বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র
বৈষ্ণবনগর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫১′০৬″ উত্তর ৮৮°০০′৩৯″ পূর্ব / ২৪.৮৫১৬৭° উত্তর ৮৮.০১০৮৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মালদা |
কেন্দ্র নং. | ৫৪ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৮. মালদা দক্ষিণ |
নির্বাচনী বছর | ১৭২,৪৯৬ (২০১১) |
বৈষ্ণবনগর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার একটি বিধানসভা কেন্দ্র। কালিয়াচক (বিধানসভা কেন্দ্র) ২০১১ সাল পর্যন্ত অস্তিত্ব ছিল। এই কেন্দ্রটি ভেঙ্গে দুটি নতুন নির্বাচন হয় মোথাবাড়ি (বিধানসভা কেন্দ্র) এবং বৈষ্ণবনগর (বিধানসভা কেন্দ্র)। ২০১৬ সালে বৈষ্ণবনগর বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেন। [১]
এলাকা
[সম্পাদনা]ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৫৪ নং বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রটি কালিয়াচক-৩ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[২]
বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রটি ৮ নং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[২]
বিধানসভার বিধায়ক
[সম্পাদনা]নির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | বৈষ্ণবনগর | ইশাক খান চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] |
২০১৬ | স্বাধীন কুমার সরকার | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]২০১৬
[সম্পাদনা]২০১৬ সালের নির্বাচনে, বিজেপি'র স্বাধীন কুমার সরকার আইএনসি-সিপিআই (এম) এর জোট আজিজুল হককে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | স্বাধীন কুমার সরকার | ৭০,১৮৫ | ৩৮.২০ | +২৪.১২ | |
কংগ্রেস | আজিজুল হক | ৬৫,৬৮৮ | ৩৫.৭৫ | -৭.২৭ | |
তৃণমূল | অসিত বোস | ৪০,২৬২ | ২১.৯১ | ||
শিব সেনা | ধনেশ্যাম দাস | ১,৫২৮ | ০.৮৩ | ||
বিএসপি | নিখিল চন্দ্র মণ্ডল | ১,৫২৫ | ০.৮৩ | ||
নির্দল | সুরেশ চন্দ্র সরকার | ১,৩০১ | ০.৭০ | ||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী)লিবারেশন | এমডি. ইব্রাহিম শেইখ | ৭১৩ | ০.৩৮ | ||
উপরের কেউ না | উপরের কেউ না | ২,৫২০ | ১.৩৭ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৪৯৭ | ২.৪৫ | −১.০ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৩,৭২২ | ||||
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে | সুইং | +৮.৪৩ |
২০১১
[সম্পাদনা]২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের ইশাক খান চৌধুরী তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর বিশ্বনাথ ঘোষকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | ইশাক খান চৌধুরী | ৬২,৫৮৯ | ৪৩.০২ | ||
সিপিআই(এম) | বিশ্বনাথ ঘোষ | ৫৭,৫৬৬ | ৩৯.৫৭ | ||
বিজেপি | স্বাধীন কুমার সরকার | ২০,৪৮৩ | ১৪.০৮ | ||
নির্দল | মনিরুল | ৩,৪৩৬ | ২.৩৬ | ||
জেডি(ইউ) | মঞ্জুর আলাহি মুন্সী | ১,৪১৫ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,০২৩ | ৩.৪৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৫,৪৮৯ | ৮৪.৩৪ | |||
কংগ্রেস জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "West Bengal polls: BJP wins Congress stronghold Malda" (ইংরেজি ভাষায়)।
- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৯ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Baisnabnagar (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৮ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১১।