কমন্স:বাংলাদেশে উইকি লাভস আর্থ ২০১৭/কীভাবে
নিচের তালিকা থেকে বাংলাদেশের সংরক্ষিত যে কোন স্থানের ছবি প্রস্তুত করুন।
উইকিমিডিয়া কমন্সে প্রবেশ করুন বা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
আপনার ছবির জন্য একটি সঠিক নাম ঠিক করুন।
যত খুশি তত ছবি আপলোড করতে নিচে থাকা স্থানের তালিকাতে ক্লিক করুন। প্রত্যেকটি স্থানের পাশে আপলোড বোতামটি পাবেন।
আমাদের হ্যাশট্যাগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আপলোডের সাফল্যের কথা শেয়ার করুন: #wleBangladesh।
আর ফলাফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন! শুভ কামনা! (বিস্তারিত নিয়ম, পুরস্কার ও প্রাজিপ্র)
এছাড়াও আপনি ধারণা নেওয়ার জন্য আগের বছরের বিজয়ী ছবিগুলো দেখতে পারেন।
- শর্তসমূহ
সমস্ত ভুক্তি অবশ্যই আপনার নিজস্ব কাজ হতে হবে। তবে ওয়াটারমার্ক যুক্ত চিত্র গ্রহণযোগ্য নয়।
যোগ্য হতে, সমস্ত ছবি মে ২০১৭-এর মধ্যে আপলোড করা আবশ্যক।
সব ছবি অবশ্যই সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সে থাকবে।
অংশগ্রহণকারীর অবশ্যই একটি সক্রিয় ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে প্রয়োজনে আয়োজকরা যোগাযোগ করতে পারেন। (বিস্তারিত নিয়ম, পুরস্কার ও প্রাজিপ্র)
আলোকচিত্র প্রতিযোগিতার জন্য নীচের তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত ভুক্তি এই প্রতিযোগিতার জন্য যোগ্য বলে বিবেচিত। অন্য কোন স্থান, তালিকায় অন্তর্ভুক্ত না থাকলে, তা প্রতিযোগিতার জন্য যোগ্য হবে না।