ঢাকা-৯
ঢাকা-৯ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← ঢাকা-৮ ঢাকা-১০ → |
ঢাকা-৯ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮২নং আসন।
সীমানা
[সম্পাদনা]ঢাকা-৯ আসনটি ঢাকা মেট্রপলিটন খিলগাঁও ও সবুজবাগ থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন ও মান্ডা সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | রফিক উদ্দিন আহমেদ | বাংলাদেশ আওয়ামী লীগ[৩] | |
১৯৭৯ | নুরুল হক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪] | |
সীমানা পরিবর্তন | |||
১৯৮৬ | মাহমুদুল হাসান | জাতীয় পার্টি[৫] | |
১৯৮৮ | এম কোরবান আলী | ||
১৯৯০ উপ-নির্বাচন | আবুল হাসনাত | ||
১৯৯১ | বেগম খালেদা জিয়া | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সেপ্টেম্বর ১৯৯১ উপ-নির্বাচন | জমির উদ্দিন সরকার | ||
ফেব্রুয়ারি ১৯৯৬ | খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ | ||
জুন ১৯৯৬ | মকবুল হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০১ | খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সীমানা পরিবর্তন | |||
২০০৮ | সাবের হোসেন চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | |||
২০১৮ | |||
২০২৪ |
নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সাবের হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সাবের হোসেন চৌধুরী | ১,৭৯,৭৫৬ | ৬৪.৯ | +২৫.৭ | ||
বিএনপি | শিরিন সুলতানা | ৯২,২২৭ | ৩৩.৩ | -২৪.০ | ||
ইসলামী আন্দোলন | মো. ফজলুল হক মৃধা | ২,৬৪৮ | ১.০ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | সাদেক আহমেদ খান | ৫৮৫ | ০.২ | প্র/না | ||
বিকল্পধারা | নিসার উদ্দিন আহমেদ কাজল | ৪৪৪ | ০.২ | প্র/না | ||
বিকেএ | আব্দুর রশিদ গাজী | ৪৪১ | ০.২ | -০.১ | ||
ন্যাশনাল পিপলস পার্টি | হারুন অর রশিদ | ২২০ | ০.১ | প্র/না | ||
বিজেপি | রহমত উল্লাহ | ১৭২ | ০.১ | প্র/না | ||
বাসদ | মো. ইমাম হোসেন খান | ১৪০ | ০.১ | প্র/না | ||
গণফোরাম | জুলেখা হক মৃধা | ১১০ | ০.০ | প্র/না | ||
পিপলস ফ্রন্ট | কৃষক মো. সাদেক | ৮২ | ০.০ | প্র/না | ||
জাসদ (রব) | নুরুল আবসার | ২২ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮৭,৫২৯ | ৩১.৬ | +১৩.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,৭৬,৮৪৭ | ৭৭.৭ | +২১.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | খন্দকার মাহবুব উদ্দিন আহমদ | ১,২৬,৯৮৫ | ৫৭.৩ | +১৭.৪ | ||
আওয়ামী লীগ | মকবুল হোসেন | ৮৬,৯০৮ | ৩৯.২ | -৫.১ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো. নাসির উদ্দিন মামুন | ৫,৬৩৬ | ২.৫ | প্র/না | ||
বিকেএ | মো. শহীদুল আলম চৌধুরী | ৫৪৪ | ০.২ | +০.১ | ||
কমিউনিস্ট পার্টি | আব্দুল মালেক | ৪৬৫ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | বজলুর রশিদ ফিরোজ | ২৯০ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | ইয়ার আহমেদ | ২০৪ | ০.১ | প্র/না | ||
জাসদ | মো. আব্দুল খালেক | ১৫৪ | ০.১ | প্র/না | ||
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন | খালেদা বেগম | ১০১ | ০.০ | -৩.২ | ||
জাতীয় পার্টি | মো. মাহবুবুর রহমান | ৯৩ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. সোহরাব খান | ৮৩ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | আবু বকর সিদ্দিক | ৪৯ | ০.০ | প্র/না | ||
দেশপ্রেম পার্টি | মার্শাল শাহ আলম | ৩৩ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. শাহ আলম | ৩৩ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. আলী আকবর খান | ৩১ | ০.০ | প্র/না | ||
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | মো. আব্দুল হালিম | ২৪ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | রাশিদুল হাবিব | ১৮ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪০,০৭৭ | ১৮.১ | +১৩.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,২১,৬৫১ | ৫৬.৩ | −১০.২ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মকবুল হোসেন | ৮৪,১৫০ | ৪৪.৩ | |||
বিএনপি | মীর শওকত আলী | ৭৫,৮৫৫ | ৩৯.৯ | |||
জাতীয় পার্টি | কাজী ফিরোজ রশিদ | ৮,৭৩৮ | ৪.৬ | |||
