বিষয়বস্তুতে চলুন

২১ জুলাই শহিদ দিবসের জনসমাবেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহিদ দিবস
পালনকারী ভারতীয় জাতীয় কংগ্রেস
তৃণমূল কংগ্রেস
উদযাপনRallies
তারিখ২১ জুলাই
সংঘটনবার্ষিক

শহিদ দিবস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আয়োজিত এক বার্ষিক সমাবেশ। ১৯৯৩ সালের কলকাতায় অগ্নিবৃষ্টির স্মৃতিতে আয়োজিত এই সমাবেশ প্রথমে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি দ্বারা পরিচালিত ছিল এবং পরে তৃণমূল কংগ্রেস আয়োজিত করতে লাগল।

২১ জুলাই ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস ভোটার কার্ডকে ভোটিঙের জন্য একমাত্র পরিচয়পত্রের দাবিতে কলকাতায় এক সমাবেশ করেছিল। তখন পশ্চিমবঙ্গ পুলিশ ১৩ জন ব্যক্তিদের গুলিবিদ্ধ করেছিল।[][] ১৯৯৩ সালের সমাবেশের মূল উদ্যোগকর্তাগণ কংগ্রেস থেকে পৃথক হয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন এবং তখন থেকেই প্রতি বছর ২১ জুলাই তারিখে তৃণমূল ১৯৯৩ সালে গুলিবিদ্ধ ১৩ জন ব্যক্তিদের স্মৃতিতে সমাবেশ আয়োজিত করে। এর ফলে ধর্মতলাসহ সমগ্র কলকাতা স্তব্ধ হয়ে যায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sumantra Bose (১৬ সেপ্টেম্বর ২০১৩)। Transforming India। Harvard University Press। পৃষ্ঠা 144–। আইএসবিএন 978-0-674-72819-6 
  2. Monobina Gupta (১৮ জানুয়ারি ২০১২)। Didi: A Political Biography। HarperCollins Publishers India। পৃষ্ঠা 20–। আইএসবিএন 978-93-5116-044-1 
  3. Trinamool rally chokes large parts of Kolkata – Times Of India