বিষয়বস্তুতে চলুন

২০২২–২৩ ফিলিপাইন নারী ক্রিকেট দলের কম্বোডিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ ফিলিপাইন নারী ক্রিকেট দলের কম্বোডিয়া সফর
 
  কম্বোডিয়া ফিলিপাইন
তারিখ ২১ ডিসেম্বর ২০২২ – ২৩ ডিসেম্বর ২০২২
অধিনায়ক বেজ্র বিসা জোসি আরিমাস
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৬ ম্যাচের সিরিজে কম্বোডিয়া ৫–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান লি সোমাকারা (৬৫) এপ্রিল রোজ সাকিলোন (৪৩)
সর্বাধিক উইকেট ভোব স্রি ভক্র (১৯) লোলিতা ওলাজুয়ের (৯)
জোয়ান বাদিয়ো (৯)

ফিলিপাইন নারী ক্রিকেট দল ২০২২ সালের ডিসেম্বর মাসে ছয়টি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য কম্বোডিয়া সফর করে।[] সিরিজের ম্যাচগুলো নমপেনের ইন্দোচীন স্টারফিশ ফাউন্ডেশন মাঠে অনুষ্ঠিত হয়।[] এ সিরিজের মধ্য দিয়েই কম্বোডিয়া প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেট অংশ নেয়।[] সিরিজে কম্বোডিয়া ৫–১ ব্যবধানে জয়লাভ করে।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 কম্বোডিয়া  ফিলিপাইন[]
  • বেজ্র বিসা (অধি.)
  • উন সোফি (উই.)
  • এম রতনা
  • টুক টানিত
  • পেন সমুন
  • ভোব স্রি ভক্র
  • লি লুচ স্রি
  • লি সোমাকারা
  • সুখ স্রি মৌ
  • হাক সেকমি
  • হাঙ কারুনি
  • হুন সুবণ্ণারী (উই.)
  • হুন সোরন
  • হেল ধারা
  • হো সিবণা
  • জোসি আরিমাস (অধি.)
  • ইরশে মে মেরু (উই.)
  • এডা উরদানেতা
  • এপ্রিল রোজ সাকিলোন
  • কেট আন্দ্রেয়ানো
  • ক্যাথরিন বাগাওইসান (উই.)
  • জোনা এগিদ
  • জোয়ান বাদিয়ো
  • মেরিক্রিস জর্ডান
  • রিজা পেনালবা (উই.)
  • রোমেলা ওসাবেল
  • মারিয়া লুজ মান্দিয়া
  • লোলিতা ওলাজুয়ের
  • শার্লিন আগুয়েরান
  • সিমরনজিত সিরাহ

টি২০আই সিরিজ

[সম্পাদনা]

১ম টি২০আই

[সম্পাদনা]
২১ ডিসেম্বর ২০২২
১০:৩০
স্কোরকার্ড
কম্বোডিয়া 
১১১/৯ (২০ ওভার)
 ফিলিপাইন
১০৪/৯ (২০ ওভার)
পেন সমুন ৩৫ (৩২)
জোয়ান বাদিয়ো ৩/২৪ (৪ ওভার)
এপ্রিল রোজ সাকিলোন ২৩ (৩০)
ভোব স্রি ভক্র ৪/১২ (৪ ওভার)
কম্বোডিয়া ৭ রানে জয়ী
ইন্দোচীন স্টারফিশ ফাউন্ডেশন মাঠ, নমপেন
আম্পায়ার: উদয় সিং (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
  • ফিলিপাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এম রতনা, টুক টানিত, পেন সমুন, বেজ্র বিসা, ভোব স্রি ভক্র, লি লুচ স্রি, লি সোমাকারা, হাঙ কারুনি, হুন সুবণ্ণারী, হুন সোরন, হো সিবণা (কম্বোডিয়া), এপ্রিল রোজ সাকিলোন, জোয়ান বাদিয়ো, রিজা পেনালবা, লোলিতা ওলাজুয়ের, শার্লিন আগুয়েরান ও সিমরনজিত সিরাহ (ফিলিপাইন)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

