মথুরা জেলা
মথুরা জেলা मथुरा ज़िला متھرا ضلع | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
উত্তরপ্রদেশে মথুরার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
প্রশাসনিক বিভাগ | আগ্রা |
সদরদপ্তর | মথুরা |
তহশিল | ৩ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | মথুরা লোকসভা কেন্দ্র |
আয়তন | |
• মোট | ৩,৩২৯.৪ বর্গকিমি (১,২৮৫.৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৫,৪১,৮৯৪ [১] |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭২.৬৫%.[১] |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মথুরা জেলা (হিন্দি: मथुरा ज़िला, প্রতিবর্ণীকৃত: মথুরা জ়িলা, উর্দু: متھرا ضلع) হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জেলা। এই জেলার সদর মথুরা শহর। এই জেলাটি আগ্রা বিভাগের অংশ।
মথুরা জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র আছে: বলদেও, মানত, গোবর্ধন, ছাতা ও মথুরা। জেলার চারটি পঞ্চায়েত সমিতি হল মহাওয়ান, মানত, ছাতা ও মথুরা। মথুরা, বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও প্রভৃতি এই জেলার দর্শনীয় স্থান।
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, মথুরা জেলার জনসংখ্যা ২,৫৪১,৮৯৪।[১] এই জনসংখ্যা কুয়েত রাষ্ট্র[২] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের সমান।[৩] ভারতের ৬৪০টি জেলার মধ্যে জনসংখ্যার হিসেবে এই জেলার স্থান ১৬৭তম।[১] জেলার জনঘনত্ব ৭৬১ জন প্রতি বর্গকিলোমিটার (১,৯৭০ জন/বর্গমাইল)।[১] ২০০১-২০১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ২২.৫৩%।[১] মথুরার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৫৮ জন মহিলা।[১] সাক্ষরতার হার ৭২.৬৫%.[১]
ভাষা
[সম্পাদনা]মথুরা ও আশেপাশের অঞ্চলের মানুষ ব্রজ ভাষায় কথা বলেন।
খাবার
[সম্পাদনা]মথুরায় রাবড়ি, পেঁড়া, খাজা ও পেঠা ভালো পাওয়া যায়।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Kuwait 2,595,62
line feed character in|উক্তি=
at position 7 (সাহায্য) - ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
Nevada 2,700,551
line feed character in|উক্তি=
at position 7 (সাহায্য)