২০২১–২২ ও ২০২২–২৩ নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের নভেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে।[১][২] সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩][৪]
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, যে কারণে উভয় দল ম্যাচটি থেকে ৫ পয়েন্ট অর্জন করে।[৫] কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পরই আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়া নতুন করোনাভাইরাসের নতুন এক ধরন সংক্রান্ত ঝুঁকির কারণে সিরিজের অবশিষ্ট ম্যাচদ্বয় স্থগিত করা হয়।[৬][৭] স্থগিত হওয়া ম্যাচদ্বয় ২০২৩ সালের মার্চ ও এপ্রিল মাসে আয়োজিত হবে বলে ২০২২ সালের অক্টোবর মাসে নিশ্চিত করা হয়।[৮] পরবর্তীতে অনুষ্ঠিত সিরিজটিতে ২–০ ব্যবধানে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা।[৯]
২০২১–২২ সফর
[সম্পাদনা]২০২১–২২ নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | নেদারল্যান্ডস | ||
তারিখ | ২৬ নভেম্বর ২০২১ | ||
অধিনায়ক | কেশব মহারাজ | পিটার সেলার | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | কাইল ভেরেইনা (৯৫) | ম্যাক্স ও'ডাউড (৯) | |
সর্বাধিক উইকেট |
ওয়েন পার্নেল (০) কেশব মহারাজ (০) |
ফ্রেড ক্লাসেন (২) ভিভিয়ান কিংমা (২) ব্র্যান্ডন গ্লোভার (২) |
দলীয় সদস্য
[সম্পাদনা]দক্ষিণ আফ্রিকা[১০] | নেদারল্যান্ডস[১১] |
---|---|
|
সিরিজ শুরুর আগে লিজাদ উইলিয়ামস চোটের কারণে দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যান।[১২] কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কারণে লুংগিসানি ন্গিদিও দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যান, যে কারণে জুনিয়র দালাকে দলে যোগ করা হয়।[১৩]
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা]ব
|
||
কাইল ভেরেইনা ৯৫ (১১২)
ফ্রেড ক্লাসেন ২/৪৫ (৮ ওভার) |
ম্যাক্স ও'ডাউড ৯* (৯)
|
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- জুবায়ের হামজা, সিসান্দা মাগালা (দক্ষিণ আফ্রিকা) ও কলিন আকেরমান (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ৫, নেদারল্যান্ডস ৫।
২য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
৩য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
২০২২–২৩ সফর
[সম্পাদনা]২০২২–২৩ নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | নেদারল্যান্ডস | ||
তারিখ | ৩১ মার্চ ২০২৩ – ২ এপ্রিল ২০২৩ | ||
অধিনায়ক | তেম্বা বাভুমা | স্কট এডওয়ার্ডস | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | এইডেন মার্করাম (২২৬) | মুসা আহমেদ (৭৮) | |
সর্বাধিক উইকেট | সিসান্দা মাগালা (৮) | ফ্রেড ক্লাসেন (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) |
দলীয় সদস্য
[সম্পাদনা]দক্ষিণ আফ্রিকা[১৪] | নেদারল্যান্ডস[১৫] |
---|---|
|
ব্যক্তিগত কারণে সিরিজ শুরুর আগে রুলফ ফন ডের মেরভা নেদারল্যান্ডস দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।[১৬]
প্রস্তুতিমূলক ম্যাচ
[সম্পাদনা]ব
|
দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ
২০৮/৭ (৩৬ ওভার) | |
স্কট এডওয়ার্ডস ৩৮ (৬৫)
ইথান বশ ৩/২০ (১০ ওভার) |
ভিহান লুবা ৪৬ (৫৭)
রায়ান ক্লাইন ৩/৩০ (৪ ওভার) |
- দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা]ব
|
||
তেজ নিডমানুরু ৪৮ (৭১)
তাবরাইজ শামসি ৩/২৫ (১০ ওভার) |
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, নেদারল্যান্ডস ০।
২য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
এইডেন মার্করাম ১৭৫ (১২৬)
ফ্রেড ক্লাসেন ২/৪৩ (১০ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৭]
- সিসান্দা মাগালা (দক্ষিণ আফ্রিকা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৮][১৯]
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, নেদারল্যান্ডস ০।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "South Africa to host Netherlands, India and Bangladesh during home summer"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "South Africa to host the Netherlands for three ODIs"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২১।
- ↑ "South Africa announce their 2021-2022 home season schedule"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "India set for blockbuster tour to South Africa"। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Kyle Verreynne stars with 95 but game ends in washout"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "Netherlands cut short South Africa tour amid COVID concerns"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২১।
- ↑ "South Africa vs Netherlands: New Covid-19 variant forces postponement of last two ODIs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২১।
- ↑ "South Africa to host England and Netherlands for ODIs in early 2023"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২।
- ↑ "Markram, Magala star in 146-run victory"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৩।
- ↑ "MAHARAJ TO LEAD THE PROTEAS VS NETHERLANDS AS PARNELL AND ZONDO MAKE A RETURN"। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ১০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।
- ↑ "Six changes in Netherlands squad for Centurion"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ "MEDIA ADVISORY: PROTEAS TEAM UPDATE, PRACTICE & MEDIA SCHEDULE"। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২১।
- ↑ "Lungi Ngidi tests positive for Covid-19, to miss ODI series against Netherlands"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২১।
- ↑ "South Africa announce squad for all-important Super League series"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ "Netherlands announce ad-hoc squads Zimbabwe, South Africa tour"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩।
- ↑ "South Africa look to turn a new leaf while closing out turbulent ODI Super League chapter"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩।
- ↑ "Markram 175, Magala five-fer take SA closer to World Cup spot"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৩।
- ↑ @ESPNcricinfo (২ এপ্রিল ২০২৩)। "Sisanda Magala gets a maiden ODI five-for in a crucial win for South Africa #SAvNED" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "South Africa bask in Jo'burg sunshine as the good times return"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৩।