ব্যবহারকারী আলাপ:Ibrahim Husain Meraj/সংকলন ০৪
আলোচনা যোগ করুন
লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ। বর্তমান আলাপ পাতা • সংকলন ০১ • সংকলন ০২ • সংকলন ০৩ • সংকলন ০৪ • সংকলন ০৫ • সংকলন ০৬ |
আপনার জন্য একটি পদক!
[সম্পাদনা]আসল উইকিপদক | |
ধ nabil ২২:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি) |
আপনি আমার পেজ অপসারণ কেনো করেছেন?? madrasah daun naim
অনুরোধ
[সম্পাদনা]আমি কি আপনার কাছে মাইম আর্ট পেইজটা অপসারণ এর প্রস্তাবনার কারণ জানতে পারি? এটা কিন্তু নাম করা একটা সংগঠন! আশা করছি আপনি আমার সাথে দ্বিমত হবেন না। — Sbshuvo (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য নয়। আর তথ্যসূত্রের জন্য উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস এটি পড়ুন। -মেরাজ (আলাপ) ০৯:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
অনুরোধ
[সম্পাদনা]আহমাদ আলী পাতা অপসারণের প্রস্তাবনায় অনেক আগে একটি প্রশ্ন রাখা হয়েছিলো। বিভিন্ন কারণে আমি তখন উত্তর দিতে পারি নি। সম্প্রতি উত্তর সংযোজন করেছি। অনুগ্রহপূর্বক সেটি দেখবেন? তালহা (আলাপ) ১০:৩৭, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
- প্রিয় তালহা, আপনি আবার উইকিতে নিয়মিত হয়েছেন বলে আপনাকে ধন্যবাদ। নিবন্ধ অপসারণের প্রস্তাবনায় আলোচনা বন্ধ হবার পরে কোনো আলাপ করা হয়না। তবে আপনার কোনো কিছু বলার থাকলে, সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা বলতে পারেন কিংবা আবার নিবন্ধটি অপসারণের জন্য মনোনয়ন করতে পারেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১০:২৬, ৪ মে ২০১৮ (ইউটিসি)
আপনার ইমেইল এসেছে!
[সম্পাদনা]১৯:০৫, ২৫ এপ্রিল ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।
আফতাব (আলাপ) ১৯:০৫, ২৫ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
অপসরণ
[সম্পাদনা]আমার ব্যাবহারকারী এবং আলাপ পাতাটি কেনো অপসারণ করা হলো? কারন জানতে চাই। -— Subarno777 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- Subarno777, আপনার ব্যবহারকারী পাতা ও আলাপ পাতা কোনোটিই উইকিপিডিয়ার নির্দেশনা অনুসরণ করে নি। দয়া করে উইকিপিডিয়া:ব্যবহারকারীর পাতা পাতাটি পড়ে দেখুন। -মেরাজ (আলাপ) ১০:৪১, ৪ মে ২০১৮ (ইউটিসি)
মুছে দেওয়ার কারণ জানতে চাই
[সম্পাদনা]অনেক তথ্য মুছে দেওয়ার কারণ জানতে চাই -— JiyaHasan24 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- JiyaHasan24, দয়া করে নিবন্ধের তথ্য যোগ করার পূর্বে উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা পাতাটি পড়ে দেখুন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১০:৪১, ৪ মে ২০১৮ (ইউটিসি)
অপসারণ সারাংশ
[সম্পাদনা]দয়া করে অপসারণ সারাংশ বাংলায় দিন, যেহেতু এটি বাংলা উইকিপিডিয়া। --আফতাব (আলাপ) ১৪:৫০, ৬ মে ২০১৮ (ইউটিসি)
সাদাত হোসাইনের ছবি প্রত্যাহার করে নেওয়ার কারণ কি?
কীভাবে অ্যাকাউন্ট ডিক্লোজ করব?
[সম্পাদনা]কীভাবে অ্যাকাউন্ট ডিক্লোজ করা যায়? Amrio (আলাপ) ১৮:০২, ১২ মে ২০১৮ (ইউটিসি)
- @Amrio: ডিক্লোজ মানে? আফতাব (আলাপ) ১৮:১৩, ১২ মে ২০১৮ (ইউটিসি)
ডিক্লোজ বলতে বন্ধ বুঝিয়েছি।মানে ক্লোজ।কোনভাবে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে?মানে, আমার নিজেরটা। Amrio (আলাপ) ১৮:১৪, ১২ মে ২০১৮ (ইউটিসি)
- @Amrio: বাংলা বললেই হত। আর না, অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না, উইকিপিডিয়ায় এটা করার উপায় নেই। আফতাব (আলাপ) ১৮:৪৮, ১২ মে ২০১৮ (ইউটিসি)
আমির হোসেন খান পাতাটি মুছার কারণ!
