বিষয়বস্তুতে চলুন

নরসুন্দা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরসুন্দা নদী
দেশ বাংলাদেশ
অঞ্চলসমূহ ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ
জেলাসমূহ ময়মনসিংহ জেলা, কিশোরগঞ্জ জেলা
নগরসমূহ কিশোরগঞ্জ, নান্দাইল, ঈশ্বরগঞ্জ
উৎস পুরাতন ব্রহ্মপুত্র নদী
মোহনা ধনু নদী
দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার (৩৫ মাইল)

নরসুন্দা নদী বা নাগচিনি নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কিশোরগঞ্জময়মনসিংহ জেলার একটি নদী। কিশোরগঞ্জ জেলা শহর এবং নান্দাইলঈশ্বরগঞ্জ উপজেলা শহর এ নদীর তীরে অবস্থিত। নদীটির দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার, গড় প্রস্থ ৮০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটি বর্তমানে মৃত প্রায়। আবর্জনা, অবৈধ্য দখলে নদীটি খালে পরিনত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক নরসুন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৪২।[]

নরসুন্দা নদীর ছবি।

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১৯৮-১৯৯। আইএসবিএন 984-70120-0436-4