বিষয়বস্তুতে চলুন

খুলনা-৫

স্থানাঙ্ক: ২২°৪৯′ উত্তর ৮৯°২৫′ পূর্ব / ২২.৮১° উত্তর ৮৯.৪২° পূর্ব / 22.81; 89.42
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুলনা-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাখুলনা জেলা
বিভাগখুলনা বিভাগ
মোট ভোটার
  • ৩,৮৩,২৭১ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৯০,৫০০
  • নারী ভোটার: ১,৯২,৭৭১
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

খুলনা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৩নং আসন।

সীমানা

[সম্পাদনা]

খুলনা-৫ আসনটি খুলনা জেলার ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, খান জাহান আলি মেট্রোপলিটন থানা ব্যতীত গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা, আটিরাগিলাতলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচন সদস্য দল
১৯৭৩ কুবের চন্দ্র বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ প্রফুল্ল কুমার শীল বাংলাদেশ আওয়ামী লীগ[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ এইচ এম এ গাফ্ফার জাতীয় পার্টি[][]
১৯৯১ সালাহ উদ্দিন ইউসুফ বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ গাজী আব্দুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ সালাহ উদ্দিন ইউসুফ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০০ উপ-নির্বাচন নারায়ন চন্দ্র চন্দ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০০৮ নারায়ন চন্দ্র চন্দ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ নারায়ন চন্দ্র চন্দ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ নারায়ন চন্দ্র চন্দ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ নারায়ন চন্দ্র চন্দ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নারায়ন চন্দ্র চন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন ২০০৮: খুলনা-৫[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ নারায়ন চন্দ্র চন্দ ১,৪৪,৬০০ ৫৬.৭ +৯.৩
জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার ১,০৫,৩১২ ৪১.৩ -৮.৩
ইসলামী আন্দোলন শেখ জামিল আহমেদ ৩,৮৯৭ ১.৫ প্র/না
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কাজী ফারুক আহমদ ৬৫৩ ০.৩ প্র/না
বিকল্পধারা বিদুর কান্তি বিশ্বাস ৫৯৬ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৯,২৮৮ ১৫.৪ +১৩.৩
ভোটার উপস্থিতি ২,৫৫,০৫৮ ৯১.২ +৩.৮
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: খুলনা-৫[১০]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার ১,০৫,৭৪০ ৪৯.৬
আওয়ামী লীগ নারায়ন চন্দ্র চন্দ ১,০১,১৯২ ৪৭.৪
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট এইচ এম এ রউফ ৩,৮২০ ১.৮ প্র/না
জাতীয় পার্টি আবুল কাশেম ডাবলু ১,৬৮১ ০.৮ প্র/না
ওয়ার্কার্স পার্টি আনসার আলী মোল্লা ৮০৩ ০.৪
স্বতন্ত্র শাবকাস মন্ডল ১০৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৫৪৮ ২.১
ভোটার উপস্থিতি ২,১৩,৩৪৪ ৮৭.৪
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে

২০০০ সালে সালাহ উদ্দিন ইউসুফ মারা যান। নারায়ণ চন্দ্র চন্দ ২০০০ সালের ডিসেম্বরের উপ-নির্বাচনে নির্বাচিত হন।[১১]

১৯৯০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: খুলনা-৫[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সালাহ উদ্দিন ইউসুফ ৭০,১৮৪ ৪১.৪ -১.৯
বিএনপি মজিদুল ইসলাম ৪৫,৫৮৪ ২৬.৯ +৪.১
জাতীয় পার্টি এইচ এম এ গাফ্ফার ৩১,৩৩৯ ১৮.৫ +৪.২
জামায়াতে ইসলামী এ কে এম গাউসুল আজম ১৫,৯৬০ ৯.৪ -৮.৬
ইসলামী ঐক্য জোট মোঃ নজরুল ইসলাম ৩,৮৩২ ২.৩ প্র/না
ওয়ার্কার্স পার্টি হাফিজুর রহমান ভূইয়া ২,০৮৬ ১.২ প্র/না
জাকের পার্টি মো: শেখ সহিদুল্লাহ ৩১১ ০.২ ০.০
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) এম এ সামাদ ১৯৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৬০০ ১৪.৫ −৬.০
ভোটার উপস্থিতি ১,৬৯,৪৯৪ ৮৪.৬ +১৩.৩
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: খুলনা-৫[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সালাহ উদ্দিন ইউসুফ ৬৩,২১১ ৪৩.৩
বিএনপি মজিুদুল ইসলাম ৩৩,২৩৯ ২২.৮
জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার ২৬,২১১ ১৮.০
জাতীয় পার্টি এইচ এম এ গাফ্ফার ২০,৮২১ ১৪.৩
বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ নজরুল ইসলাম ১,৭৬৬ ১.২
জাকের পার্টি মো: মনিরুজ্জামান ৩১৬ ০.২
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) আব্দুস সামাদ ২১৫ ০.১
জাসদ (রব) শেখ হামিদুর রহমান ১২৬ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২৯,৯৭২ ২০.৫
ভোটার উপস্থিতি ১,৪৫,৯০৫ ৭১.৩
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "খুলনা-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Narayan Chandra Chandu AL nominee for Khulna-5 by-polls"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৬ নভেম্বর ২০০০। ২৭ ফেব্রু ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]