দৌলত ইয়ার জেলা
অবয়ব
দৌলত ইয়ার জেলা Dawlat Yar دولت یار | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৪°৩৫′ উত্তর ৬৫°৪৫′ পূর্ব / ৩৪.৫৮° উত্তর ৬৫.৭৫° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ঘোর প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[২] | |
• মোট | ৩১,৮০০ |
দৌলত ইয়ার আফগানিস্তানের ঘোর প্রদেশের একটি জেলা।[২] ২০০৫ সালে চঘচারন জেলার দক্ষিণ-পূর্বাঞ্চলী অংশ হিসেবে এটি নির্মিত হয়েছিল। জেলাটির প্রশাসনিক এলাকা হচ্ছে দেলাক, কিন্তু সবচেয়ে বড় শহর হচ্ছে দৌলত ইয়ার (৩৪°৩৩′০৭″ উত্তর ৬৫°৪৭′১১″ পূর্ব / ৩৪.৫৫১৯° উত্তর ৬৫.৭৮৬৪° পূর্ব) যেটি ২৫০৩ মিটার উচ্চতায় অবস্থিত।
২০১২ সালের জনশুমারির হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩১,৮০০ জন।[২] এবং ২০০৯ সালে ভোটারের সংখ্যা ছিল প্রায় ২৩,৭৬৭ জন এর মত।[৩] জেলাটি মূলত পাহাড়ি অঞ্চল, শীতকালে মারাত্মকভাবে বৈরী আবহাওয়ার বিরাজ করে এবং কয়েক সপ্তাহ ধরে রাস্তাঘাটে তুষারপাতের কারণে রাস্তাঘাট বন্ধ থাকে। এই জেলার অধিকাংশই মানুষই হাজারা সম্প্রদায়ের।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "District Names"। National Democratic Institute। ২৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫।
- ↑ ক খ গ "Settled Population of Ghor Province" (পিডিএফ)। Central Statistics Organization। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫।
- ↑ "2009 Election"। National Democratic Institute। ১৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫।
আফগানিস্তানের ঘোর প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |