আইমন নদী
অবয়ব
আইমন নদী | |
আয়মন নদী | |
চুচুয়া বাজারের কাছে আইমন নদী
| |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | ময়মনসিংহ বিভাগ |
জেলাসমূহ | জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা |
উৎস | পুরাতন ব্রহ্মপুত্র নদী |
মোহনা | খিরো নদী |
দৈর্ঘ্য | ২০ কিলোমিটার (১২ মাইল) |
আইমন নদী বা আয়মন নদী বা আয়মান নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের জামালপুর ও ময়মনসিংহ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার।[১] আইমন নদীর গড় প্রস্থ ৫২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।[২]
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" আইমন নদীটিকে আখিলা নদীর সাথে যুক্ত করে একত্রে আইমন-আখিলা নদী হিসেবে চিহ্নিত করে। পাউবো কর্তৃক এই নদীটির প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ০১।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |