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেছেন।
২য় ওডিআই
[সম্পাদনা] ২৪ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান) তার ওডিআই অভিষেক হয়।
- মোহাম্মাদ রিজওয়ান (পাকিস্তান) ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি।
৩য় ওডিআই
[সম্পাদনা]৪র্থ ওডিআই
[সম্পাদনা] ২৯ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আবিদ আলী ও সাদ আলী (পাকিস্তান) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
- ইমাদ ওয়াসিম পাকিস্তানের অধিনায়কত্ব ওডিআই প্রথমবার।
- আবিদ আলী পঞ্চদশ ব্যাটসম্যান হয়ে ও পাকিস্তানের পক্ষে তৃতীয়, ওয়ানডেতে প্রথম ইনিংসে এক সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে ব্যাটসম্যানদের সর্বোচ্চ স্কোর করেছেন তিনি।
৫ম ওডিআই
[সম্পাদনা] ৩১ মার্চ ২০১৯
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) তার ১০০ তম ওডিআইতে খেলেছেন।
- অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ওয়ানডেতে তার ৪,০০০তম রান করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Australia's road to the 2019 World Cup"। Cricket Australia। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |