লেবানন জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
ডাকনাম | অলিম্পিক দল | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | পশ্চিম এশীয় ফুটবল ফেডারেশন | ||
ফিফা কোড | LBN | ||
ওয়েবসাইট | the-lfa | ||
| |||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
লেবানন ১–০ সিরিয়া (হায়দ্রাবাদ, ভারত; ৫ আগস্ট ১৯৯১) | |||
বৃহত্তম জয় | |||
লেবানন ১১–০ আফগানিস্তান (উলসান, দক্ষিণ কোরিয়া; ৫ অক্টোবর ২০০২) | |||
বৃহত্তম পরাজয় | |||
লেবানন ০–৫ ইরাক (বৈরুত, লেবানন; ৮ সেপ্টেম্বর ২০০৭) সংযুক্ত আরব আমিরাত ৬–১ লেবানন (রিয়াদ, সৌদি আরব; ২২ মার্চ ২০১৯) | |||
এশিয়ান গেমস | |||
অংশগ্রহণ | ১ (২০০২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০২) | ||
আরব গেমস | |||
অংশগ্রহণ | ১ (২০২৩-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০২৩) | ||
ডাব্লিউএএফএফ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৩ (২০২১-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০২১) |
লেবানন জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (যা লেবানন অলিম্পিক ফুটবল দল অথবা সংক্ষেপে লেবানন অনূর্ধ্ব-২৩ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে লেবাননের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম লেবাননের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ১৯৯১ সালের ৫ই আগস্ট তারিখে, লেবানন অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত সিরিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে লেবানন অনূর্ধ্ব-২৩ ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। অলিম্পিক দল নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত।[১][২]
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপেও এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। লেবানন অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত একবারও গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেনি। মুহাম্মদ গাদ্দার, জাদ নুরুদ্দিন, হাসান মাতুক, মাহমুদ কজক এবং আব্দুল আবু খলিলের মতো খেলোয়াড়গণ লেবাননের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
১৯০০ | অংশগ্রহণ করেনি | |||||||
১৯০৪ | ||||||||
১৯০৮ | ||||||||
১৯১২ | ||||||||
১৯২০ | ||||||||
১৯২৪ | ||||||||
১৯২৮ | ||||||||
১৯৩৬ | ||||||||
১৯৪৮ | ||||||||
১৯৫২ | ||||||||
১৯৫৬ | ||||||||
১৯৬০ | ||||||||
১৯৬৪ | ||||||||
১৯৬৮ | ||||||||
১৯৭২ | ||||||||
১৯৭৬ | ||||||||
১৯৮০ | ||||||||
১৯৮৪ | ||||||||
১৯৮৮ | ||||||||
১৯৯২ | উত্তীর্ণ হয়নি | |||||||
১৯৯৬ | অংশগ্রহণ করেনি | |||||||
২০০০ | উত্তীর্ণ হয়নি | |||||||
২০০৪ | ||||||||
২০০৮ | ||||||||
২০১২ | ||||||||
২০১৬ | ||||||||
২০২০ | ||||||||
২০২৪ | অনির্ধারিত | |||||||
২০২৮ | ||||||||
২০৩২ | ||||||||
মোট | ০/২৭ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ লেবানন জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি)