খুঁটি জেলা
খুঁটি জেলা | |
---|---|
ঝাড়খণ্ডের জেলা | |
ঝাড়খণ্ডে খুঁটির অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রশাসনিক বিভাগ | দক্ষিণ ছোটনাগপুর বিভাগ |
সদরদপ্তর | খুঁটি |
তহশিল | ৬ |
সরকার | |
• বিধানসভা আসন | ৩ |
আয়তন | |
• মোট | ২,৫৩৫ বর্গকিমি (৯৭৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,৩১,৮৮৫ |
• জনঘনত্ব | ২১০/বর্গকিমি (৫৪০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬৩.৮৬ শতাংশ |
• লিঙ্গানুপাত | ৯৯৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
খুঁটি জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি জেলা৷ ২৫শে ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দে (১২ই সেপ্টেম্বর ২০০৭ খ্রিষ্টাব্দে) রাঁচি জেলা খন্ডিত করে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের দক্ষিণে অবস্থিত দক্ষিণ ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর খুঁটি শহরে অবস্থিত এবং খুঁটি মহকুমা নিয়ে গঠিত৷
নামকরণ
[সম্পাদনা]স্থানীয়দের মতে, প্রাচীনকালে ছোটনাগপুর অঞ্চল মুন্ডা জনগোষ্ঠীদের দ্বারা শাসিত হতো৷ ছোটনাগপুরের মুন্ডারাজা মন্দ্র মুন্ডার আট পৌত্রের একজন রাঁচি জনপদের সামান্য দক্ষিণাংশে নিজের রাজত্ব শুরু করেন এবং খুঁটকাটি নামক একটি গ্রামের পত্তন ঘটান৷ এই খুঁটকাটি নামটি থেকেই পরবর্তীকালে খুঁটি নামটি এসেছে৷[১]
ইতিহাস
[সম্পাদনা]ঐতিহাসিক আন্দোলন
[সম্পাদনা]ভূপ্রকৃৃতি
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]অবস্থান
[সম্পাদনা]জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলা৷ জেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলা৷ জেলাটির পূর্বে ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা খরসোয়া জেলা৷ জেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলা৷ জেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলা৷ জেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের সিমডেগা জেলা৷ জেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলা৷ জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলা৷[২]
জেলাটির আয়তন ২৫৩৫ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৩.১৮%৷
ভাষা
[সম্পাদনা]খুঁটি জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
ধর্ম
[সম্পাদনা]জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]মোট জনসংখ্যা ৪৩৪৮১৯(২০০১ জনগণনা) ও ৫৩১৮৮৫(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ২৩তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ১.৬১% লোক খুঁটি জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৭৬ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২১০ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২২.৩২%, যা ১৯৯১-২০১১ সালের ১২.৫৫% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৯৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬৪৷[৪]
নদনদী
[সম্পাদনা]পরিবহন ও যোগাযোগ
[সম্পাদনা]পর্যটন ও দর্শনীয় স্থান
[সম্পাদনা]ঐতিহ্য ও সংস্কৃতি
[সম্পাদনা]শিক্ষা
[সম্পাদনা]জেলাটির স্বাক্ষরতা হার ৫২.৯২%(২০০১) তথা ৬৩.৮৬%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৬৭.৪০%(২০০১) তথা ৭৪.০৮%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩৮.৪০%(২০০১) তথা ৫৩.৬৯% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৫.৯৫%৷[৪]
প্রশাসনিক বিভাগ
[সম্পাদনা]সীমান্ত
[সম্পাদনা]বিশিষ্ট ব্যক্তিবর্গ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://en.m.wikipedia.org/wiki/Khunti
- ↑ https://www.mapsofindia.com/maps/jharkhand/tehsil/khunti.html
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ ক খ https://www.census2011.co.in/census/district/104-khunti.html