২০০৭ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর
২০০৭ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | ভারত | ||
তারিখ | ১০ মে – ২৯ মে ২০০৭ | ||
অধিনায়ক | হাবিবুল বাশার সুমন | রাহুল দ্রাবিড় | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | মাশরাফি বিন মর্তুজা (১৫১) | শচীন তেন্ডুলকর (২৫৪) | |
সর্বাধিক উইকেট | মাশরাফি বিন মর্তুজা (৬) | জহির খান (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শচীন তেন্ডুলকর (ভারত) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | জাভেদ ওমর (৯১) | মহেন্দ্র সিং ধোনি (১২৭) | |
সর্বাধিক উইকেট | সৈয়দ রাসেল (৪) |
দিনেশ মঙ্গিয়া (৩) রামেশ পওয়ার (৩) পিযুষ চাওলা (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মহেন্দ্র সিং ধোনি (ভারত) |
ভারত ক্রিকেট দল দুইটি টেস্ট ম্যাচ ও একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ২০০৭ সালের মে মাসে বাংলাদেশ সফর করে। সফরের প্রথম ম্যাচ মে'র ১০ তারিখে খেলা হয়, যাতে ভারত ৫ উইকেটে জয় লাভ করে। সিরিজের দ্বিতীয় ম্যাচে গৌতম গম্ভীরের শতকের সৌজন্যে ভারত ৪৬ রানের জয় পায়। তৃতীয় ম্যাচের দিন ঘূর্ণিঝড় আকাশের কারণে বিরতিহীন বৃষ্টিপাত হয়, যা সেদিন বাংলাদেশের দক্ষিণে আঘাত হানে। ফলে তৃতীয় ম্যাচে বাতিল হয়ে যায়। ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি ওডিআই সিরিজ সেরার পুরস্কার লাভ করেন। তিনি ওডিআই সিরিজে শীর্ষ রান সংগ্রহ করেন ও স্ট্যাম্পের পিছনে তিনি ডিসমিসাল নেন।
টেস্ট সিরিজ ভারত ১-০ তে জয় করে। বৃষ্টিবিঘ্নিত ড্র হওয়া প্রথম টেস্টে ভারত দুই ইনিংসেই তাদের ইনিংস ঘোষণা করে, প্রথম ইনিংসে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দুই উইকেটে ১০৪ রান করে পঞ্চম দিন শেষ করে। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচ ভারত আধিপত্য বিস্তার করে তিন দিনে খেলা শেষ করে। দ্বিতীয় টেস্টে মোহাম্মদ আশরাফুল মাত্র ২৭ বলে দ্রুততম অর্ধ-শতক করেন।
দল
[সম্পাদনা]ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ১০ মে ২০০৭
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয় ও ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৪৭ করা হয়।
২য় ওডিআই
[সম্পাদনা] ১২ মে ২০০৭
স্কোরকার্ড |
ব
|
||
- ভারত টসে জয়ী হয় ও ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৪৯ করা হয়
৩য় ওডিআই
[সম্পাদনা]টেস্ট সিরিজ
[সম্পাদনা]১ম টেস্ট
[সম্পাদনা]১৮-২২ মে ২০০৭
স্কোরকার্ড |
ব
|
||
৩৮৭/৬(ঘো) (৯৭ ওভার)
শচীন তেন্ডুলকর ১০১ (১৯৬) সৌরভ গঙ্গোপাধ্যায় ১০০ (১৬৫) মাশরাফি বিন মর্তুজা ৪/৯৭ (২৪.৫ ওভার) শাহাদাত হোসেন ৩/৭৬ (১৮ ওভার) |
২৩৮ (৬৮.২ ওভার)
মাশরাফি বিন মর্তুজা ৭৯ (৯১) রাজিন সালেহ ৪১ (৮৩) ভি. আর. ভি. সিং ৩/৪৫ (১৭ ওভার) আর. পি. সিং ৩/৪৮ (১৫.২ ওভার) | |
১০০/৬(ঘো) (২৪ ওভার)
শচীন তেন্ডুলকর ৩১ (৫০) দিনেশ কার্তিক ২২ (৪৩) মোহাম্মদ রফিক ৩/২৭ (৮ ওভার) শাহাদাত হোসেন ২/৩০ (৭ ওভার) |
১০৪/২ (২৮ ওভার)
জাভেদ ওমর ৫২* (৮০) হাবিবুল বাশার সুমন ৩৭ (৪৯) রামেশ পওয়ার ১/১৬ (৭ ওভার) আর. পি. সিং ১/২৯ (৬ ওভার) |
- ভেজা মাঠের কারণে ২য় দিনে মাত্র একটি সেশন খেলা হয়।
- ভারী বৃষ্টির কারণে ৩য় দিনে কোন খেলা হয়নি।
- ভারী বৃষ্টির কারণে ৫ম দিনে দেরীতে খেলা শুরু হয়।
২য় টেস্ট
[সম্পাদনা]২৫-২৯ মে ২০০৭
স্কোরকার্ড |
ব
|
||
৬১০/৩(ঘো) (১৫৩ ওভার)
ওয়াসিম জাফর ১৩৮* (২২৯) রাহুল দ্রাবিড় ১২৯ (১৭৬) দিনেশ কার্তিক ১২৯ (২১২) শচীন তেন্ডুলকর ১২২* (২২৬) মোহাম্মদ রফিক ২/১৮১ (৪৫ ওভার) মাশরাফি বিন মর্তুজা ১/১০০ (৩১.৪ ওভার) |
||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh v India 2007 – Bangladesh One-Day Squad" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। ৩০ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৭।
- ↑ "Bangladesh v India 2007 – India One-Day Squad" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। ২১ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৭।
- ↑ "Bangladesh v India 2007 – Bangladesh Test Squad" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। ১২ মে ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Bangladesh v India 2007 – India Test Squad" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। ২১ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ক্রিকইনফোতে সিরিজের পাতা (ইংরেজি)