পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র
পূর্বস্থলী উত্তর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৮′০৪″ উত্তর ৮৮°১৯′৪৬″ পূর্ব / ২৩.৪৬৭৭৮° উত্তর ৮৮.৩২৯৪৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পূর্ব বর্ধমান |
কেন্দ্র নং. | ২৬৯ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৩৮. বর্ধমান পূর্ব (এসসি) |
নির্বাচনী বছর | ১৮৮,৯৯৭ (২০১১) |
পূর্বস্থলী উত্তর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র।
এলাকা
[সম্পাদনা]ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, পূর্বস্থলী এবং নাদনঘাট দুটি কেন্দ্র বিদ্যমান ছিল, তার পরিবর্তে পূর্বস্থলী দুটি কেন্দ্র হয়। ১.পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র ২.পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র। ২৬৯ নং পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রটি পূর্বস্থলী-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং জাহান্নগর এবং দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত গুলি পূর্বস্থলী-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং বামুনপাড়া, মামুদপুর এবং পুটশুরী গ্রাম পঞ্চায়েত গুলি মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত।[১]
পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রটি ৩৮ নং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। পূর্বে এই কেন্দ্রটি কাটোয়া লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
[সম্পাদনা]২০১১ - তপন চ্যাটার্জী (তৃণমূল)
২০১৬ - প্রদীপ কুমার সাহা ( সিপিআইএম )
২০২১ - তপন চ্যাটার্জী (তৃণমূল)
নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]২০১৬
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
সিপিআই(এম) | প্রদীপ কুমার সাহা | ৭১,১০৭ | ৪১.০০ | -৩.৭৪ | |
তৃণমূল | তপন চ্যাটার্জী | ৬৮,৩০০ | ৪২.৬৩ | ২.৬৮ | |
বিজেপি | স্বপন ভট্টাচার্য | ১৭,২২২ | ১০.৩২ | ||
পিউপিলস ডেমোক্রেটিক কনফারেন্স অফ ইন্ডিয়া | আমানুল্লাহ শেখ | ৫,৩৯৪ | |||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন | অশোক চৌধুরী | ২,১৫৯ | |||
বিএসপি | সঞ্জীব হাজরা | ১,৯৫৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৬,৮০৬ | ৮৮.২৬ | |||
তৃণমূল থেকে সিপিআই(এম) অর্জন করেছে | সুইং | +৯.৪২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। পশ্চিমবঙ্গ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৫।
- ↑ "Purbasthali Uttar"। মে ২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১৬-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-২৮।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Purbasthali Uttar (ইংরেজি ভাষায়)। Empowering India। ২০১৬-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১০।
- ↑ "West Bengal Assembly Election 2011" (পিডিএফ)। Purbasthali Uttar (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১১-০৯-১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১০।