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন | সালমান এফ. রহমান | ৬,০৬১ | ৩.২ | |||
জামায়াতে ইসলামী | মো. নজরুল ইসলাম | ৫,৬২৬ | ৩.০ | |||
গণফোরাম | কামাল হোসেন | ৫,১৮৫ | ২.৭ | |||
ইসলামী ঐক্য জোট | মো. আলী আকবর | ১,৮০৪ | ০.৯ | |||
জাকের পার্টি | মো. শফীউদ্দিন | ৭৪৯ | ০.৪ | |||
দেশপ্রেম পার্টি | মার্শাল শাহ আলম | ৫৩২ | ০.৩ | |||
স্বতন্ত্র | ফয়েজ আহমেদ | ২৫১ | ০.১ | |||
বিকেএ | মো. রবিউল আলম চৌধুরী | ১৬০ | ০.১ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | বজলুর রশিদ ফিরোজ | ১৫৩ | ০.১ | |||
প্রগতিশীল গনতান্ত্রিক শক্তি | ওয়াহিদুজ্জামান | ১৩৪ | ০.১ | |||
বাংলাদেশ জাতীয় অগ্রনি পার্টি | আব্দুর রহমান সকদার | ১৩১ | ০.১ | |||
স্বতন্ত্র | মো. এফ. রহমান | ১২২ | ০.১ | |||
জন দল | শামীম রহমান তালুকদার | ৮৬ | ০.০ | |||
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌওলা) | মো. মুস্তাফিজুর রহমান খান মোস্তফা | ৭১ | ০.০ | |||
জাতীয় জনতা পার্টি (আসাদ) | মো. মাহাবুবুর রহমান | ৪৫ | ০.০ | |||
ফ্রিডম পার্টি | এ. এস. এম. জামালউদ্দিন | ৩৫ | ০.০ | |||
বাংলাদেশ কৃষক রাজ ইসলামী পার্টি (এফ. হক সরদার) | ক্বারী মো. ফজলুল হক সরদার | ৩৩ | ০.০ | |||
বাংলাদেশ ইসলামিক বিপ্লবী পরিষদ | এসকে. মো. ওবায়দুল্লাহ বিন এস. জালালাবাদ | ২৯ | ০.০ | |||
স্বতন্ত্র | ফরিদ উদ্দিন জাকির খান | ২৩ | ০.০ | |||
বাংলাদেশ মানবাধিকার দল | বি. এইচ. রানা | ২০ | ০.০ | |||
স্বতন্ত্র | মো. আরিফ হাওলাদার | ১৮ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,২৯৫ | ৪.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,৯০,০১১ | ৬৬.৫ | ||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
১৯৯১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৭,[১০] ঢাকা-৫,[১১] ঢাকা-৯, ফেনী-১ ও চট্টগ্রাম-৮।[১২] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১৩] ১৯৯১ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে বিএনপির জে. ইউ. সরকার নির্বাচিত হন।[১৪]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | খালেদা জিয়া | ৫৫,৯৪৬ | ৬০.৪ | |||
আওয়ামী লীগ | সাজেদা চৌধুরী | ২৯,৪৬৪ | ৩১.৮ | |||
জামায়াতে ইসলামী | মো. রুহুল আমিন | ২,৫০৫ | ২.৭ | |||
জাতীয় পার্টি | উম্মে কাওসার সালমা বিন | ১,৮২৯ | ২.০ | |||
জাকের পার্টি | তৌফিকুর রহমান | ৯২৮ | ১.০ | |||
বিকেএ | মো. শহীদুল আলম চৌধুরী | ৪৫৫ | ০.৫ | |||
বাংলাদেশ জনতা পার্টি | শামসুদ্দিন আহমেদ | ৪৩২ | ০.৫ | |||
জনতা মুক্তি পার্টি | সালাহ উদ্দিন চৌধুরী বুলু | ৪০৮ | ০.৪ | |||
স্বতন্ত্র | শাহ আলম | ১৪৪ | ০.২ | |||
প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি | মো. ওয়াহিদুজ্জামান | ১২০ | ০.১ | |||
স্বতন্ত্র | এস. এম. মজিবর রহমান মঞ্জু | ৯৪ | ০.১ | |||
স্বতন্ত্র | শাহাব উদ্দিন আহমেদ | ৭৫ | ০.১ | |||
জাসদ (সিরাজ) | জাহানারা বেগম | ৪৬ | ০.০ | |||
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌওলা) | মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা | ৪০ | ০.০ | |||
বাংলাদেশ বেকার সমাজ | জহুরুল আলম | ৩৯ | ০.০ | |||
বাকশাল | এম. এ. সাত্তার | ৩৬ | ০.০ | |||
জাতীয় শ্রমজীবি পার্টি | আব্দুল খালেক | ২৮ | ০.০ | |||
ন্যাপ (ভাষানী-নূর মোহাম্মদ কাজী) | মুজিবুর রহমান | ২৭ | ০.০ | |||
বাংলাদেশ জাতীয় পিপলস পার্টি | মো. আব্দুল হাই | ২৫ | ০.০ | |||
বাংলাদেশ মানবতাবাদী দল | মো. রাজু আহমেদ রাজু | ২৫ | ০.০ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | এ. এফ. এম. হারুনুর রশিদ | ১৯ | ০.০ | |||
স্বতন্ত্র | এ. নাসের আজম খান | ১৫ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৪৮২ | ২৮.৬ | ||||
ভোটার উপস্থিতি | ৯২,৭০০ | ৫০.৩ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঢাকা-৯ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"। বাংলাদেশ সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
<references>
-এ সংজ্ঞায়িত "১৯৮৮ফলাফল" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে ঢাকা-৯