[সম্পাদনা]
২১ ডিসেম্বর ২০২২
১৫:৩০
স্কোরকার্ড
ফিলিপাইন 
৫২ (১১.৩ ওভার)
 কম্বোডিয়া
৫৩/৩ (১১.১ ওভার)
ক্যাথরিন বাগাওইসান ৯ (১১)
ভোব স্রি ভক্র ৬/৯ (২.৩ ওভার)
টুক টানিত ১৩* (২৪)
জোয়ান বাদিয়ো ১/৯ (৩ ওভার)
কম্বোডিয়া ৭ উইকেটে জয়ী
ইন্দোচীন স্টারফিশ ফাউন্ডেশন মাঠ, নমপেন
আম্পায়ার: উদয় সিং (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
  • কম্বোডিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উন সোফি, সুখ স্রি মৌ, হাক সেকমি, হেল ধারা (কম্বোডিয়া) ও ইরশে মে মেরু (ফিলিপাইন)-এর টি২০আই অভিষেক হয়।
  • ভোব স্রি ভক্র প্রথম কম্বোডীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

৩য় টি২০আই

[সম্পাদনা]
২২ ডিসেম্বর ২০২২
১০:৩০
স্কোরকার্ড
ফিলিপাইন 
১০৪/৯ (২০ ওভার)
 কম্বোডিয়া
৯৪/৯ (২০ ওভার)
রোমেলা ওসাবেল ১১* (২৫)
সুখ স্রি মৌ ৪/২১ (৪ ওভার)
লি সোমাকারা ১৫ (১৪)
জোনা এগিদ ৩/১৮ (৪ ওভার)
ফিলিপাইন ১০ রানে জয়ী
ইন্দোচীন স্টারফিশ ফাউন্ডেশন মাঠ, নমপেন
আম্পায়ার: অনীশ প্রসাদ (কম্বোডিয়া) ও শিব কুমার (কম্বোডিয়া)
  • কম্বোডিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই

[সম্পাদনা]
২২ ডিসেম্বর ২০২২
১৫:৩০
স্কোরকার্ড
ফিলিপাইন 
৫৩ (১২.৫ ওভার)
 কম্বোডিয়া
৫৪/৪ (১১ ওভার)
কেট আন্দ্রেয়ানো ১২ (২৫)
ভোব স্রি ভক্র ৪/৮ (৪ ওভার)
হুন সুবণ্ণারী ১৮* (২৬)
লোলিতা ওলাজুয়ের ২/৬ (৩ ওভার)
কম্বোডিয়া ৬ উইকেটে জয়ী
ইন্দোচীন স্টারফিশ ফাউন্ডেশন মাঠ, নমপেন
আম্পায়ার: উদয় সিং (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
  • কম্বোডিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এডা উরদানেতা ও মেরিক্রিস জর্ডান (ফিলিপাইন)-এর টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই

[সম্পাদনা]
২৩ ডিসেম্বর ২০২২
০৯:৫০
স্কোরকার্ড
কম্বোডিয়া 
১১৫/৯ (২০ ওভার)
 ফিলিপাইন
৮৮ (১৭ ওভার)
লি সোমাকারা ২৯ (২৯)
জোয়ান বাদিয়ো ২/১১ (৪ ওভার)
এপ্রিল রোজ সাকিলোন ১৮ (২২)
হো সিবণা ৪/১৭ (৩ ওভার)
কম্বোডিয়া ২৭ রানে জয়ী
ইন্দোচীন স্টারফিশ ফাউন্ডেশন মাঠ, নমপেন
আম্পায়ার: উদয় সিং (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
  • ফিলিপাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ষ্ঠ টি২০আই

[সম্পাদনা]
২৩ ডিসেম্বর ২০২২
১৫:৩০
স্কোরকার্ড
ফিলিপাইন 
৩২ (১১.৩ ওভার)
 কম্বোডিয়া
৩৩/৪ (৬.১ ওভার)
শার্লিন আগুয়েরান ৫ (৫)
হাক সেকমি ৪/৭ (২.৩ ওভার)
এম রতনা ৬* (১৪)
জোয়ান বাদিয়ো ২/১৪ (৩ ওভার)
কম্বোডিয়া ৬ উইকেটে জয়ী
ইন্দোচীন স্টারফিশ ফাউন্ডেশন মাঠ, নমপেন
আম্পায়ার: অনীশ প্রসাদ (কম্বোডিয়া) ও শিব কুমার (কম্বোডিয়া)
  • কম্বোডিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Vimpex Cup women's T20 Stay Tune..."কম্বোডিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Cricket Cambodia to host Women's Bi-lateral T20I series in December"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ 
  3. "Philippine women's cricket team to visit Cambodia for int'l matches"খ্‌মের টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ 
  4. "Cambodia Women's won series by 5-1"কম্বোডিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. "Philippine Blue Caps 2022 Women's National Team Tour to Cambodia Squad Announcement"ফিলিপিন ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]