বিষয়বস্তুতে চলুন

গুরবুজ জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুরবুজ জেলা (পশতু: ګربز ولسوالۍ, ফার্সি: ولسوالی گربز) আফগানিস্তানের খোস্ত প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে তানি জেলা, মান্দো জায়ি এবং খোস্ত জেলা এবং পূর্ব ও দক্ষিণে পাকিস্তানের সীমানা রয়েছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২৩,২০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে সেখামির কালে নামক গ্রাম, যেটি জেলার উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]