[সম্পাদনা]আমি একজন ব্যক্তির আমির হোসেন খান নামে নিবন্ধন সম্পাদনা করেছিলাম। ওটা মুছে দেওয়ার কারণটি কী? বা কী কারণে মুছা হয়েছে তা যদি জানাতেন। -— MahbubPathan (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) ও উইকিপিডিয়া কোন প্রচারযন্ত্র নয় এই দুই নীতিমালা অনুযায়ী উক্ত নিবন্ধ অপসারণ করা হয়েছে। আপনি আমার উত্তর দেয়ার আগেই আবার তা তৈরি করে ফেলেছেন!! দয়া করে উল্লেখযোগ্যতা প্রমাণের জন্য আরোও তথ্যসূত্র দেবেন, না হলে তা আবার মুছে ফেলা হতে পারে। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০২:২১, ১৪ মে ২০১৮ (ইউটিসি)
- উপজেলা তথ্যবাতায়ন সাইটেইতো তথ্য আছে, এর থেকে আর কিসের তথ্যসূত্রের প্রয়োজন। আর আমি তো দুইটি সাইটের তথ্যসূত্র দিয়েছিলাম। দয়া করে আপনি যদি ফরিদগঞ্জ উপজেলার তথ্যবাতায়ন সাইটে গিয়ে ওনার সম্পর্কে দেখতেন। তাহলে একটা সিদ্ধান্ত নিতেন। আর এই এক সূত্রের উপর আমি বহু নিবন্ধন দেখেছি। কই সেগুলোর মধ্যে তো আপনাদের কোনো প্রতিক্রিয়া দেখেনি। আশা করি আমার বার্তাটির উত্তর দিবেন। -— MahbubPathan (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- মাহবুব ভাই, দয়া করে আপনার লেখার শেষে স্বাক্ষর করবেন।- রাফি (আলাপ) ০৮:৪৪, ১৪ মে ২০১৮ (ইউটিসি)
- @MahbubPathan:, উপজেলা তথ্যবাতায়ন সাইটেইতো তথ্যই যথেষ্ট নয় এখানে। একটি সূত্র দিয়ে অনেক নিবন্ধ আছে আবার সূত্রবিহীন নিবন্ধও আছে। এসব ক্ষেত্রে নিবন্ধের বিষয়বস্তু উপর নির্ভর করে যাচাই করা হয়। আর ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সূত্র বেশি প্রয়োজন হয়। আপনাকে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, আলু ভর্তা একটি বহুল প্রচলিত খাবারের নাম। এটির কোনো সূত্র না থাকলেও নিবন্ধটি রেখে দেয়া যাবে। কারণ এটি সাধারণ প্রচলিত বিষয়। আবার বাংলাদেশের একজন সংসদ সদস্যের নিবন্ধ একটি সূত্র থাকলেই রাখা যাবে। কিছু জীবনী নিবন্ধ পদের কারণে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য। আবার একজন ব্যবসায়ীর জীবনীর ক্ষেত্রে, তিনি কেবল সফল হলেই হবে না, তার কাজের প্রভাব একটি দেশের অর্থনীতি বা তার নিজের ব্যবসায়ের ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে তার উপর নির্ভর করে। তা নিরূপণ করা বেশ দূরহ। সহজভাষায় প্রতিটি নিবন্ধই WP:GNG অনুসারে উল্লেখযোগ্য হতে হবে। তারপরই বিষয়বস্তুভিত্তিক উল্লেখযোগ্যতার নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য হতে হবে। আশা করি, আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৮:৫০, ২০ মে ২০১৮ (ইউটিসি)
- মাহবুব ভাই, দয়া করে আপনার লেখার শেষে স্বাক্ষর করবেন।- রাফি (আলাপ) ০৮:৪৪, ১৪ মে ২০১৮ (ইউটিসি)
লুডভিগ বোলৎসমান নিবন্ধ প্রসঙ্গে
[সম্পাদনা]লুডভিগ বোলৎসমান নিবন্ধ ভালো নিবন্ধের পর্যালোচনায় উত্তীর্ণ হয়েছে। তাই নিবন্ধটিকে ভালো নিবন্ধ করা হোক।--সাজিদ রেজা করিম ১১:৪৮, ২০ মে ২০১৮ (ইউটিসি)
আল্লামা এম. এ. মান্নান নিবন্ধে অপসারণ ট্যাগ ব্যবহার প্রসঙ্গে
