খুলনা-৫
অবয়ব
খুলনা-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | খুলনা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← খুলনা-৪ খুলনা-৬ → |
খুলনা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৩নং আসন।
সীমানা
[সম্পাদনা]খুলনা-৫ আসনটি খুলনা জেলার ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, খান জাহান আলি মেট্রোপলিটন থানা ব্যতীত গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা, আটিরাগিলাতলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নারায়ন চন্দ্র চন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | নারায়ন চন্দ্র চন্দ | ১,৪৪,৬০০ | ৫৬.৭ | +৯.৩ | ||
জামায়াতে ইসলামী | মিয়া গোলাম পরওয়ার | ১,০৫,৩১২ | ৪১.৩ | -৮.৩ | ||
ইসলামী আন্দোলন | শেখ জামিল আহমেদ | ৩,৮৯৭ | ১.৫ | প্র/না | ||
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন | কাজী ফারুক আহমদ | ৬৫৩ | ০.৩ | প্র/না | ||
বিকল্পধারা | বিদুর কান্তি বিশ্বাস | ৫৯৬ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,২৮৮ | ১৫.৪ | +১৩.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,৫৫,০৫৮ | ৯১.২ | +৩.৮ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী | মিয়া গোলাম পরওয়ার | ১,০৫,৭৪০ | ৪৯.৬ | |||
আওয়ামী লীগ | নারায়ন চন্দ্র চন্দ | ১,০১,১৯২ | ৪৭.৪ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এইচ এম এ রউফ | ৩,৮২০ | ১.৮ | প্র/না | ||
জাতীয় পার্টি | আবুল কাশেম ডাবলু | ১,৬৮১ | ০.৮ | প্র/না | ||
ওয়ার্কার্স পার্টি | আনসার আলী মোল্লা | ৮০৩ | ০.৪ | |||
স্বতন্ত্র | শাবকাস মন্ডল | ১০৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৫৪৮ | ২.১ | ||||
ভোটার উপস্থিতি | ২,১৩,৩৪৪ | ৮৭.৪ | ||||
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
২০০০ সালে সালাহ উদ্দিন ইউসুফ মারা যান। নারায়ণ চন্দ্র চন্দ ২০০০ সালের ডিসেম্বরের উপ-নির্বাচনে নির্বাচিত হন।[১১]
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সালাহ উদ্দিন ইউসুফ | ৭০,১৮৪ | ৪১.৪ | -১.৯ | |
বিএনপি | মজিদুল ইসলাম | ৪৫,৫৮৪ | ২৬.৯ | +৪.১ | |
জাতীয় পার্টি | এইচ এম এ গাফ্ফার | ৩১,৩৩৯ | ১৮.৫ | +৪.২ | |
জামায়াতে ইসলামী | এ কে এম গাউসুল আজম | ১৫,৯৬০ | ৯.৪ | -৮.৬ | |
ইসলামী ঐক্য জোট | মোঃ নজরুল ইসলাম | ৩,৮৩২ | ২.৩ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | হাফিজুর রহমান ভূইয়া | ২,০৮৬ | ১.২ | প্র/না | |
জাকের পার্টি | মো: শেখ সহিদুল্লাহ | ৩১১ | ০.২ | ০.০ | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | এম এ সামাদ | ১৯৮ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৬০০ | ১৪.৫ | −৬.০ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৯,৪৯৪ | ৮৪.৬ | +১৩.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সালাহ উদ্দিন ইউসুফ | ৬৩,২১১ | ৪৩.৩ | |||
বিএনপি | মজিুদুল ইসলাম | ৩৩,২৩৯ | ২২.৮ | |||
জামায়াতে ইসলামী | মিয়া গোলাম পরওয়ার | ২৬,২১১ | ১৮.০ | |||
জাতীয় পার্টি | এইচ এম এ গাফ্ফার | ২০,৮২১ | ১৪.৩ | |||
বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ | নজরুল ইসলাম | ১,৭৬৬ | ১.২ | |||
জাকের পার্টি | মো: মনিরুজ্জামান | ৩১৬ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আব্দুস সামাদ | ২১৫ | ০.১ | |||
জাসদ (রব) | শেখ হামিদুর রহমান | ১২৬ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,৯৭২ | ২০.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪৫,৯০৫ | ৭১.৩ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "খুলনা-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Narayan Chandra Chandu AL nominee for Khulna-5 by-polls"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৬ নভেম্বর ২০০০। ২৭ ফেব্রু ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে খুলনা-৫