[সম্পাদনা]প্রিয় ইব্রাহীম হোসেন মেরাজ, উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আল্লামা এম. এ. মান্নান প্রস্তাবনাতে আপনি যে কারণটি দেখিয়েছেন (অনুল্লেখ্য দলের গুরুত্বহীন রাজনীতিবিদ), তা আমার কাছে ব্যক্তিগতভাবে দৃষ্টিকটু মনে হয়ছে।মনে হয়েছে, আপনি ব্যক্তিগতভাবে কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে গিয়ে অন্য একটি গোষ্ঠীর বিপক্ষে অবস্থান নিচ্ছেন।উইকিপিডিয়া সার্বজনীন একটি প্লাটফর্ম।এখানে একজন প্রশাসক একটি গোষ্ঠীর বিপক্ষে স্থান নেওয়াটা হতাশজনক।আল্লামা এম. এ. মান্নান একটি নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান, আপনি এখানে WP:POLITICIAN নীতিমালা ভঙ্গ করছে মর্মে কারণ দেখাতে পারতেন, কিন্তু "দলের গুরুত্বহীন রাজনীতিবিদ" কারণটা দৃষ্টিকটু।আশা করি ভুল বুঝবেন না।
ধন্যবাদ।
-মেরাজ (আলাপ) ০৮:১২, ২২ মে ২০১৮ (ইউটিসি)
পেজ মোছার কারন
[সম্পাদনা]আমি কিছুদিন আগে 'কুচিয়াকোল' নামের এক গ্রামের পাতা তৈরী করেছিলাম। কুচিয়াকোলে প্রাচীন বিষ্ণুপুর (মল্লভূম) এর রাজবংশের শাখা বহুদিন রাজত্ব করেছিল... পেজটি মোছার কারন কি...? — Abby Ray (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- সুধী, আপনার বক্তব্য অনুসারে পাতাটি ফিরিয়ে আনা হলো। তবে নিবন্ধে আরোও সূত্র প্রয়োজন। ধন্যবাদ। --মেরাজ (আলাপ) ০৬:১৯, ১৫ জুলাই ২০১৮ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক
[সম্পাদনা]অসামান্য অনুবাদক পদক | ||
বাংলা উইকিপিডিয়াতে আপনার নিরলস অনুবাদ সম্পাদনার জন্য একটি রোসেটা পদক। Arian Writing আলাপ ০৯:১২, ২০ জুলাই ২০১৮ (ইউটিসি) |
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা পাতা অপসারণ প্রসঙ্গে
[সম্পাদনা]ভাই উইকিপিডিয়াতে অনেক পেজ আছে দুই তিন লাইনের নিবন্ধনের কিন্তু তথ্যসূত্র থাকার পরও কেন ব্যাখ্যা লাগবে। না এটা রাজনৈতিক কারণ Asik12 (আলাপ) ১৭:২৬, ২৩ জুলাই ২০১৮ (ইউটিসি)
ইদ মোবারক!
[সম্পাদনা] কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে। |
দয়া করে রুক্ষ অনুবাদ বিষয়ে
[সম্পাদনা]আমার বিছু নিবন্ধে রুক্ষ অনুবাদ রয়েছে। তার জন্য দুঃখিত। বর্তমানে আমি কিছু নিবন্ধে আনুবাদ সংশোধনের কাজ শুরু করেছি। আশাকরি ধিরে ধিরে সমস্ত নিবন্ধের অনুবাদের সমস্যা মিটে যাবে। খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:৩৯, ২৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)
গোপিবল্লভপুর
[সম্পাদনা]গোপিবল্লভপুর নিবন্ধটি অপসারন করা হয়েছে, কিন্তু নিবন্ধটি ইংরেজি উইকিতে রয়েছে। গোপিবল্লভপুর নিবন্ধটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি ঝাড়গ্রাম জেলার ব্লক স্তরের প্রসাশনের সদর দপ্তর। এখানে একটি থানা রয়েছে। আর বাংলা উইকিতে গ্রাম বা উইনিয়নের নিবন্ধ রয়েছে। যেমন- বাংলাদেশের গ্রাম । খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:২১, ২৫ আগস্ট ২০১৮ (ইউটিসি)
সুন লি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সুন লি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। একজন মহাপুরুষ (আলাপ) ১৭:৪৪, ৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)